1 তোমার ধনসম্পদের উপরে নির্ভর করো না; এই কথাও বলো না, “স্বনির্ভরশীল হবার জন্য যা দরকার, তা আমার আছে!'
2 তোমার স্বভাব ও তোমার বলের অনুগামী হয়ো না, হলে তোমার হৃদয়ের দুর্মতিকে প্রশ্রয় দেবে।
3 একথা বলো না, ‘আমার উপর কে প্রভুত্ব করবে?" কারণ প্রভু নিশ্চয়ই তোমার যোগ্য প্রতিফল দেবেন।
4 একথা বলো না, ‘পাপ করেছি, তবু আমার কী অমঙ্গল ঘটল?' কারণ প্রভু ধৈর্য রাখতে পারেন!
5 ক্ষমালাভের বিষয়ে তত নিশ্চিত হয়ো না, যার ফলে আরও রাশি রাশি পাপ জমাতে থাক।
6 একথা বলো না, 'তাঁর করুণা মহান ; তিনি আমার বহু পাপ ক্ষমা করবেন', কারণ তাঁর কাছে দয়া ও ক্রোধ দু'টোই রয়েছে, আর তাঁর রোষ পাপীদের উপর বর্ষিত হবে।
7 প্রভুর কাছে ফিরতে দেরি করো না, দিনের পর দিন ব্যাপারটা স্থগিত করো না, কারণ প্রভুর ক্রোধ অকস্মাৎ জ্বলে উঠবে, তখন, সেই শাস্তির দিনে, তোমাকে নিশ্চিহ্ন করা হবে।
8 অন্যায়-ধনসম্পদের উপর আস্থা রেখো না, তাতে দুর্বিপাকের দিনে তোমার উপকার হবে না।
9 গম যে কোন বাতাসে ঝেড়ো না, যে কোন পথেও পা বাড়িয়ো না, যেমনটি দু'কথার মানুষ সেই পাপী করে থাকে!
10 তোমার নিশ্চিত ধারণায় নিষ্ঠাবান হও, এক কথার মানুষ হও।
11 শুনতে আগ্রহ দেখাও, উত্তর দিতে ধীর হও।
12 কোন বিষয়ে তোমার জানা থাকলে তোমার প্রতিবেশীকে উত্তর দাও জানা না থাকলে মুখে হাত দাও।
13 কথনে সম্মানও থাকতে পারে, অসম্মানও থাকতে পারে; মানুষের জিহ্বাই তার সর্বনাশ।
14 তুমি হয়ো না পরনিন্দুক নামের যোগ্য, তোমার জিহ্বা দিয়ে ফাঁদ বলিয়ো না, কারণ লজ্জা যেমন চোরের প্রাপ্য, কঠোর দণ্ড তেমনি মিথ্যাবাদীর মঞ্জুরি।
15 তুমি ছোট কি বড় ব্যাপারে কারও অপমান করো না, বন্ধুত্বের বিনিময়ে শত্রুতার পাত্র হয়ো না ;