1 সন্তান, তুমি কি পাপ করেছ? আর পাপ নয় ; এবং প্রাক্তন অপরাধের জন্য ক্ষমা চাও।
2 পাপ থেকে যেন সাপ থেকেই পালাও, কাছে গেলে সে তোমাকে কামড়াবে। তার দাঁত সিংহেরই দাঁত, তা মানুষের প্রাণ হরণ করে।
3 সমস্ত অপরাধ দুধারী গড়েঙ্গর মত, তেমন ঘায়ের জন্য প্রতিকার নেই।
4 আতঙ্ক ও হিংসা ধনকে মিলিয়ে দেয়, তেমনি গর্বিত মানুষের গৃহ উৎসন্নস্থান হবে।
5 দরিদ্রের মুখে উচ্চারিত প্রার্থনা সরাসরি ঈশ্বরের কানে গিয়ে পৌঁছে, আর তাঁর বিচার আসতে দেরি করে না।
6 ভর্ৎসনা যে ঘৃণা করে, সে পাপীর পদচিহ্নে চলে, কিন্তু যে প্রভুকে ভয় করে, সে হৃদয়গভীরেই অনুতাপ করে।
7 বাচাল মানুষ চারদিকেই নিজেকে পরিচিত করে, কিন্তু সুবিবেচক মানুষের কাছে নিজের সমস্ত ত্রুটি পরিচিত।
8 পরের ধনে যে নিজের ঘর বাঁধে, সে এমন মানুষের মত, যে নিজের কবরের জন্য পাথর জমায়।
9 দুষ্কৃতকারীদের সভা রাশি রাশি তুষ যেন, বিশাল অগ্নিশিখাই তাদের পরিণাম।
10 পাপীদের পথ সমতল ও পাথরবিহীন, কিন্তু তার শেষে রয়েছে পাতালের গহ্বর।
11 যে কেউ বিধান মেনে চলে, সে নিজের স্বভাবের গতির উপর প্রভুত্ব করে, প্রজ্ঞাই প্রভুভয়ের সিদ্ধি।
12 যার সহজাত দক্ষতার অভাব, তাকে কিছু শেখানো সম্ভব নয়, কিন্তু এমন সহজাত দক্ষতাও আছে, যা তিক্ততা বাড়ায়।
13 প্রজ্ঞাবানের সজ্ঞান বন্যার মত বৃদ্ধি পায়, তার পরামর্শ জীবন-উৎসের মত।
14 মূর্খের অন্তর ভগ্ন পাত্রের মত, তা কোন জ্ঞান ধারণ করবে না।
15 সুবিবেচক মানুষ যদি সুচিন্তিত কথা শোনে, সে তা সমর্থন করে ও তার সঙ্গে আর একটা যোগ দেয়। উচ্ছৃঙ্খল মানুষ যদি একই কথা শোনে, সে ক্ষুব্ধ হয়ে ওঠে, ও নিজের পিঠের পিছনে তা ফেলে দেয়।
16 মূর্খের আলাপ যাত্রাপথে বোঝার মত, কিন্তু বুদ্ধিমানের ওষ্ঠে প্রসাদই পাওয়া যায়।
17 সম্বিবেচকের কথন জনমণ্ডলীতে অপেক্ষিত, তিনি যা বলেন, তা হবে গভীর চিন্তার বিষয়।
18 মূর্খের প্রজ্ঞা ধ্বংসিত গৃহের মত, অবোধের জ্ঞান এলোমেলো বকবকানি মাত্র।
19 বুদ্ধিহীনের দৃষ্টিতে শাসন পায়ে শেকল স্বরূপ, তার ডান হাতে হাতকড়ি স্বরূপ।
20 মূর্খ জোর গলায় হাসে, কিন্তু বুদ্ধিমান মানুষ মৃদু হাসিমুখ দেখায়।
21 সম্বিবেচকের দৃষ্টিতে শাসন সোনার হার; তার ডান হাতে ভূষণ যেন।
22 মূর্খ সরাসরিই বাড়ির ভিতরে পা বাড়ায়, অভিজ্ঞ মানুষ সম্মান দেখায়।
23 নির্বোধ মানুষ দরজা দিয়ে ভিতরে উকি মারে, ভদ্রলোক বাইরে অপেক্ষা করে।
24 দরজায় কান দেওয়া অভদ্রতার চিহ্ন, সদ্বিবেচক মানুষ তেমন ব্যবহার করতে লজ্জাবোধ করবে।
25 মূর্খদের ওষ্ঠ কেবল পরের কথাই আবৃত্তি করে, সদ্বিবেচকের কথা দাঁড়িপাল্লায় ওজন করা কথা।
26 মূর্খদের হৃদয় তাদের মুখে রয়েছে, কিন্তু প্রজ্ঞাবানদের মুখ তাদের হৃদয়ে বিরাজ করে।
27 ভক্তিহীন যখন শয়তানকে অভিশাপ দেয়, তখন নিজেকেই অভিশাপ দেয়।
28 পরনিন্দুক নিজেরই ক্ষতি করে, সে হবে তার নিজের পরিবেশের ঘৃণার পাত্র।