Index

Sirach - Chapter 34

1 অসার ও মোহময় আশা অবোধেরই জন্য, স্বপ্ন নির্বোধদের গায়ে পাখা লাগায়।
2 যে ছায়া ধরে ও বাতাসের পিছনে ছোটে, সে যেমন তেমনি সেই লোক, যে স্বপ্নে ভর দিয়ে দাঁড়ায়।
3 স্বপ্নের দৃশ্য প্রতিবিম্বমাত্র, একটি মুখের সামনে মুখের প্রতিচ্ছবি।
4 অশুদ্ধ থেকে শুদ্ধের মত কী বের হবে? মিথ্যা থেকে সত্যের মত কী বের হবে?
5 দৈববাণী, শাকুনবিদ্যা ও স্বপ্ন, সবই অসারতামাত্র, তা যন্ত্রণাভুক্ত প্রসবিনী নারীর ছায়ামূর্তির মত।
6 যদি পরাৎপরের কাছ থেকে সেগুলি প্রতিনিধিরূপে প্রেরিত না হয়ে থাকে, তবে তোমার মনকে তাতে ব্যস্ত হতে দিয়ো না।
7 কেননা স্বপ্ন অনেককে ভ্রান্ত করেছে, আর যারা সেগুলিতে আশা রেখেছিল, স্বপ্ন তাদের পথভ্রষ্ট করেছে।
8 বিধান পালনের জন্য তেমন মিথ্যা দরকার নেই, প্রজ্ঞা সত্যবাদী মুখেই সিদ্ধতায় মণ্ডিত হয়।
9 যে যথেষ্ট যাত্রা করেছে, সে অনেক কিছু জানে; মহা অভিজ্ঞতার মানুষ সুবুদ্ধির সঙ্গেই কথা বলবে।
10 যে কখনও পরীক্ষিত হয়নি, সে কম জানে; যে যথেষ্ট যাত্রা করেছে, সে বিচক্ষণ হয়ে উঠেছে।
11 যাত্রাকালে আমি অনেক কিছু দেখতে পেয়েছি, আমার জানা আমার কথার চেয়ে বড়।
12 বহুবার বিপদে পড়ে মৃত্যুর সম্মুখীন হয়েছি, কিন্তু রেহাই পেয়েছি, আর তার কারণ এই।
13 প্রভুভীরুদের আত্মা চীরজীবী হবে, কেননা তাদের আশা তাঁরই উপরে স্থাপিত, যিনি তাদের ত্রাণ করতে সক্ষম।
14 যে কেউ প্রভুকে ভয় করে, সে কিছুতে দ্বিধাগ্রস্ত নয়, সে ভীত নয়, কেননা তিনিই তার আশা।
15 যে কেউ প্রভুকে ভয় করে, সুখী তার প্রাণ, কার উপর তার নির্ভর? কে তার অবলম্বন?
16 প্রভুর দৃষ্টি তাদেরই প্রতি, যারা তাঁকে ভালবাসে; তিনি তাদের প্রতাপময় নিরাপত্তা ও বলবান অবলম্বন, উত্তপ্ত বাতাস থেকে আশ্রয়, মধ্যাহ্নকালীন সূর্য থেকে আশ্রয়, হোঁচট থেকে রক্ষা, পতনের দিনে সহায় ;
17 তিনি প্রাণ জুড়ান, চোখ আলোময় করেন, সুস্বাস্থ্য, জীবন ও আশিস দান করেন।
18 অন্যায়ভাবে পাওয়া বলির উৎসর্গ ত্রুটিপূর্ণ উৎসর্গ ; দুষ্কর্মাদের উপহার গ্রহণীয় নয়।
19 পরাৎপর ভক্তিহীনদের অর্ঘ্যে প্রীত নন, বলির বাহুল্যে তিনি পাপ ক্ষমা করেন না।
20 দরিদ্রদের সম্পদ থেকে নেওয়া বলি উৎসর্গ করা পিতার চোখের সামনে সন্তানকে বধ করার মত।
21 অল্প রুটি দরিদ্রদের জীবন ; তা থেকে তাদের বঞ্চিত করা নরহত্যার মত।
22 পরের খাদ্য যে কেড়ে নেয়, সে তাকে হত্যা করে, মজুরকে মজুরি দিতে যে অস্বীকার করে, সে রক্তপাত করে।
23 যদি একজন গাঁথে ও আর একজন নামিয়ে দেয়, কষ্ট ছাড়া তারা তাতে কী পাবে ?
24 যদি একজন আশীর্বাদ করে ও আর একজন অভিশাপ দেয়, প্রভু কার কণ্ঠস্বর শুনবেন ?
25 মৃতদেহকে স্পর্শ করার পর স্নান করা, আর পরে তা আবার স্পর্শ করা, এমন প্রক্ষালনে কি লাভ?
26 তেমনি সেই মানুষ, যে নিজের পাপের জন্য উপবাস করে, আর পরে গিয়ে আবার সেই পাপ করে। কে তার প্রার্থনা শুনবে ? তেমন আত্ম-অবমাননায় তার কী লাভ?