Index

Sirach - Chapter 17

1 প্রভু মানুষকে মাটি থেকে সৃষ্টি করলেন, আবার সেই মাটিতে তাকে ফিরিয়ে দেবেন।
2 তিনি মানুষকে কতগুলো দিন ও কাল না দিলেন ! পৃথিবীর উপরে যা কিছু আছে, তাদের উপর অধিকার তাকেই দিলেন।
3 তাকে শক্তিমণ্ডিত করলেন তিনি নিজেই যেমন শক্তিমণ্ডিত, নিজের প্রতিমূর্তিতেই তাকে গড়লেন।
4 প্রতিটি প্রাণীর মধ্যে তিনি মানুষের প্রতি ভয় সঞ্চার করলেন, যেন মানুষ পশু ও পাখিদের উপরে প্রভুত্ব করতে পারে।
5 তিনি বিচারবুদ্ধি, জিহ্বা, চোখ ও কান তাদের দিলেন, একটি হৃদয়ও তাদের দিলেন, যেন তারা চিন্তা করতে পারে।
6 তিনি সদজ্ঞান ও সুবুদ্ধি দানে তাদের অন্তর পূর্ণ করলেন : তাদের দেখালেন কি মঙ্গল আর কি অমঙ্গল।
7 তাদের হৃদয়ে তাঁর আপন আলো সঞ্চার করলেন, যেন তাঁর আপন কর্মকীর্তির মহত্ত্ব তাদের দেখাতে পারেন ;
8 আর তারা যেন তাঁর কর্মকীর্তির মাহাত্ম্য বর্ণনা করতে করতে তাঁর পবিত্র নামের প্রশংসাবাদ করে।
9 তাদের সামনে তিনি সদজ্ঞান রাখলেন, উত্তরাধিকার রূপে তাদের দিলেন জীবন-বিধান।
10 তাদের সঙ্গে চিরন্তন সন্ধি স্থাপন করলেন, তাদের কাছে তাঁর আপন বিচারমালা জ্ঞাত করলেন।
11 তাদের চোখ তাঁর গৌরবের মহত্ত্বের দর্শন পেল, তাদের কান তাঁর মহিমময় কণ্ঠস্বর শুনতে পেলেন।
12 তিনি তাদের বললেন, 'সমস্ত অন্যায়-অধর্ম বিষয়ে সাবধান থাক! প্রতিবেশী-সংক্রান্ত নির্দেশও তিনি এক একজনকে দিলেন।
13 মানুষের সমস্ত পথ সর্বদাই তাঁর সামনে, তাঁর চোখের কাছে তা গোপন থাকে না।
14 প্রতিটি জাতির উপরে তিনি এক একজন জননেতা নিযুক্ত করলেন, কিন্তু ইস্রায়েল প্রভুরই আপন স্বত্বাংশ।
15 তাদের সকল কর্ম সূর্যের মতই তাঁর সামনে উপস্থিত, তাঁর চোখ তাদের আচরণ সর্বদাই লক্ষ করে।
16 তাদের অন্যায়-অধর্ম তাঁর কাছে গোপন নয়, তাদের সকল পাপ প্রভুর সামনে উপস্থিত।
17 অর্থদান তাঁর কাছে সীলমোহর স্বরূপ, দানশীলতাকে তিনি চোখের মণির মত রক্ষা করবেন।
18 একদিন তিনি উঠে তাদের প্রতিদান দেবেন, তাদের উপর তাদের যোগ্য প্রতিফল বর্ষণ করবেন।
19 কিন্তু যে অনুতাপ করে, তাকে তিনি ফিরে আসতে দেন, আশাভ্রষ্ট যত মানুষের প্রাণে আশা সঞ্চার করেন।
20 প্রভুর কাছে ফের, আর পাপ নয়! তাঁর শ্রীমুখের সামনে মিনতি জানাও, আর এইভাবে নিজ অপরাধ লঘুভার কর।
21 পরাৎপরের কাছে ফিরে এসো, অধর্মের প্রতি পিঠ ফেরাও : শঠতা নিঃশেষেই ঘৃণা কর।
22 কেননা সেই জীবিতেরা যারা তাঁকে স্তুতির অর্ঘ্য অর্পণ করে, তাদের পরিবর্তে সেই পাতালে কেইবা পরাৎপরের প্রশংসাগান করবে?
23 যার কোন অস্তিত্ব নেই, তার স্তুতিবাদের মত মৃতদের স্তুতিবাদও শূন্য, যে জীবিত, যে সুস্থ, সে-ই প্রভুর প্রশংসাগান করে!
24 আহা, কতই না মহান প্রভুর করুণা! যারা তাঁর প্রতি ফেরে, তাদের প্রতি কতই না মহান তাঁর ক্ষমা !
25 মানুষ তো সবকিছু পেতে পারে না, কেননা মানবসন্তান অমর নয়।
26 সূর্যের চেয়ে উজ্জ্বল কী আছে? অথচ তাও ম্লান হয়। তেমনি অনিষ্টের প্রতিই রক্তমাংসের লালসা।
27 তিনি উচ্চতম আকাশমণ্ডলের বাহিনী পরিদর্শন করেন, কিন্তু মানুষেরা, তারা সকলে মাটি ও ছাইমাত্র।