1 সেদিন যুদা-দেশে সকলে এই সঙ্গীত গান করবে : আমাদের শক্তিশালী এক নগরী আছে, ত্রাণস্বরূপ তিনি প্রাচীর ও প্রাকার বেষ্টনী দিলেন।
2 খুলে দাও নগরদ্বার, প্রবেশ করুক সেই ধর্মময় জাতি যে বিশ্বস্ততা বজায় রাখে।
3 যার মন সুস্থির, তুমি তাকে পূর্ণ শান্তিতেই পালন করবে, কারণ সে তোমাতেই ভরসা রাখে,
4 তোমরা প্রভুতে ভরসা রাখ চিরকাল ধরে, প্রভুই তো শাশ্বত শৈল।
5 কারণ উচ্চস্থানে যাদের বাস, তিনি তাদের অবনত করলেন, উচ্চতম সেই নগরকে অবনত করে ভূমিসাৎ করলেন।
6 লোকদের পা—অত্যাচারিতদের পা, দীনহীনদের পদক্ষেপ এখন তা পদদলিত করছে।'
7 ধার্মিকের পথ সমতল পথ, ধার্মিকের রাস্তা তুমি কর সরল সোজা।
8 সত্যি, তোমার বিচারগুলির পথে তোমার নাম, তোমার স্মৃতিই আমাদের প্রাণের অভিলাষ। আমরা তোমার প্রত্যাশায় রয়েছি, প্রভু,
9 রাতে তোমাকেই আকাঙ্ক্ষা করে আমার প্রাণ, প্রভাতে আমার আত্মা তোমার অন্বেষণ করে, কারণ যখন তোমার বিচারগুলি পৃথিবীতে আসে, তখন জগতের অধিবাসীরা ধর্মময়তায় উদ্বুদ্ধ হয়।
10 দুর্জনের প্রতি দয়া দেখালেও সে ধর্মময়তায় উদ্বুদ্ধ হবেই না : সততার দেশে সে তো অনিষ্টের সাধক, প্রভুর মাহাত্ম্যের দিকে তাকায় না।
11 প্রভু, তোমার হাত তো উত্তোলিত, তবু তারা তা দেখে না : তোমার জনগণের প্রতি তোমার উত্তপ্ত প্রেম দেখে তারা লজ্জিত হোক হ্যাঁ, তোমার বিরোধীদের জন্য তৈরী আগুন তাদের গ্রাস করুক।
12 প্রভু, তুমি আমাদের মঞ্জুর করবে শান্তি, কারণ তুমিই তো সম্পন্ন কর আমাদের সকল কাজ।
13 হে আমাদের পরমেশ্বর প্রভু, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের উপর কর্তৃত্ব করল ; কিন্তু কেবল তোমার প্রতি, তোমার নামেরই প্রতি আমাদের সম্মান!
14 মৃতেরা পুনরুজ্জীবিত হবে না, ছায়ামূর্তি পুনরুত্থিত হবে না, কারণ তুমি শান্তি দিয়ে ওদের ধ্বংস করেছ, ওদের স্মৃতি নিঃশেষে মুছে দিয়েছ।
15 তুমি এই জাতির সংখ্যা বৃদ্ধি করেছ, প্রভু, এই জাতির সংখ্যা বৃদ্ধি করেছ, নিজের গৌরব প্রকাশ করেছ, দেশের চতুঃসীমানা বিস্তার করেছ।
16 প্রভু, সঙ্কটে তারা তোমার আশ্রয় নিতে চাইল, তুমি তাদের শাস্তি দিচ্ছিলে বিধায় তারা প্রার্থনায় নিজেদের উজাড় করে দিল।
17 প্রসবকাল আসন্ন হলে গর্ভবর্তী নারী যেমন যন্ত্রণায় মোচড় খেতে খেতে চিৎকার করে তোমার সামনে, প্রভু, আমরা সেইমত ছিলাম।
18 আমরাও গর্ভধারণ করলাম, আমরাও প্রসবযন্ত্রণায় ভুগলাম, কিন্তু প্রসব করলাম শুধু বাতাসমাত্র! আমরা দেশে পরিত্রাণ আনিনি, জগতেও কোন নিবাসীর জন্ম হয়নি।
19 কিন্তু তোমার মৃতজনেরা পুনরুজ্জীবিত হবে, তাদের মৃতদেহ পুনরুত্থিত হবে। তোমরা যারা ধুলায় শায়িত, পুনর্জাগরিত হও, আনন্দধ্বনি তোল, কারণ তোমাদের শিশির জ্যোতির্ময় শিশির; কিন্তু পৃথিবী ছায়ামূর্তিই প্রসব করবে।
20 চল, আমার জাতি; তোমার অন্তঃকক্ষে প্রবেশ কর, পিছনে দরজা বন্ধ করে দাও। কিছুক্ষণের মত লুকিয়ে থাক, যতক্ষণ না সেই কোপ গত হয়।
21 কেননা দেখ, পৃথিবীর অধিবাসীদের অপরাধের শাস্তি দিতে প্রভু আপন আবাস ছেড়ে বেরিয়ে আসছেন ; পৃথিবী নিজের উপরে পাতিত রক্ত প্রকাশ করবে, নিজের নিহতদের আর আচ্ছন্ন রাখবে না।