1 আমোজের সন্তান ইসাইয়া যুদা ও যেরুসালেম সম্বন্ধে এ দর্শন পান :
2 সেই চরম দিনগুলিতে এমনটি ঘটবে, প্রভুর গৃহের পর্বত পর্বতশ্রেণীর চূড়ায় প্রতিষ্ঠিত হবে, উঁচু হয়ে উঠবে সমস্ত উপপর্বতের চেয়ে, তখন সকল দেশ তার কাছে ভেসে আসবে।
3 বহু জাতি এসে বলবে, "চল, আমরা গিয়ে উঠি প্রভুর পর্বতে, যাকোবের পরমেশ্বরের গৃহে, তিনি যেন আমাদের দেখিয়ে দেন তাঁর মার্গসবল, আর আমরা যেন তাঁর সকল পথ ধরে চলতে পারি।' কারণ সিয়োন থেকেই বেরিয়ে আসবে নির্দেশবাণী, যেরুসালেম থেকেই প্রভুর বাণী।
4 তিনি দেশে দেশে বিচার সম্পাদন করবেন, বহু জাতির বিবাদ মিটিয়ে দেবেন। তারা নিজেদের খড়্গা পিটিয়ে পিটিয়ে করবে লাঙলের ফলা, নিজেদের বর্ণাকে করবে কাস্তে। এক দেশ অন্য দেশের বিরুদ্ধে খড়্গা উঁচু করবে না, তারা রণশিক্ষাও আর করবে না।
5 যাকোবকুল, চল, প্রভুর আলোতে চলি।
6 তুমি তো তোমার আপন জনগণকে, সেই যাকোবকুলকে পরিত্যাগ করেছ, কারণ তারা পুবদেশের মন্ত্রজালিকে ভরা, ফিলিস্তিনিদের মত দৈবগণনা চর্চা করে, বিজাতীয়দের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলে।
7 দেশ রুপো ও সোনায় ভরা, তার ধনরাশির সীমা নেই; দেশ ঘোড়ায় ভরা, তার রথের সংখ্যা নেই।
8 দেশ দেবমূর্তিতে ভরা : তারা তাদের নিজেদের হাতের কাজের সামনে প্রণত হয়, তাদের আঙুল যা গড়েছে, তারই সামনে!
9 এজন্য আদমকে অবনমিত করা হবে, মানুষকে নমিত করা হবে; তুমি তাদের আবার উচ্চ করো না।
10 শৈলের মধ্যে যাও, ধুলায় লুকাও, ভয়ঙ্কর প্রভুর দর্শনে অভিভূত হয়ে, তাঁর জ্যোতির্ময় মহিমায় সন্ত্রাসিত হয়ে।
11 আদম নিজের উদ্ধৃত চোখ নত করবে, অবনমিত হবে মানুষের গর্ব। সেদিন কেবল প্রভুই উন্নীত হবেন।
12 কেননা যা কিছু গর্বিত ও উদ্ধত, যা কিছু উচ্চ করা হয়, সেই সমস্ত কিছুরই বিরুদ্ধে সেনাবাহিনীর প্রভুর এমন দিন আসছে, যেন তাদের সকলকে নত করা হয়-
13 লেবাননের উচ্চ ও উন্নত সমস্ত এরসগাছের বিরুদ্ধে, বাশানের সমস্ত ওক্ গাছের বিরুদ্ধে,
14 উচ্চ যত পর্বতের বিরুদ্ধে, গর্বোদ্ধত সমস্ত উপপর্বতের বিরুদ্ধে,
15 অতি উচ্চ যত দুর্গের বিরুদ্ধে, অগম্য সমস্ত নগরপ্রাচীরের বিরুদ্ধে,
16 তার্সিসের সমস্ত জাহাজের বিরুদ্ধে, বহুমূল্য বলে যা গণ্য, সেই সবকিছুর বিরুদ্ধে!
17 আদমের দর্প নত করা হবে, মানুষের গর্ব অবনমিত করা হবে; সেদিন কেবল প্রশ্নই উন্নীত হবেন,
18 আর যত দেবমূর্তি নিঃশেষে বিলুপ্ত হবে।
19 লোকেরা শৈলের গুহাতে ও পৃথিবীর ফাটলের মধ্যে যাবে ভয়ঙ্কর প্রভুর দর্শনে অভিভূত হয়ে, তাঁর জ্যোতির্ময় মহিমায় সন্ত্রাসিত হয়ে, যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করতে উত্থিত হবেন।
20 সেদিন প্রত্যেকেই পূজার জন্য তৈরি করা যত রুপোর মূর্তি ও সোনার মূর্তি ইঁদুরের ও বাদুড়ের কাছে ফেলে দেবে,
21 এবং শৈলের ফাটলে ও খাড়া পাহাড়ের ফাঁকের মধ্যে যাবে, ভয়ঙ্কর প্রভুর দর্শনে অভিভূত হয়ে, তাঁর জ্যোতির্ময় মহিমায় সন্ত্রাসিত হয়ে, যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করতে উত্থিত হবেন।
22 তাই তোমরা আদম-সঙ্গ ত্যাগ কর, যার নাকে রয়েছে শ্বাসমাত্র ! তাকে কী মূল্য দেওয়া যায়?