1 সন্তান, প্রভুর সেবাই যদি তোমার গভীর আকাঙ্ক্ষা, কঠোর পরীক্ষার জন্য তোমার প্রাণ তৈরি কর।
2 তোমার হৃদয় সরল হোক, নিষ্ঠাবান হও, সঙ্কটের দিনে বিভ্রান্ত হয়ো না।
3 তাঁকে আঁকড়ে ধরে থাক, তাঁকে ত্যাগ করো না, তবে তোমার শেষ দিনগুলিতে তুমি উন্নীত হবে।
4 তোমার যা কিছু ঘটে, তা গ্রহণ করে নাও, তোমার নিম্নাবস্থার অনিশ্চয়তায় ধৈর্যশীল হও;
5 কেননা সোনা আগুনে যাচাই করা হয়, প্রভুর অনুগৃহীত মানুষও অবমাননার হাপরে পরীক্ষিত হয়।
6 তুমি তাঁর উপরে আস্থা রাখ, তিনি হবেন তোমার অবলম্বন। ন্যায়পথ ধরে চল, তাঁর উপরে প্রত্যাশা রাখ।
7 প্রভুভীরু সকল, তাঁর দয়ার প্রতীক্ষায় থাক, সরো না, পাছে তোমাদের পতন হয়।
8 প্রভুভীরু সকল, তাঁর উপর আস্থা রাখ, হবে না। তোমাদের মজুরি থেকে বঞ্চিত।
9 প্রভুভীরু সকল, তাঁর শুভদানে প্রত্যাশা রাখ, চিরন্তন সুখ ও দয়ায় প্রত্যাশা রাখ।
10 অতীত যুগের কথা ভেবে দেখ : প্রভুতে আস্থা রেখে কাকেই বা লজ্জা পেতে হল ? তাঁর ভয়ে নিষ্ঠাবান থেকে কেইবা পরিত্যক্ত হল ? তাঁকে ডেকে কেইবা তাঁর অবহেলার বস্তু হল ?
11 কেননা প্রভু করুণাময় ও দয়াবান, তিনি পাপমোচন করেন ও ক্লেশের দিনে ত্রাণ করেন।
12 ধিক্ তাদের, ভীরু যাদের হৃদয়, অলস যাদের হাত! ধিক সেই পাপীকে, দুই পথে যে চলে!
13 ধিক্ সেই অলস হৃদয়কে, যা বিশ্বাসহীন! এজন্যই সে রক্ষা পাবে না।
14 ধিক্ তোমাদের, যারা সহিঞ্চুতা হারিয়ে ফেলেছ! যখন প্রভু তোমাদের দেখতে আসবেন, তখন তোমরা কী করবে?
15 যারা প্রভুকে ভয় করে, তারা তাঁর কোন বাণী অমান্য করে না, আর যারা তাঁকে ভালবাসে, তারা তাঁর পথসকল পালন করে।
16 যারা প্রভুকে ভয় করে, তারা তাঁর মঙ্গল-ইচ্ছার অন্বেষণ করে, আর যারা তাঁকে ভালবাসে, তারা ঐশবিধানে তৃপ্তি পাবে।
17 যারা প্রভুকে ভয় করে, তারা নিজেদের অন্তর প্রস্তুত করে রাখে, তাঁর সামনে নিজেদের প্রাণ নত করে রাখে।
18 তবে এসো, কোন মানুষের কবলে নয়, প্রভুর হাতেই পড়ি, কারণ তাঁর মহত্ত্ব যেমন, তাঁর দয়াও তেমন।