Index

Sirach - Chapter 3

1 সন্তানেরা, আমাকে শোন, আমি তো তোমাদের পিতা ; এমনভাবেই ব্যবহার কর যেন পরিত্রাণ পেতে পার।
2 কেননা প্রভু সন্তানদের চেয়ে পিতাকেই গৌরবমণ্ডিত করেন পুত্রসন্তানদের উপরে মাতার অধিকার সমর্থন করেন।
3 পিতাকে যে সম্মান করে, তার পাপের প্রায়শ্চিত্ত হয় ;
4 মাতাকে যে শ্রদ্ধা করে, সে যেন রাশি রাশি ধন সঞ্চয় করে।
5 পিতাকে যে সম্মান করে, সে নিজ সন্তানদের কাছ থেকে আনন্দ পাবে, প্রার্থনার দিনে সে সাড়া পাবে।
6 পিতাকে যে শ্রদ্ধা করে, সে দীর্ঘায়ু হবে ; প্রভুর প্রতি যে বাধ্য, সে মাতাকে সান্ত্বনা দেয় ;
7 মনিবের যেমন সেবা করা হয়, সে তেমনি পিতামাতার সেবা করে।
8 কাজে-কথায় তোমার পিতাকে সম্মান কর, যেন পিতার আশীর্বাদ তোমার উপর নেমে আসে।
9 কেননা পিতার আশীর্বাদ সন্তানদের গৃহ সুস্থির করে তোলে, ও মাতার অভিশাপ তার ভিত উপড়ে ফেলে।
10 তোমার পিতার অসম্মানে গৌরববোধ করো না, পিতার অসম্মান তো তোমার পক্ষে গৌরব নয় ;
11 কেননা একজনের গৌরব নির্ভর করে পিতার সম্মানের উপর, অগৌরবে পতিতা মাতা সন্তানদের পক্ষে লজ্জাকর।
12 সন্তান, তোমার পিতার পরিণত বয়সে তাঁর অবলম্বন হও, তাঁর জীবনকালে তাকে দুঃখ দিয়ো না।
13 যদিও তিনি জ্ঞানহীন হয়ে পড়েন, তাঁকে সহানুভূতি দেখাও, তোমার পূর্ণ তেজের দিনে তাঁকে অবজ্ঞা করো না।
14 কেননা পিতার প্রতি দয়া-প্রদর্শন কখনও বিস্মৃত হবে না, তা বরং তোমার পাপের ক্ষতিপূরণ বলে গণ্য হবে।
15 তোমার নিজের ক্লেশের দিনে ঈশ্বর তোমার কথা মনে রাখবেন, জমাট শিশির যেমন সূর্যতাপে গলে, তেমনি তোমার সমস্ত পাপ গলে যাবে।
16 পিতাকে যে একা ফেলে রাখে, সে ঈশ্বরনিন্দুকের মত, মাতাকে যে ক্ষুব্ধ করে তোলে, সে প্রভুর অভিশাপের পাত্র।
17 সন্তান, তোমার কর্মকাণ্ডে শালীনতা বজায় রাখ, তবে ঈশ্বরের অনুগৃহীতদের কাছে গ্রহণযোগ্য হবে।
18 তুমি যত বড় হও, তত বিনম্রতার সঙ্গে ব্যবহার কর, তবে প্রভুর কাছে অনুগ্রহ পাবে ;
19 কেননা প্রভুর পরাক্রম মহান, বিনম্রদের দ্বারাই তিনি গৌরবান্বিত।
20 তোমার পক্ষে কঠিন বিষয় বুঝতে চেষ্টা করো না, তোমার ক্ষমতার অতীত কোন ব্যাপারও অনুসন্ধান করো না।
21 তোমাকে যা করতে বলা হয়েছে, তাতেই মন দাও, রহস্যময় বিষয়ে ব্যস্ত হওয়া তোমার প্রয়োজন নেই।
22 যা তোমার সাধ্যের অতীত, তাতে নিজেকে জড়িয়ো না, তোমাকে যা দেখানো হয়েছে, তা তো এমনিই মানুষের ধারণ ক্ষমতার অতীত।
23 অনেকেই তো নিজ ধ্যানধারণার ফলে পথভ্রষ্ট হয়েছে ; তাদের কুটিল কল্পনা তাদের চিন্তা-ধারণা বিভ্রান্ত করেছে।
24 জেদি হৃদয়ের শেষ পরিণাম হবে অমঙ্গল, বিপদ যে ভালবাসে, সেই বিপদেই হবে তার বিনাশ।
25 জেদি হৃদয়ের উপর পড়বে নানা সঙ্কটের চাপ ; পাপী মানুষ রাশি রাশি পাপ সঞ্চয় করবে।
26 দর্শী মানুষের দুর্বিপাকের জন্য কোন প্রতিকার নেই, কারণ তার অন্তরে স্থান পেয়েছে অনিষ্টকর শিকড়।
27 সুবিবেচক মানুষের হৃদয় প্রবচন ধ্যানে রত থাকে; মনোযোগী কান, এ প্রজ্ঞাবানের বাসনা।
28 জল জ্বলন্ত আগুন নিভিয়ে দেয়, অর্থদান পাপের প্রায়শ্চিত্ত সাধন করে।
29 যে কেউ উপকারের প্রতিদান দেয়, সে তার ভবিষ্যতের জন্য চিন্তাশীল; হ্যাঁ, তার পতনের দিনে সে অবলম্বন পাবেই।