1 যে জাতি অন্ধকারে পথ চলত, তারা মহান এক আলো দেখতে পেল ; যারা মৃত্যু-ছায়ার দেশে বসে ছিল, তাদের উপর আলো জ্বলে উঠল।
2 তুমি বাড়িয়েছ পুলক, আনন্দ করেছ মহান, তোমার সম্মুখে তারা আনন্দ করে, যেইভাবে শস্য কেটে লোকে আনন্দ করে, যেইভাবে লুটের মাল ভাগ ক'রে লোকে পুলকিত হয়।
3 কারণ সেই যে জোয়াল তাদের উপর চেপে ছিল, তাদের কাঁধে সেই বাঁক, তাদের অত্যাচারীর সেই দণ্ড তুমি ভেঙে ফেলেছ মিদিয়ানের সেদিনের মত।
4 তুমুল যুদ্ধে পরা যত সৈন্যের পাদুকা, রক্তমাখা যত পোশাক পুড়িয়ে দেওয়া হবে, হবে আগুনের ইচ্ছন।
5 কারণ এক শিশু জন্ম নিয়েছেন আমাদের জন্য, এক পুত্রসন্তানকে দেওয়া হয়েছে আমাদের, তাঁর কাঁধে রয়েছে আধিপত্য-ভার, তাঁর নাম রাখা হল ‘আশ্চর্য মন্ত্রণাদাতা, শক্তিশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ'।
6 সীমাহীন শান্তিতে তিনি আধিপত্য প্রসারিত করবেন দাউদের সিংহাসন ও রাজ্যের উপর, ন্যায় ও ধর্মময়তায় তা দৃঢ়প্রতিষ্ঠিত ও সুদৃঢ় করার জন্য এখন থেকে চিরকাল ধরে। এসব কিছু সাধন করবে সেনাবাহিনীর প্রভুর উত্তপ্ত প্রেম।
7 প্রভু যাকোবের প্রতি এক বাণী ছুড়লেন, তা ইস্রায়েলের উপরে পড়ল।
8 সমস্ত জনগণ, এফ্রাইম ও সামারিয়ার অধিবাসীরা, তারা সকলেই তা জানতে পারবে ; ওরাই তো দর্পে ও হৃদয়ের গর্বে বলছিল,
9 ‘ইট পড়ে গেল, আচ্ছা, আমরা পাথর দিয়েই গাথব ; ডুমুরগাছ কাটা হল, আচ্ছা, আমরা সেগুলোর জায়গায় এরসগাছ দেব।'
10 প্রভু ওদের বিরুদ্ধে রেজিনের বিরোধীদের প্রেরণা দিলেন, ওদের শত্রুদের উত্তেজিত করলেন—
11 পুব থেকে আরামীয়েরা, পশ্চিম থেকে ফিলিস্তিনিরা, তারাই হা করে ইস্রায়েলকে গ্রাস করল। তা সত্ত্বেও তাঁর ক্রোধ প্রশমিত হয় না, তাঁর হাত এখনও রয়েছে প্রসারিত।
12 আর যিনি তাদের প্রহার করছিলেন, জনগণ তাঁর কাছে ফিরে আসেনি, না, সেনাবাহিনীর প্রভুর অন্বেষণ তারা করেনি!
13 তাই প্রভু ইস্রায়েলের মাথা ও লেজ ছেঁটে দিলেন, একদিনেই খেজুর ও ঝাউগাছ কেটে দিলেন।
14 প্রবীণ ও উচ্চপদস্থ মানুষই সেই মাথা মিথ্যার গুরু নবীই সেই লেজ।
15 এই জাতির পথদিশারী যারা, তারাই এদের পথভ্রষ্ট করল, তাতে চালিত যারা, তারা পথহারা হল।
16 এজন্য প্রভু তাদের যুবকদের রেহাই দেবেন না, এতিম ও বিধবাদের প্রতিও করুণাবিষ্ট হবেন না, কারণ তারা সকলে ধর্মভ্রষ্ট, সকলে ভক্তিহীন ; প্রতিটি মুখ জ্ঞানহীন কথা উচ্চারণ করে। তা সত্ত্বেও তাঁর ক্রোধ প্রশমিত হয় না, তাঁর হাত এখনও রয়েছে প্রসারিত।
17 হ্যা, অধর্ম আগুনের মত জ্বলছে, তা শেয়ালকাটা ও কাঁটাগাছ গ্রাস করছে: বনের গভীরে জ্বলে উঠছে, ঘন ঘন ধূম-স্তম্ভ উর্ধ্বের দিকে যাচ্ছে।
18 প্রভুর কোপে দেশে আগুন ধরেছে, লোকেরা নিজেরাই যেন সেই আগুনের ইন্ধন: আপন ভাইয়ের প্রতি কারও মমতা নেই!
19 তারা ডান দিকে সবকিছু ছিঁড়ে নেয়, অথচ এখনও ক্ষুধায় ভুগছে, বাঁ দিকে গ্রাস করে, কিন্তু তাদের তৃপ্তি হয় না, প্রত্যেকে নিজ বাহুর মাংস খেয়ে ফেলে।
20 মানাসে এফ্রাইমের বিরুদ্ধে, এফ্রাইম মানাসের বিরুদ্ধে, আবার উভয়ে মিলে যুদাকে আক্রমণ করছে। তা সত্ত্বেও তাঁর ক্রোধ প্রশমিত হয় না, তাঁর হাত এখনও রয়েছে প্রসারিত।