Index

Sirach - Chapter 35

1 যে কেউ বিধান পালন করে, সে অর্ঘ্যের সংখ্যা বৃদ্ধি করে ; যে কেউ আজ্ঞাগুলিকে মেনে চলে, সে মিলন-যজ্ঞ নিবেদন করে।
2 যে কেউ কৃতজ্ঞতা জানায়, সে সেরা ময়দাই নিবেদন করে, যে কেউ অর্থদান করে থাকে, সে স্তুতি-যজ্ঞ উৎসর্গ করে।
3 অন্যায়-অপকর্ম থেকে দূরে থাকা, এ প্রভুর কাছে গ্রহণযোগ্য কৰ্ম, অন্যায্যতা থেকে দূরে থাকা, এ প্রায়শ্চিত্তবলি স্বরূপ।
4 প্রভুর সম্মুখে খালি হাতে এগিয়ে এসো না, কেননা এই সমস্ত কিছু আজ্ঞাগুলিরই দাবি।
5 ধার্মিকের অর্ঘ্য যজ্ঞবেদির সমৃদ্ধি ঘটায়, তার সুবাস পরাৎপরের সম্মুখে উর্ধ্বে যায়।
6 ধার্মিক মানুষের বলিদান গ্রহণযোগ্য, তার বলির স্মৃতি-অংশ বিস্মৃত হবে না।
7 অন্তরের দানশীলতায় প্রভুর গৌরবকীর্তন কর, তোমার শ্রমের ফল দানে কৃপণ হয়ো না।
8 অর্ঘ্য নিবেদন করতে গিয়ে সর্বদাই উৎফুল্ল মুখ দেখাও, আনন্দের সঙ্গেই মন্দিরের উদ্দেশে দশমাংশ নিবেদন কর।
9 পরাৎপর যেমন তোমার প্রতি দানশীল হলেন, তেমনি তুমিও তাঁর প্রতি দানশীল হও, তোমার সামর্থ্য অনুসারে অন্তরের দানশীলতায় দানশীল হও :
10 কেননা প্রভু এমন, যিনি প্রতিফল দেন, তিনি সাত সাতবারই ফিরিয়ে দেবেন।
11 উপহার দানে তাঁকে কিনবার চেষ্টা করো না, তিনি তা গ্রহণ করবেন না, অসৎ মনে উৎসর্গ-করা বলিদানের উপরে নির্ভর করো না ;
12 কেননা প্রভু এমন বিচারক, কারও প্রতি যাঁর কোন পক্ষপাত নেই।
13 দরিদ্রের বিরুদ্ধে তিনি কারও পক্ষপাতী নন, এমনকি, অত্যাচারিতের প্রার্থনাই তিনি শোনেন।
14 তিনি এতিমের মিনতি অবহেলা করেন না, বিধবার মিনতিও নয়, সে যখন তার মনের দুঃখ উজাড় করে দেয়।
15 বিধবার চোখের জল কি তার চোয়াল বেয়ে ঝরে না? তার চিৎকারও কি তারই বিরুদ্ধে নয়, যে সেই চোখের জলের কারণ?
16 সদিচ্ছার সঙ্গে যে কেউ ঈশ্বরের সেবা করে, সে গ্রহণযোগ্য হবে, তার প্রার্থনা মেঘলোকের নাগাল পাবে।
17 বিনম্রদের প্রার্থনা মেঘলোক ভেদ করে এগিয়ে যায়, যতক্ষণ না এসে পৌঁছে, ততক্ষণ সেই প্রার্থনা কোন সান্ত্বনা মানে না;
18 না, পরাৎপর লক্ষ না করা পর্যন্ত, ধার্মিকদের যোগ্যতা প্রমাণিত ক'রে তিনি ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত সেই প্রার্থনা ক্ষান্ত হবে না।
19 তখন প্রভু ধীর হবেন না, তাদের ব্যাপারে ধৈর্যশীল হবেন না,
20 যতদিন না তিনি নির্মমদের কোমর চূর্ণ করেন, ও দেশগুলির উপরে প্রতিফল বর্ষণ করেন;
21 যতদিন না তিনি হিংসাপন্থীদের লোকারণ্য উচ্ছেদ করেন, ও অন্যায়কারীদের প্রতাপদণ্ড চূর্ণবিচূর্ণ করেন;
22 যতদিন না তিনি প্রত্যেককে নিজ নিজ কাজ অনুযায়ী, ও মানুষদের কাজকর্মে তাদের সঙ্কল্প অনুযায়ী প্রতিফল দেন ;
23 যতদিন না তিনি তাঁর আপন জনগণের বিচার সম্পন্ন করেন, ও নিজের দয়া দানে তাদের আনন্দিত করেন।
24 সঙ্কটকালে দয়া কেমন সুন্দর দৃশ্য! তা অনাবৃষ্টির সময়ে বর্ষায় ভরা মেঘের মত।