1 লোকে কি তোমাকে ভোজপতি করেছে? গর্বোদ্ধত হয়ো না ; সকলের সঙ্গে সাধারণ একজনের মত ব্যবহার কর ; তাদের যত্ন কর, পরে নিজে ভোজে বস;
2 তোমার কর্তব্য কাজ সম্পন্ন করার পর তোমার আসন নাও, যেন তাদের আনন্দে আনন্দ করতে পার, ও ভোজের সাফল্যের জন্য মুকুট পেতে পার।
3 হে প্রবীণ, কথা বল, তাতে তোমার শোভা পায়, কিন্তু মার্জিত ভাবে, গানবাজনায় বিঘ্ন ঘটিয়ো না।
4 সবাই শুনতে ব্যস্ত, তাই তুমি কথা বলে চলো না, অসময় নিজেকে তত প্রজ্ঞাবান দেখিয়ো না।
5 সোনার আঙটিতে বসানো চুনির সীলমোহর যেমন, তেমনি ভোজসভায় গানবাজনা।
6 সোনার ফ্রেমে বসানো পান্নার সীলমোহর যেমন, তেমনি আঙুররসের মাধুর্যের সঙ্গে গানবাজনার সুর।
7 হে যুবক মানুষ, কথা বল—যদি প্রয়োজন হয় ! কিন্তু দু'বার মাত্র—যখন তোমাকে প্রশ্ন করা হয়, কেবল তখনই!
8 তোমার কথন সংক্ষিপ্ত রাখ, স্বল্প কথায় অনেক কিছু বল ; এমন একজনের মত ব্যবহার কর, যে খুবই জানে, কিন্তু মৌন থাকে।
9 গণ্যমান্যদের মধ্যে নিজেকে তাদের সমকক্ষ মনে করো না, অন্য কেউ কথা বলার সময়ে বেশি মন্তব্য রেখো না।
10 বজ্রনাদের আগে আসে বিদ্যুৎ-ঝলক, অনুগ্রহ শালীন মানুষের আগে আগে চলে।
11 ঠিক সময়ই ওঠ, সকলের শেষে প্রস্থান করো না, শীঘ্রই ঘরে যাও, ইতস্তত করো না।
12 ফিরে সেখানেই আমোদ কর, যা খুশি তাই কর, কিন্তু উদ্ধত কথা বলে পাপ করো না।
13 এবং এই সমস্ত কিছুর জন্য তোমার স্রষ্টাকে ধন্যবাদ জানাও, তিনি তো তাঁর মঙ্গলদানে তোমাকে মত্ত করে তোলেন।
14 যে কেউ প্রভুকে ভয় করে, সে সংশোধনের বাণী গ্রহণ করবে; যারা তাঁর সন্ধান করে, তারা তাঁর প্রসন্নতা পাবে।
15 যে কেউ বিধানের অন্বেষণ করে, সে বিধান দ্বারা আপ্যায়িত হবে, কিন্তু ভণ্ড মানুষ তাতে পদস্খলনের কারণ পাবে।
16 যারা প্রভুকে ভয় করে, তারা সুবিচার পাবে, তাদের সৎকর্ম আলোর মত দীপ্তিময় হবে।
17 পাপী মানুষ তিরস্কার সরিয়ে দেয়, তার জেদি ব্যবহারের জন্য সে ছুতা পায়।
18 বুদ্ধিমান মানুষ সাবধান বাণী তুচ্ছ করে না, দুর্জন ও গর্বিত মানুষ ভয়ের বিষয়ে কিছু জানে না।
19 চিন্তা-ভাবনা না করে কিছুই করো না, তবে কাজ শেষে তোমাকে দুঃখ করতে হবে না।
20 অসমতল পথে হেঁটে বেড়িয়ো না, পাছে পাথরে হোঁচট খাও।
21 সমতল পথে বেশি আত্মনির্ভরশীল হয়ো না,
22 তোমার নিজের সন্তানদের বিষয়েও সাবধান থাক।
23 সমস্ত কাজে নিজের বিষয়ে সতর্ক থাক এও আজ্ঞাগুলি পালন করা।
24 যে কেউ বিধানে আস্থা রাখে, সে তার আজ্ঞাগুলির প্রতি বাধ্যতা দেখায়, যে কেউ প্রভুতে ভরসা রাখে, সে কোন ক্ষতির সম্মুখীন হবে না।