Index

Sirach - Chapter 14

1 সুখী সেই মানুষ, যে মুখে পাপ করেনি, পাপের কারণে যাকে দুঃখ করতে নেই।
2 সুখী সেই জন, যার বিবেক তাকে ভর্ৎসনা করে না, যে কখনও আশা হারায়নি।
3 নীচ মানুষের পক্ষে ধন শোভা পায় না, কৃপণের পক্ষে ধনের কি দরকার?
4 নিজেকে অভাবে রেখে যে জমায়, সে পরের জন্যই জমায়, তার ধন নিয়ে অন্যেরা ঐশ্বর্যের মধ্যে জীবনযাপন করবে।
5 নিজের ক্ষেত্রে যে হীন, সে কার উপকার করবে? সে নিজের ধনও ভোগ করতে অক্ষম!
6 নিজের ক্ষেত্রে যে হীন, তার চেয়ে হীনতর আর কেউ নেই; এ-ই তার অধর্মের প্রতিদান !
7 সে মঙ্গল করলে, ইচ্ছা না করেই তা করে, আর শেষে সে নিজে নিজের অধর্ম প্রকাশ করে।
8 যার চোখ হিংসুক, সে অপকর্মা: সে অন্য দিকে তাকায়, পরের প্রাণের জন্য তার চিন্তা নেই।
9 লোভী মানুষের চোখ তার অংশটুকু নিয়ে তৃপ্ত নয়, লোভ প্রাণকে শুষ্ক করে ফেলে।
10 কৃপণ রুটির বিষয়েও হিংসায় গজগজ করে ; তার টেবিলে অভাব বিরাজ করে।
11 সন্তান, সাধ্যমত নিজের মঙ্গল কর, প্রভুর কাছে যোগ্য অর্ঘ্য নিবেদন কর।
12 মনে রেখ : মৃত্যু দেরি করবে না, পাতালের ক্রয়-পত্রও তুমি কখনও দেখনি।
13 মরার আগে বন্ধুর মঙ্গল কর ; তোমার সামর্থ্য অনুসারে তার প্রতি দানশীল হও ।
14 আজকের মঙ্গল অস্বীকার করো না, উত্তম বাসনার একটা অংশও তোমার পাশ কাটিয়ে চলে না যাক।
15 তোমাকে কি পরের হাতে তোমার সম্পদ রেখে যেতে হবে না ? তোমার শ্রমের ফলও কি গুলিবাঁট দ্বারা ভাগ ভাগ করা হবে না?
16 দাও, গ্রহণ কর, প্রাণ আপ্যায়িত কর, কেননা পাতালে আমোদের মত খোঁজ করার কিছু নেই।
17 প্রতিটি দেহ পোশাকের মত জীর্ণ হয়, এ সনাতন বিধান: মানুষ মরবেই মরবে!
18 যেমন ঘন শাখাময় গাছের পাতার মত, যার কয়েকটা খসে পড়ে, আর কয়েকটা গজিয়ে ওঠে, তেমনি রক্তমাংসের মানুষ : একজন মরে, আর একজন জন্ম নেয়।
19 প্রতিটি সাধনার ফল একদিন পচবে, মিলিয়ে যাবে; সেই কর্মের সাধকও তার সঙ্গে চলে যাবে।
20 সুখী সেই মানুষ, যে প্রজ্ঞার কথা ধ্যান করে, সুবুদ্ধির সঙ্গেই যে চিন্তা করে,
21 প্রজ্ঞার পথগুলি অন্তরে যে বিবেচনা করে, আপন মনে যে তার সকল মর্মে প্রবেশ করে।
22 সে শিকারীর মত তার পিছু পিছু ধাওয়া করে, তার সমস্ত পথে ওত পেতে থাকে ;
23 তার জানালায় উঁকি মারে, তার দরজায় আড়ি পেতে শোনে :
24 তার বাড়ির পাশে বাসা বাঁধে, তার দেওয়ালে খুঁটি মারে ;
25 তার কাছে তার আপন তাঁবু বসিয়ে উৎকৃষ্ট আশ্রয় নেয় ;
26 তার আপন সন্তানদের তার ছায়ায় রাখে, তার শাখার তলে দিন কাটায় ;
27 তার দ্বারা সে গরম থেকে রক্ষা পাবে, তার গৌরবের ছায়ায় বসতি করবে।