Index

Sirach - Chapter 49

1 যোসিয়ার স্মৃতি এমন ধূপ-মিশ্রণের মত, যা পদ্ধদ্রব্য প্রস্তুতকারীর শিল্প দ্বারা প্রস্তুত। সেই স্মৃতি সকলের মুখে মধুর মত মিষ্ট, তা যেন ভোজসভায় গানবাজনার মত।
2 তিনি জনগণের সংস্কার কাজে সম্পূর্ণ আত্মনিয়োজিত হলেন, এবং অধর্মের ঘৃণ্য যত চিহ্ন সমূলে উচ্ছিন্ন করলেন।
3 তিনি নিজের হৃদয়কে প্রস্তুতে স্থাপন করলেন, অন্যায়কারীদের দিনগুলিতে ধর্মের প্রাধান্য তুলে ধরলেন।
4 দাউদ, হেজেকিয়া ও যোসিয়ার কথা বাদে তাঁরা সকলে পাপের উপর পাপ সাধন করলেন; পরাৎপরের বিধান ত্যাগ করেছিলেন বিধায় যুদা রাজারা মিলিয়ে গেলেন;
5 কারণ তাঁরা তাঁদের ক্ষমতা অন্যদের হাতে, ও তাঁদের গৌরব বিজাতীয় এক দেশের হাতে ছেড়ে দিলেন।
6 শত্রুরা পবিত্রধামের মনোনীত নগরীটিকে পুড়িয়ে দিল, তার সমস্ত পথ জনশূন্য করল,
7 ঠিক যেভাবে যেরেমিয়া আগে থেকে বলে দিয়েছিলেন। কারণ তাঁরা তাঁর প্রতি দুর্ব্যবহার করলেন, যদিও মাতৃগর্ভে থাকতেই তিনি নবীরূপে পবিত্রীকৃত হয়েছিলেন উৎপাটন, আঘাত ও বিনাশ করার জন্য, কিন্তু গেঁথে তোলা ও রোপণও করার জন্য।
8 এজেকিয়েল গৌরবের এক দর্শন পেলেন, যা ঈশ্বর খেরুব-বাহনের উপরে তাঁকে দেখালেন;
9 কেননা তিনি ঝড় বিষয়ক সেই বাণীতে শত্রুদের কথা উল্লেখ করলেন, যেন যারা সরল পথে চলছিল, তাদের উপকার হয়।
10 আহা, সেই দ্বাদশ নবী! তাঁদের হাড় তাঁদের সমাধিমন্দির থেকে পুনরায় প্রস্ফুটিত হোক, যেহেতু তাঁরা যাকোবকে সান্ত্বনা দিলেন, ও বিশ্বাস ও প্রত্যাশায় তাদের মুক্তিকর্ম সাধন করলেন।
11 আমরা জেরুব্বাবেলের কেমন মহিমাকীর্তন করব? তিনি যেন ডান হাতে সীলমোহর-যুক্ত আঙটির মত;
12 তেমনি যেহোসাদাকের সন্তান সেই যোওয়াও : তাঁরা তাঁদের জীবনকালে গৃহকে পুনর্নির্মাণ করলেন, এবং প্রভুর উদ্দেশে পবিত্র এক পুণ্যধাম উত্তোলন করলেন, যা চিরন্তন গৌরবলাভের উদ্দেশ নিরূপিত।
13 নেহেমিয়ার স্মৃতিও সত্যি মহান! তিনি আমাদের বিধ্বস্ত প্রাচীর পুনর্নির্মাণ করলেন আর সেখানে তোরণদ্বার ও অর্গল দিলেন তিনি আমাদের বাড়ি-ঘরও পুনর্নির্মাণ করলেন।
14 পৃথিবীতে এমন কেউ কখনও সৃষ্ট হয়নি যে এনোখের সমকক্ষ : বস্তুত তাঁকে পৃথিবী থেকে তুলে নেওয়া হল।
15 আর অন্য কোন মানুষ কখনও জন্মেনি যে যোসেফেরই মত, যিনি ভাইদের মধ্যে অগ্রনেতা, জনগণের নির্ভর ; তাঁর হাড়ও সম্মানের বস্তু হল।
16 শেম ও সেথ মানুষদের মধ্যে গৌরবের পাত্র হলেন, কিন্তু সমস্ত সৃষ্টজীবের ঊর্ধ্বে রয়েছেন আদম।