Index

Sirach - Chapter 50

1 শুনিয়াসের সন্তান মহাযাজক সিমোনই সেই ব্যক্তি, যিনি তাঁর জীবনকালে গৃহকে মেরামত করলেন, ও তাঁর দিনগুলিতে পবিত্রধাম দৃঢ় করলেন।
2 তিনি দ্বিগুণ গভীরতায় গম্ভীর ভিত্তিমূল স্থাপন করলেন, মন্দিরের ঘেরার প্রাকারগুলো গেঁথে তুললেন।
3 তাঁর দিনগুলিতে দিঘিটা খনন করা হল, বিশাল সাগরের মত বড় এক দিঘি।
4 সর্বনাশ থেকে আপন জনগণকে উদ্ধার করার জন্য চিন্তিত হয়ে তিনি নগরীকে অবরোধ থেকে দৃঢ় করলেন।
5 জনগণের মধ্যে তাঁর চলাকালে, পরদাযুক্ত গৃহ থেকে বেরিয়ে আসার সময়ে আহা, তিনি কেমন গৌরবময় ছিলেন!
6 তিনি সত্যিই ছিলেন মেঘপুঞ্জের মধ্যে প্রভাতী তারার মত, পূর্ণিমার রাতে জ্যোৎস্নার মত,
7 পরাৎপরের মন্দিরের উপরে জাজ্বল্যমান সূর্যের মত, গৌরবের মেঘপুঞ্জের মধ্যে দীপ্তিময় রঙধনুর মত,
8 বসন্তকালীন গোলাপফুলের মত, জলস্রোতের তীরে লিলিফুলের মত, গ্রীষ্মকালীন ধূপগাছের পল্লবের মত,
9 ধূপদানিতে আগুন ও ধূপের মত, সমস্ত প্রকার বহুমূল্য মণিমুক্তায় অলঙ্কৃত পুরো সোনার পাত্রের মত,
10 ফলে ভরা জলপাইগাছের মত, আকাশ-চুম্বী দেবদারু বৃক্ষের মত।
11 যখন তিনি উপাসনার পোশাক পরিধান করতেন, যখন সেই সুন্দর সুন্দর ভূষণে নিজেকে সজ্জিত করতেন, তখন পবিত্র যজ্ঞবেদির সোপান আরোহণ করতে করতে তিনি পবিত্রধাম ও তার সমস্ত প্রাঙ্গণ গৌরবে পরিপূর্ণ করতেন ;
12 যখন তিনি যাজকদের হাত থেকে বলিগুলির অংশ গ্রহণ করে নিতেন, —নিজেই বেদির অঙ্গারধানীর পাশে দাঁড়িয়ে— তখন যেন লেবাননের এরসগাছের শাখার মত ও তাঁর চারদিকে যেন খেজুরগাছের মত ভাইয়েরা মুকুটের মত তাঁকে বেষ্টন করতেন ;
13 যখন সকল আরোন-সন্তান নিজেদের গৌরবে প্রভুর অর্থ নিজ নিজ হাতে ক'রে গোটা ইস্রায়েল জনমণ্ডলীর সামনে দাঁড়িয়ে ছিল,
14 তখন তিনি সর্বশক্তিমান পরাৎপরকে অর্ঘ্য নিবেদন করতে করতে বেদিগুলিতে উপাসনা-রীতি পালন করতেন :
15 তিনি পানপাত্রের উপরে হাত বাড়াতেন, আঙুরফলের রস ঢালতেন, নিখিলের রাজা সেই পরাৎপরের উদ্দেশে গ্রহণীয় সৌরভরূপে তা বেদির ভিত্তিমূলে ঢেলে দিতেন।
16 তখন আরোন-সন্তানেরা জয়ধ্বনি তুলত, পিটানো ব্রঞ্জের তুরি বাজাত, এবং পরাৎপরের সম্মুখে আহ্বানরূপে উদাত্ত তুরিনিনাদ শোনাত।
17 আর সঙ্গে সঙ্গে গোটা জনগণ মিলে মাটিতে মাথা নত ক'রে ভূমিষ্ঠ হয়ে সেই প্রভুকে পূজা করত, সর্বশক্তিমান যিনি, পরাৎপর ঈশ্বর যিনি ;
18 গায়কদল প্রশংসাগান গেয়ে উঠত, —মৃদু বাদ্য-ঝঙ্কারে তাদের গান কেমন মধুর ছিল!-
19 এবং প্রভুর সেবাকর্ম সম্পন্ন না হওয়া পর্যন্ত, ও উপাসনা-অনুষ্ঠান সমাপ্ত না হওয়া পর্যন্ত জনগণ সেই দয়াময়ের সম্মুখে প্রার্থনায় রত হয়ে পরাৎপর প্রভুকে মিনতি করত।
20 তখন, প্রভুর আশীর্বাদ নিজের ওষ্ঠ থেকে প্রদান করার জন্য —যেহেতু তাঁর নাম উচ্চারণ করার গৌরব তাঁরই ছিল— তিনি অবরোহণ করতে করতে ইস্রায়েল সন্তানদের গোটা জনমণ্ডলীর উপরে দু'হাত উত্তোলন করতেন
21 এবং পরাৎপরের আশীর্বাদ গ্রহণ করার জন্য সকলে পুনরায় প্রণিপাত করত।
22 এখন তোমরা নিখিল বিশ্বের পরমেশ্বরকে ধন্য বল, যিনি সর্বস্থানে মহা মহা কর্মকীর্তির সাধক, যিনি আমাদের জন্মদিন থেকেই আমাদের দিনগুলি উন্নীত করেছেন, ও তাঁর দয়া অনুসারেই আমাদের প্রতি ব্যবহার করেছেন।
23 তিনি হৃদয়ের আনন্দ আমাদের মঞ্জুর করুন, আমাদের দিনগুলিতে শাস্তি বিরাজ করুক, — ইস্রায়েলের মধ্যে যুগ যুগ ধরে।
24 তাঁর করুণা বিশ্বস্তভাবে আমাদের সঙ্গে সঙ্গে থাকুক, আমাদের এই দিনগুলিতে তিনি আমাদের মুক্তিকর্ম সাধন করুন।
25 দু'টো জাতির উপরে আমি ক্ষুব্ধ, এমনকি, তৃতীয়টা একটা জাতিও নয়। তথা,
26 সেইর পর্বতের সেই বাসিন্দারা ও সেই ফিলিস্তিনিরা, এবং মূর্খ সেই জাতি, যা সিখেমে বাস করে।
27 সুবুদ্ধি ও সজ্ঞান-পূর্ণ শিক্ষাবাণী এই পুস্তকে গণ্ডিবদ্ধ করা হয়েছে যেরুসালেম-নিবাসী এলেয়াজার সিরার ছেলে সেই যিশু দ্বারা, যিনি আপন হৃদয় থেকে বর্ষার মত প্রজ্ঞা ঢেলে দিলেন।
28 সুখী সেই জন, যে এই সমস্ত বিষয়ে নিবিষ্ট থাকে ; তা নিজের হৃদয়ে গেঁথে রাখুক, সে প্রজ্ঞাবান হবে;
29 তা অনুশীলন করলে সে সমস্ত কিছুর জন্য যথেষ্ট শক্তি পাবে, যেহেতু প্রভুর স্বয়ং আলোই তার পথ।