1 তিনি তাঁর বংশ থেকে এমন দয়াবান মানুষের উদ্ভব ঘটালেন, যিনি সবার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হলেন : হ্যাঁ, তিনি হলেন ঈশ্বরের ও মানুষের ভালবাসার পাত্র, সেই মোশী, যাঁর স্মৃতি আশীর্বাদ !
2 গৌরবদানে তাঁকে তিনি পবিত্রজনদের সমান করলেন, তাঁকে শক্তিমান করলেন—তাতে তাঁর শত্রুরা ভয়ে অভিভূত হল।
3 তাঁর কথার খাতিরে তিনি সেই নানা চিহ্নকর্ম বন্ধ করে দিলেন, ও রাজাদের সামনে তাঁকে গৌরবান্বিত করলেন; আপন জনগণের জন্য তাঁকে সেই আজ্ঞাগুলি দিলেন, ও তাঁর আপন গৌরবের একটা অংশ তাঁকে দেখালেন।
4 তাঁর বিশ্বস্ততা ও কোমলতার জন্য তাঁকে পবিত্রিত করলেন, সকল জীবিতের মধ্য থেকে তাঁকেই বেছে নিলেন।
5 তাঁকে তাঁর আপন কণ্ঠস্বর শোনালেন, ও সেই অন্ধকারময় মেঘে তাঁকে প্রবেশ করালেন, মুখোমুখি হয়েই তাঁর হাতে আজ্ঞাগুলি তুলে দিলেন, এমন আজ্ঞা, যা জীবন ও সুবুদ্ধির বিধান : তিনি যেন যাকোবের কাছে তাঁর সন্ধি, ইস্রায়েলের কাছে তাঁর বিধিনিয়ম ব্যাখ্যা করেন।
6 তিনি সেই আরোনকে উন্নীত করলেন, যিনি মোশীর মত পবিত্র, তাঁর আপন ভাই, লেবি গোষ্ঠীর মানুষ।
7 তাঁর সঙ্গে তিনি চিরন্তন সন্ধি স্থাপন করলেন, তাঁকে জনগণের যজন-ভার আরোপ করলেন। তাঁকে বিশিষ্ট পোশাক দানে সম্মানিত করলেন, গৌরব-বসনে তাঁকে পরিবৃত করলেন।
8 তাঁকে তিনি গৌরবময় সিদ্ধতায় মণ্ডিত করলেন, উৎকৃষ্ট নানা ভূষণে তাঁকে অলঙ্কৃত করলেন সেই জাঙাল, সেই জোব্বা ও সেই এফোদ।
9 তাঁর পোশাকের আঁচলে তিনি রাখলেন ডালিম, তাঁর চারদিকে বহু সোনার কিঙ্কিণি, যেন তাঁর প্রতিটি পদক্ষেপে সেগুলি বাজে, আর এইভাবে তাদের রুনুঝুনু শব্দ তাঁর জনগণের সন্তানদের পক্ষে স্মরণিকা রূপে মন্দিরে ধ্বনিত।
10 তাঁকে তিনি সোনার এবং নীল ও বেগুনি সুতোর পবিত্র পোশাকে অলঙ্কৃত করলেন—তা সূচিশিল্পীরই কারুকাজ; সেই বিচারের বুকপাটায়, সেই উরিম ও তুম্মিমে, এবং সেই সিঁদুরে লাল ক্ষোম-সুতোতেও তাঁকে অলঙ্কৃত করলেন, যা শিল্পীরই কারুকাজ :
11 সোনায় খচিত সীলমোহরের মত কাটা সেই বহুমূল্য মণিমুক্তায়ও তাঁকে অলঙ্কৃত করলেন, যা খোদকারেরই কারুকাজ; সংখ্যা অনুসারে ইস্রায়েলের গোষ্ঠীগুলোর নাম যেন তাতে খোদাই করে লেখা থাকে স্মরণ-চিহ্ন স্বরূপ।
12 তিনি তাঁর পাগড়ির উপরে সোনার একটা মুকুট রাখলেন, যার উপর পবিত্রীকরণের সীল খোদাই করা ছিল : তা সম্মানেরই চিহ্ন, বিশিষ্ট কারুকাজ, চোখ আনন্দিত করার জন্য হার।
13 তাঁর আগে তেমন সুন্দর কিছু কখনও দেখা হয়নি, এবং অন্য কেউই তা কখনও পরিধান করেনি: কেবল তাঁর সন্তানেরা ও তাঁর বংশধেরাই তা পরিধান করবে চিরকাল ধরে।
14 তাঁর বলিদানগুলি সম্পূর্ণই পুড়িয়ে দেওয়ার কথা, দিনে দু'বার, সবসময়ের মত।
15 মোশী তাঁকে পবিত্রীকৃত করলেন, তাঁকে পবিত্র তেলে অভিষিক্ত করলেন: আর এ ছিল তাঁর পক্ষে চিরন্তন সন্ধিস্বরূপ, তাঁর সন্তানদেরও পক্ষে যতদিন আকাশ স্থায়ী থাকবে, ততদিন ধরে যেন তিনি উপাসনা পরিচালনা করেন, যাজকত্ব অনুশীলন করেন, ও প্রভুর নামে জনগণকে আশীর্বাদ করেন।
16 প্রভু সকল জীবিতের মধ্য থেকে তাঁকে বেছে নিলেন, তিনি যেন তাঁর উদ্দেশে বলি, ধূপ ও গন্ধদ্রব্য স্মরণ-চিহ্নরূপে নিবেদন করেন, এবং তাঁর জনগণের জন্য প্রায়শ্চিত্ত-রীতি পালন করেন।
17 তাঁর হাতে তিনি তাঁর আজ্ঞাগুলির, ও বিধানের নিয়মনীতির ভার তুলে দিলেন, যেন যাকোবের কাছে তাঁর বিধিনিয়ম শেখান ও তাঁর বিধান বিষয়ে ইস্রায়েলকে আলোকিত করেন।
18 অন্য গোত্রের মানুষ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করল, মরুপ্রান্তরে তাঁর প্রতি হিংসা পোষণ করল : তারা ছিল দাথান ও আবিরামের লোক, আবার কোরাহ্র দলের লোক—রোষে ও ক্রোধে পরিপূর্ণ যে লোক।
19 প্রভু তা দেখে ক্ষুব্ধ হলেন ; তারা তাঁর প্রচণ্ড ক্রোধে নিশ্চিহ্ন হল। তিনি আরোনের গৌরব বৃদ্ধি করলেন, তাঁর জ্বলন্ত আগুনে তাদের নিঃশেষ করলেন।
20 তিনি তাদের সর্বনাশ ঘটিয়ে অলৌকিক কাজ সাধন করলেন, তাঁকে একটা উত্তরাধিকার বণ্টন করলেন, তাঁর জন্য প্রথমফলের অর্ঘ্য স্থির করলেন, আর সমস্ত কিছুর আগে, প্রচুর রুটি দান করলেন।
21 বস্তুত তাঁরা প্রভুর উদ্দেশে উৎসর্গ করা বলি ভোগ করেন, যা তিনি আরোনের ও তাঁর বংশধরদের জন্য স্থির করলেন।
22 তথাপি জনগণের দেশের মধ্যে আরোনের উত্তরাধিকার নেই, জনগণের মধ্যে তাঁর জন্য অংশ নেই, কেননা “আমি নিজেই তোমার অংশ ও তোমার উত্তরাধিকার।"
23 এলেয়াজারের সন্তান ফিনেয়াস প্রভুভয়ে তাঁর সদাগ্রহের জন্য, ও জনগণের বিদ্রোহের দিনে তাঁর স্থিরতার জন্য গৌরবে তৃতীয় হলেন ; বস্তুত তিনি উদার সাহসের সঙ্গে দাঁড়ালেন এবং ইস্রায়েলের প্রতি ঈশ্বরকে প্রশমিত করলেন।
24 এজন্য তাঁর সঙ্গে শান্তি-সন্ধি স্থির করা হল, যেন পবিত্রধামে ও জনগণের মধ্যে প্রধান দায়িত্ব বহন করেন; তাতে তাঁর কাছে ও তাঁর বংশধরদের কাছে মহাযাজক-মর্যাদা নিশ্চিত করা হল—চিরকালের মত।
25 যেসের সন্তান, যুদা গোষ্ঠীর মানুষ সেই দাউদের সঙ্গেও এক সন্ধি হল ; তা এমন রাজকীয় পরম্পরা, যা কেবল গোত্রের অভ্যন্তরেই হস্তান্তরিত ; কিন্তু আরোনের পরম্পরা তাঁর সকল বংশধরদেরই কাছে হস্তান্তরিত !
26 ঈশ্বর তোমাদের হৃদয়ে প্রজ্ঞা সঞ্চার করুন, যেন তোমরা জনগণকে ন্যায়নীতিতে শাসন কর, তাতে পিতৃপুরুষদের সগুণাবলি ম্লান হবে না, এবং তাঁদের সকল বংশধরের কাছে হস্তান্তরিত হবে তাঁদের গৌরব।