Index

Sirach - Chapter 12

1 কারও মঙ্গল করতে গেলে, জেনে নাও কার্ মঙ্গল করতে যাচ্ছ, তবে তোমার শুভকর্ম পুরস্কৃত হবে।
2 ভক্তপ্রাণের মঙ্গল কর, তেমন মঙ্গলের প্রতিদান পাবে, হয় তো তার কাছ থেকে নয়, কিন্তু নিশ্চয় পরাৎপরের কাছ থেকে।
3 অন্যায় কর্মে যে স্থিতমূল, তার জন্য নেই মঙ্গল ; অর্থদান করতে যে অস্বীকার করে, তার জন্যও নেই।
4 ভক্তপ্রাণের প্রতি দানশীল হও, পাপীর সাহায্যে যেয়ো না।
5 বিনয়ের প্রতি দানশীল হও, ভক্তিহীনকে কিছু দিয়ো না তাকে খাদ্য দিতে বাধা দাও, তুমি নিজেও দিয়ো না, পাছে তা দ্বারা সে তোমার চেয়ে শক্তিশালী হয় ; বস্তুত তার প্রতি তোমার প্রতিটি উপকারের জন্য তুমি দ্বিগুণ অমঙ্গল পাবে।
6 কেননা পরাৎপর নিজেই পাপীদের ঘৃণা করেন, আর তিনি ভক্তিহীনদের যোগ্য প্রতিফল দেবেন।
7 সৎমানুষের প্রতি দানশীল হও, পাপীর সাহায্যে যেয়ো না।
8 অনুকূলতার দিনে বন্ধুকে চেনা নাও যেতে পারে, কিন্তু প্রতিকূলতার দিনে শত্রু নিশ্চয় লুকিয়ে থাকবে না।
9 একজনের মঙ্গলের দিনে তার শত্রুরা দুঃখে থাকে, একজনের অমঙ্গলের দিনে তার বন্ধুও দূরে দাঁড়ায়।
10 তোমার শত্রুকে কখনও বিশ্বাস করো না, কেননা যেমন ব্রঞ্জে মরচে, তেমনি তার শঠতা।
11 যদিও সে নমিত ভাবে নুব্জ হয়ে এগিয়ে আসে, তুমি সাবধান থাক, তার বিষয়ে সতর্ক থাক ; তার সঙ্গে এমনভাবে ব্যবহার কর, তুমি যেন আয়না পরিষ্কার কর, দেখতে পাবে, তার মরচে তত দীর্ঘস্থায়ী নয়।
12 তাকে তোমার পাশে দাঁড়াতে দিয়ো না, পাছে তোমাকে উল্টিয়ে নিজেই দাঁড়ায় তোমার স্থানে ; তাকে তোমার ডান পাশে আসন দিয়ো না, পাছে সে তোমার আসন নিতে চেষ্টা করে; শেষে আমার কথা তোমার মনে পড়বে, আর দুঃখের সঙ্গে স্বীকার করবে যে, আমার কথা ঠিক ছিল।
13 সাপ সাপুড়কে কামড়ালে কে তাকে সহানুভূতি দেখাবে? হিংস্র জন্তুর সঙ্গে যে ঝুঁকি নেয়, তার জন্যও কে দুঃখ পাবে?
14 পাপীর সঙ্গে যে সংসর্গ রাখে, তার অপকর্মে যে সঙ্গী, তেমনি হবে তার দশা।
15 সে তোমার কাছে কিছুকালের মত থাকবে, কিন্তু তোমার প্রথম পতনে সে রুখে দাঁড়াবে।
16 শত্রুর ওষ্ঠে মধু থাকতেও পারে, কিন্তু তার হৃদয়ে থাকবেই তোমাকে গর্তে ফেলবার মতলব। শত্রুর চোখে জল দেখা দিতেও পারে, কিন্তু সুযোগ পেলে সে তোমার রক্তেও যথেষ্ট তৃপ্তি পাবে না।
17 তোমার অমঙ্গল ঘটলে, সে ওখানে প্রথম হয়েই দাঁড়াবে, আর তোমাকে সাহায্য করার ছুতায় তোমাকে উল্টিয়ে দেবে।
18 সে মাথা নাড়াবে, হাততালি দেবে, পরে যথেষ্টই বিড়বিড় করবে ও তার মুখের ভাবের পরিবর্তন দেখা দেবে।