Index

Sirach - Chapter 30

1 নিজের সন্তানকে যে ভালবাসে, সে প্রায়ই তাকে কশাঘাত করে, যেন শেষে তার বিষয়ে আনন্দিত হতে পারে।
2 নিজের সন্তানকে যে শাসন করে, সে নিজে উপকৃত হবে, এবং আত্মীয়দের মধ্যে বড়াই করতে পারবে।
3 নিজের সন্তানকে যে শিক্ষা-দীক্ষা দান করে, সে শত্রুকে ঈর্ষান্বিত করবে, কিন্তু বন্ধুদের মধ্যে গর্ব করতে পারবে।
4 পিতা কি মরলেন? মরলেও তা এমন, যেন তিনি মরেননি, কেননা নিজের পরে নিজের মত একজনকে রেখে যান।
5 ও জীবনকালে তিনি সন্তানের সাহচর্যে আনন্দ পেতেন, মৃত্যুকালে তিনি দুশ্চিন্তা থেকে মুক্ত।
6 শত্রুদের সামনে তিনি প্রতিফলদাতা একজনকে রেখে যান, বন্ধুদের জন্য এমন একজনকে রেখে যান, যে তাদের উপর উপকার বর্ষণ করবে।
7 নিজের সন্তানকে যে আদর করে, সে একদিন তার ক্ষত বাঁধবে, এক একটা চিৎকারে তার হৃদয় ফেটে যাবে।
8 ভালোমত দমন না করা ঘোড়া জেদি হয়, নিজের ইচ্ছার হাতে ছেড়ে রাখা সন্তান একগুঁয়ে হয়।
9 সন্তানকে বেশি প্রশ্রয় দাও, আর সে তোমাকে আতঙ্কিত করবে, তার সঙ্গে খেলা কর, আর সে তোমার উপর দুঃখ ডেকে আনবে।
10 তার সঙ্গে হেসো না, পাছে একদিন তোমাকে তার সঙ্গে কাঁদতে হয়, এবং পরিশেষে তোমাকে দাঁতে দাঁত ঘষতে হয়।
11 তার তরুণ বয়সে তাকে তত স্বাধীনতা দিয়ো না, তার দোষত্রুটি না দেখার ভান করো না।
12 তার তরুণ বয়সেই তার ঘাড় নত কর, সে ছোট থাকতেই তার গায়ে আঘাত কর, পাছে একদিন একগুঁয়ে হয়ে তোমার প্রতি অবাধ্য হয়, আর তোমাকে গম্ভীর দুঃখ ভোগ করতে হয়।
13 তোমার সন্তানকে শাসন কর, অধ্যবসায়ী হয়ে তাকে যত্ন কর নইলে তোমাকে তার উদ্ধত ভাবের সম্মুখীন হতে হবে।
14 দেহে পীড়িত ধনীর চেয়ে সুস্থ ও বলবান দরিদ্র শ্রেয়।
15 সুস্বাস্থ্য ও তেজ সমস্ত সোনার চেয়ে মূল্যবান, শক্তিশালী দেহও অসীম ধনের চেয়ে মূল্যবান।
16 দৈহিক স্বাস্থ্যের চেয়ে শ্রেয় ধন নেই, হৃদয়ের আনন্দের ঊর্ধ্বে সুখ নেই।
17 হীন জীবনের চেয়ে মৃত্যু শ্রেয়, চিরন্তন সেই বিশ্রামও চিরস্থায়ী অসুস্থতার চেয়ে শ্রেয়।
18 কবরের উপরে রাখা খাদ্য-নৈবেদ্য যেমন, রুদ্ধ মুখে ঢালা ভাল ভাল খাদ্য তেমন।
19 ফল-নৈবেদ্যে দেবমূর্তির কী উপকার? তা তো খায় না, তার সুগন্ধও ঘ্রাণ করে না ; তেমনি সেই মানুষ, যে প্রভু দ্বারা নির্যাতিত।
20 সে চেয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে. সে এমন নপুংসকের মত, যে যুবতী মেয়েকে আলিঙ্গন করে, —সে কেমন দীর্ঘশ্বাস ফেলে!
21 দুঃখের হাতে নিজেকে ছেড়ে দিয়ো না, নিজের চিন্তা-ভাবনা দিয়ে নিজেকে উৎপীড়ন করো না।
22 হৃদয়ের আনন্দ মানুষের পক্ষে জীবন, মানুষের উৎফুল্লতা দীর্ঘায়ু দান করে।
23 তোমার প্রাণ আপ্যায়িত কর, তোমার হৃদয়কে সান্ত্বনা দাও, দুঃখ-মায়া দুর করে রাখ। কেননা দুঃখ-মায়া অনেকের বিনাশ ঘটিয়েছে, উপকারিতা বলতে তাতে নেই কিছু।
24 প্রেমের অন্তর্জালা ও রোষ আয়ু সঙ্কুচিত করে দুশ্চিন্তা বার্ধক্যকালকে কাছে আনে।
25 আনন্দপূর্ণ হৃদয় খাদ্যের সামনে খুশি, যা খায়, তা সুখস্বাচ্ছন্দ্যেই খায়।