1 নুনের সন্তান **যোশুয়া** যুদ্ধে মহাবীর ছিলেন, নবী-ভূমিকায় তিনি মোশীর পদ নিলেন। তাঁর নামের অর্থ অনুযায়ী তিনি ঈশ্বরের মনোনীতদের ত্রাণকর্ম সাধনে মহান হলেন, হ্যাঁ, তিনি বিপ্লবী শত্রুদের উপর প্রতিশোধ নিলেন, যেন ইস্রায়েলকে দেশের দখল বণ্টন করতে পারেন।
2 যখন হাত উত্তোলন করতেন, শহরগুলির বিরুদ্ধে যখন খণে চালাতেন, তখন তিনি, আহা, কেমন গৌরবময় ছিলেন!
3 তাঁর আগে কেইবা কখনও তত সুস্থির হতে পারল? তিনি নিজেই প্রভুর যুদ্ধ চালালেন।
4 তাঁর হাত দ্বারা সূর্যের গতি কি থামেনি? একটা দিন কি দু'টো দিনের মত দীর্ঘান্বিত হয়নি?
5 তিনি শক্তিমান সেই পরাৎপরকে ডাকলেন, সেসময়ে শত্রুরা চারদিক থেকে তাঁকে চাপ দিচ্ছিল এবং মহাপ্রভু তাঁর ডাকে সাড়া দিলেন, শিলাবৃষ্টির কঠিন শিলাকুচি ছুড়ে মারলেন।
6 তিনি সেই শত্রু-জাতির উপর ঝাঁপিয়ে পড়লেন, সেই নিম্নগামী পথে বিরোধীদের বিনাশ করলেন, যেন বিজাতীয়রা যুদ্ধে তাঁর পরাক্রম জানতে পারে, এও জানতে পারে যে, প্রভুর সাক্ষাতেই তারা যুদ্ধ করছিল!
7 বস্তুত তিনি শক্তিমানের অনুসারী ছিলেন, মোশীর সময়ে যেফুন্নির সন্তান **কালেবের** সঙ্গে তিনি নিজ ভক্তি দেখালেন, তিনি তখন গোটা জনসমাবেশের বিরুদ্ধে দাঁড়ালেন, তাতে বাধা দিলেন যেন লোকেরা পাপ না করে, তাদের বিদ্রোহের সুর ক্ষান্ত করে দিলেন।
8 এজন্য ছ'লক্ষ পথযাত্রীদের মধ্য থেকে কেবল এ দু'জনকেই বাচিয়ে রাখা হল, যেন তাঁরা ইস্রায়েলকে তার আপন অধিকারে প্রবেশ করান, সেই দেশেই, যে দেশ দুধ ও মধুপ্রবাহী।
9 প্রভু কালেবকে এমন তেজ মঞ্জুর করলেন, যা তাঁর পরিণত বয়স পর্যন্ত তাঁর সঙ্গে থাকল, যেন তিনি সেই দেশের উচ্চস্থানগুলিতে এসে পৌঁছতে পারেন, যে দেশ তাঁর বংশধরেরা উত্তরাধিকার রূপে রক্ষা করতে পারল,
10 ফলে ইস্রায়েল সন্তান সকলেই যেন একথা জানতে পারে যে, প্রভুর অনুসরণ করা মঙ্গলময়।
11 আর সেই **বিচারকদের** ক্ষেত্রে—প্রত্যেকে নিজ নিজ নাম অনুসারে—যাঁদের হৃদয় কখনও অবিশ্বস্ততায় লিপ্ত হয়নি, যাঁরা প্রভূকেও কখনও ছেড়ে দূরে যাননি, আহা, তাঁদের স্মৃতি আশিসমণ্ডিত হোক!
12 তাঁদের হাড় সমাধিমন্দির থেকে পুনরায় প্রস্ফুটিত হোক, তাই তাঁদের সুনাম তাঁদের সন্তানদের উপর বিরাজ করুক চিরকাল, যেহেতু তাঁরা ইতিমধ্যে গৌরবান্বিত।
13 **সামুয়েল** ছিলেন তাঁর প্রভুর ভালবাসার পাত্র : তিনি হলেন প্রভুর নবী, রাজ্য প্রতিষ্ঠা করলেন, এবং তাঁর জনগণের উপরে সেই নায়কদের তৈলাভিষিক্ত করলেন।
14 তিনি প্রভুর বিধানমতে জনসমাজকে শাসন করলেন, এবং প্রভু যাকোবের উপর লক্ষ রাখলেন।
15 তাঁর বিশ্বস্ততা গুণে তিনি নবী বলে পরিগণিত হলেন, তাঁর বাণী দ্বারা তিনি সত্যাশ্রয়ী দৈবদ্রষ্টা বলে স্বীকৃত হলেন।
16 তিনি সেই শক্তিমান প্রভুকে ডাকলেন, হ্যাঁ, শত্রুরা যখন চারদিক থেকে তাঁকে তাড়া দিচ্ছিল, তিনি তখন দুধের মেষশিশুকে অর্ঘ্যরূপে নিবেদন করলেন।
17 আর প্রভু আকাশ থেকে বজ্রনাদ করলেন; মহা কলরবে শোনালেন নিজ কণ্ঠস্বর,
18 শত্রুদের নেতাদের ও ফিলিস্তিনিদের সকল জনপ্রধানকে তিনি চূর্ণবিচূর্ণ করলেন।
19 তাঁর চিরন্তন নিদ্রা-ক্ষণের আগে তিনি প্রভুর ও তাঁর তৈলাভিষিক্তজনের সামনে এ সাক্ষ্য দিলেন : কারও কাছ থেকে আমি অর্থ, এমন কি জুতোও জোর করে নিইনি,' আর কেউই তাঁর প্রতিবাদ করেনি।
20 নিদ্রা যাওয়ার পরেও তিনি ভাববাণী দিলেন : রাজার কাছে তাঁর শেষ পরিণামের কথা পূর্বঘোষণা করলেন; সমাধিমন্দিরের মধ্য থেকেও তিনি আবার কণ্ঠস্বর শোনালেন, যেন নবীয় বাণীগুণে জনগণের শঠতা মুছে দিতে পারেন।