Index

Sirach - Chapter 15

1 যে প্রভুকে ভয় করে, সে এভাবে ব্যবহার করবে, যে বিধানপণ্ডিত, সে প্রজ্ঞা লাভ করবে।
2 প্রজ্ঞা মাতার মত তার কাছে এগিয়ে আসবে, কুমারী কনের মত তাকে গ্রহণ করবে;
3 সুবুদ্ধির রুটিদানে তাকে পরিপুষ্ট করবে, পান করার মত তাকে দেবে প্রজ্ঞার জল।
4 সে প্রজ্ঞার উপরে ঝুঁকে পড়বে, আর কখনও টলবে না, তার উপরে নির্ভর করবে, আর কখনও লজ্জায় পড়বে না।
5 প্রজ্ঞা তাকে তার সঙ্গীদের উর্ধ্বে উন্নীত করবে, জনসমাবেশের মাঝে তার মুখ খুলে দেবে ;
6 সে পাবে সুখ, পাবে আনন্দ-মুকুট, লাভ করবে চিরন্তন নাম।
7 অবোধেরা প্রজ্ঞাকে কখনও পেতে পারবে না, পাপীরাও কখনও পাবে না তার দর্শন।
8 প্রজ্ঞা তো গর্ব থেকে দূরে থাকে, মিথ্যাবাদীরা তাকে স্মরণ করে না।
9 প্রশংসাবাদ পাপীর মুখে শোভা পায় না, যেহেতু তা প্রভু দ্বারা সেখানে রাখা হয়নি।
10 কেননা প্রশংসাবাদ কেবল প্রজ্ঞার আশ্রয়েই উচ্চারিত হতে হবে; স্বয়ং প্রভুই প্রশংসাবাদের প্রেরণা দেন।
11 তুমি একথা বলো না, 'আমার বিদ্রোহের জন্য প্রভুই দায়ী, কারণ তিনি যা ঘৃণা করেন, তা করেন না।
12 একথা বলো না, 'তিনিই আমাকে পথভ্রষ্ট করেছেন,' কারণ পাপী তাঁর কোন প্রয়োজনে আসে না।
13 প্রভু সমস্ত জঘন্য কাজ ঘৃণা করেন, তাঁকে ভয় করে আর জঘন্য কাজও ভালবাসে এমন কেউ নেই।
14 আদিতে তিনি মানুষকে গড়লেন, পরে তাকে তার নিজের স্বাধীন ইচ্ছার হাতে ছেড়ে দিলেন।
15 ইচ্ছা করলে তুমি আজ্ঞাগুলি পালন করবে; বিশ্বস্ত হওয়াই তোমার সদিচ্ছার উপরে নির্ভর করবে।
16 তিনি তোমার সামনে রেখেছেন আগুন ও জল ; তোমার যেদিকে ইচ্ছে, সেইদিকে হাত বাড়াও।
17 মানুষের সামনে রয়েছে জীবন-মরণ : এক একজন যাতে প্রীত, তা-ই তাকে দেওয়া হবে।
18 কেননা প্রভুর প্রজ্ঞা মহান, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বদর্শী।
19 প্রভুর চোখ তাদেরই প্রতি, যারা তাঁকে ভয় করে ; মানুষদের সমস্ত কর্ম তাঁর কাছে জানা।
20 ভক্তিহীন হতে তিনি তো কাউকে বাধ্য করেননি, পাপ করতেও কাউকে অনুমতি দেননি।