Index

Sirach - Chapter 28

1 যে প্রতিশোধ নেয়, সে প্রভুর প্রতিশোধের অভিজ্ঞতা করবে, যিনি পাপের সূক্ষ্ম হিসাব রাখেন।
2 তোমার প্রতিবেশীর অপরাধ ক্ষমা কর, আর যখন তুমি প্রার্থনা করবে, তখন তোমার পাপের ক্ষমা হবে।
3 যে কেউ অন্তরে অপরের প্রতি ক্রোধ পোষণ করে, সে কেমন করে প্রভুর কাছে সুস্থতা দাবি করবে?
4 সে যখন তার নিজের সদৃশ মানুষেরই প্রতি দয়াবান নয়, তখন কোন সাহসেই বা নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবে?
5 রক্তমাংসের মানুষমাত্র হয়ে সে যখন অন্তরে ক্ষোভ রাখে, তখন কেইবা তার পাপ ক্ষমা করবে?
6 তোমার শেষ পরিণামের কথা মনে রাখ, আর ঘৃণা নয়! ক্ষয় ও মৃত্যুর কথা মনে রেখে আজ্ঞাগুলির প্রতি বিশ্বস্ত থাক।
7 আজ্ঞাগুলির কথা মনে রাখ, অন্তরে প্রতিবেশীর প্রতি ক্ষোভ রেখো না, পরাৎপরের সন্ধির কথা মনে রাখ, অপমানের হিসাব রেখো না।
8 ঝগড়া-বিবাদ এড়াও, তাতে কম পাপ করবে, কেননা ঝগড়াটে মানুষ ঝগড়া বাধায়।
9 পাপী মানুষ বন্ধুদের মধ্যে গোলমালের বীজ বোনে, এবং শান্তশিষ্ট মানুষদের মধ্যে বিচ্ছেদ ঢোকায়।
10 ইন্ধন যে প্রকারের, সেই প্রকারের আগুন জ্বলে, হিংসা যে প্রকারের, সেই প্রকারের ঝগড়া বাধে; মানুষের রোষ তার বলের পরিমাণে, তার ধন যত বাড়ে, তার ক্রোধও তত বাড়ে।
11 আকস্মিক ঝগড়া আগুন জ্বালায়, হিংস্র বিবাদের শেষ পরিণাম রক্তপাত।
12 স্ফুলিঙ্গে ফুঁ দাও, তা জ্বলে উঠবে, তাতে থুথু ফেল, তা নিভে যাবে : অথচ ফুঁ ও থুথু দু'টোই তোমার মুখ থেকে বের হয়!
13 পরনিন্দুক ও ত্রি-জিহ্বা মানুষ অভিশপ্ত হোক, শান্তিতে জীবন কাটাত, এমন বহু মানুষের সে-ই ঘটিয়েছে সর্বনাশ।
14 তৃতীয় ব্যক্তির শোনা কথা অনেকের শাস্তি নষ্ট করেছে, তাদের এক দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দিয়েছে, নানা শক্তিশালী নগর ধ্বংস করেছে, বলবান কতগুলো কুল উল্টিয়ে দিয়েছে।
15 তৃতীয় ব্যক্তির শোনা কথা উত্তম উত্তম বধূকে পরিত্যক্ত অবস্থায় ফেলেছে, তাদের শ্রমের ফল-বঞ্চিতা করেছে।
16 তাকে যে মনোযোগ দেয়, সে আর কখনও মনে শান্তি পাবে না, জীবনে সে আর কখনও সুখ দেখবে না।
17 কশাঘাতে গায়ে দাগড়ার দাগ ওঠে, কিন্তু জিহ্বার আঘাতে হাড় ভঙ্গ হয়।
18 অনেকে খড়্গেঙ্গর আঘাতে মারা পড়ল, কিন্তু আরও বেশি মারা পড়ল জিহ্বার কারণে।
19 সুখী সেই মানুষ, যে তা থেকে আশ্রয় পেয়েছে, যে তার রোষের অভিজ্ঞতা করেনি, যে তার জোয়াল টানেনি, যে তার শেকলে আবদ্ধ হয়নি।
20 কেননা তার জোয়াল লোহার জোয়াল, তার শেকল ব্রঞ্জের শেকল।
21 তার ঘটিত মৃত্যু শোচনীয়, তার তুলনায় পাতাল বাঞ্ছনীয়।
22 ভক্তপ্রাণ মানুষের উপর তার কোন কর্তৃত্ব নেই, এরা তার জ্বালায় পুড়বে না।
23 প্রভুকে ত্যাগ করেছে যারা, তারা তার মধ্যে পড়বে, তেমন মানুষদের মধ্যে তা জ্বলে উঠবে, নিভবে না : তাদের উপর সিংহের মতই ঝাঁপিয়ে পড়বে, বাঘের মত তাদের দীর্ণ-বিদীর্ণ করবে।
24 দেখ, কাঁটাগাছ দিয়ে তোমার জমিটুকু ঘিরে ফেল, সোনা-রুপো তালাবদ্ধ রাখ,
25 পরে দাঁড়িপাল্লা তৈরি করে তোমার সমস্ত কথা ওজন কর, এবং দরজা ও খিল দিয়ে তোমার মুখ রুদ্ধ কর।
26 জিহ্বার কারণে যেন হোঁচট না খাও, এবিষয়ে সতর্ক থাক, পাছে তারই সামনে তোমার পতন হয়, যে তোমার জন্য ওত পেতে আছে।