Index

Sirach - Chapter 22

1 অলস মানুষ কলঙ্কপূর্ণ পাথরের মত, তার লজ্জাকর অবস্থায় লোকে শিস দেয়।
2 অলস মানুষ গোবর-পিণ্ডের মত, যে কেউ তা তুলে নেয়, সে হাত ঝেড়ে ফেলে।
3 অভদ্র ছেলের পিতা হওয়া লজ্জার বিষয়, কিন্তু মেয়ের জন্ম লোকসান।
4 সম্বিবেচক মেয়ে স্বামীর পক্ষে হবে ধন, কিন্তু নির্লজ্জ মেয়ে তার আপন পিতার পক্ষে হবে দুঃখ।
5 নির্লজ্জ মেয়ে পিতার ও স্বামীর দু'জনেরই মর্যাদাহানির কারণ, সে হবে দু'জনেরই ঘৃণার পাত্র।
6 অসময় কথন যেন শোকের দিনে বাজনার মত, কিন্তু সময়ে অসময়ে কশা ও সংশোধন প্রজ্ঞার নামান্তর।
7 8 9 মূর্খকে যে সদুপদেশ দেয়, সে আঠা দিয়ে কুচির সঙ্গে কুচি লাগায়, সে ঘোর নিদ্রা থেকে নিদ্রামগ্নকে জাগায়।
10 মূর্খের সঙ্গে যে যুক্তি করে, সে নিদ্রামগ্নের সঙ্গেই যুক্তি করে; শেষে সে তাকে বলবে : 'ব্যাপারটা কি?'
11 মৃতলোকের জন্য অশ্রুপাত কর, সে তো আলো হারিয়ে ফেলেছে; মূর্খের জন্য অশ্রুপাত কর, সে তো জ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু মৃতলোকের জন্য তোমার অশ্রুপাত কম তিক্ত হোক, সে তো এখন বিশ্রাম করছে: কেননা মূর্খের জীবন মৃত্যুর চেয়ে শোচনীয়।
12 মৃতলোকের জন্য শোকপালন সাত দিন : মূর্খ ও ভক্তিহীনের জন্য শোকপালন তোমার জীবনের সমস্ত দিন।
13 নির্বোধের সঙ্গে বেশি কথা ব্যয় করো না, অবোধের সঙ্গে সংসর্গ করো না, তার কাছ থেকে দূরে থাক, শান্তি পাবে, তার বিষয়ে সাবধান থাক, পাছে তোমার অসুবিধা ঘটে, তার সংস্পর্শে পাছে তোমার কলুষ হয়। ও তার নির্বুদ্ধিতার জন্য তোমাকে ক্ষুব্ধ হতে হবে না।
14 সীসার চেয়ে গুরুভার আর কী আছে? 'মূর্খ' এনাম ছাড়া তার আর কী নাম?
15 অবোধকে বহন করার চেয়ে বালু, লবণ, লোহার পিণ্ড বহন করা সহজ।
16 গৃহের সুসংবদ্ধ কড়িকাঠ ভূমিকম্পে অসংলগ্ন হয় না, তেমনি চিন্তা-ভাবনার পরে দৃঢ়সঙ্কল্পবদ্ধ হৃদয় বিপদের দিনে সঙ্কুচিত হবে না।
17 সুচিন্তিত ধারণায় স্থাপিত যে হৃদয়, তা মসৃণ দেওয়ালের উপরে লেপের মত।
18 উচ্চস্থানের উপরে রাখা কুচি বাতাসের মুখে দাঁড়ায় না, তেমনি মূর্খের হৃদয়, যে নিজের ভাবনায় ভীত হয়ে ভয়ের মুখে দাঁড়ায় না।
19 চোখ বিধিয়ে দাও, অশ্রু ঝরবে, হৃদয় বিধিয়ে দাও, তার ভাব ব্যস্ত করবে।
20 পাখিদের পাথর মার, তারা ভয়ে পালিয়ে যাবে, বন্ধুকে অপমান কর, বন্ধুত্ব নষ্ট করবে।
21 যদি বস্তুর বিরুদ্ধে খরা নিষ্কোষিত করে থাক, নিরাশ হয়ো না, এখনও আছে প্রত্যাগমনের পথ।
22 যদি বন্ধুর বিরুদ্ধে মুখ খুলে থাক, ভয় করো না, এখনও আছে মিলনের আশা ; কিন্তু অপমান, উদ্ধত ভাব, গুপ্ত তত্ত্ব প্রকাশ, ও পিঠে আঘাত- এই সকল ক্ষেত্রে মিলিয়ে যাবে সমস্ত বন্ধু।
23 তোমার প্রতিবেশীর আচ্ছা তার অভাবের দিনেই জয় কর, যেন তার সঙ্গে তার নবীন সমৃদ্ধি ভোগ কর। ক্লেশের দিনে তার পাশে পাশে থাক, যেন তার উত্তরাধিকারের অংশী হও।
24 আগুনের আগে হাপরে দেখা দেয় বাষ্প ও ধূম, তেমনি রক্তপাতের আগে দেখা দেয় কটুকথা।
25 বন্ধুকে আশ্রয় দিতে আমি লজ্জা করব না, তার কাছ থেকে নিজেকে লুকোব না ;
26 আর যদি তার কারণে আমার অমঙ্গল ঘটে, তবে যে কেউ একথা শুনবে, সে তার বিষয়ে সাবধান থাকবে।
27 কে আমার মুখের দ্বারে রাখবে প্রহরী, আমার ওষ্ঠে উপযোগী সীলমোহর, যেন তার কারণে আমার পতন না হয়, ও আমার জিহ্বা আমার সর্বনাশ না ঘটায় ?