Index

ইসাইয়া - Chapter 46

1 বেল নুব্জ, নেবো উপুড় হয়ে পড়ে রয়েছে ; নেমে না পেলো জানুদের ও পশুদের তাদের মূর্তিগুলো জন্তুদের ও পশুদের পিঠে ফেলানো ; তোমরা যে বোঝা বয়ে বেড়াচ্ছিলে, তা ক্লান্ত পশুর পক্ষেও ভারী।
2 তারা মিলে উপুড় হয়ে আছে, নুব্জ হয়ে আছে, তাদের যারা বয়ে বেড়াচ্ছিল, তারা তাদের ত্রাণ করতে পারেনি, বরং নিজেরাই বন্দিদশায় চলে যাচ্ছে।
3 হে যাকোবকুল, হে ইস্রায়েলকুলের সকলেই যারা রেহাই পেয়েছ, তোমরা আমার কথা শোন, সেই তোমরা, মাতৃগর্ভ থেকেই যাদের আমি বহন করে আসছি, মাতৃবক্ষ থেকেই যাদের তুলে বহন করা হচ্ছে।
4 তোমাদের বার্ধক্যকাল পর্যন্ত আমি সেই একই থাকব, তোমাদের চুল পাকা হওয়া পর্যন্ত আমিই তোমাদের বহন করে চলব। আগেও যেমন করেছি, তেমনি আমিই তোমাদের তুলে বহন করব : আমি নিজেই তোমাদের বহন করব, তোমাদের নিষ্কৃতি দেব।
5 তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? আমাকে কার সমান করবে? আমাকে কার সদৃশ করলে তোমরা আমাদের উভয়কে সমকক্ষ করবে?
6 তারা থলি থেকে সোনা ঢালে, তুলাদণ্ডে রুপোর ওজন নেয় : স্বর্ণকারকে বানি দেয়, যেন সে এক দেবতা গড়ে, পরে প্রণত হয়ে তা পূজাই করে ;
7 কাঁধে তুলে নিয়ে তা বয়ে বেড়ায়, পরে তা তার আসনে বসিয়ে দিলে তা সেখানে অচল হয়ে থাকে, তার সেই স্থান থেকে আর সরে না। প্রত্যেকে তার কাছে চিৎকার করে, কিন্তু তা সাড়া দেয় না ; সঙ্কট থেকে কাউকে ত্রাণ করে না।
8 কথাটা মনে রাখ, পুরুষত্ব দেখাও ; হে বিদ্রোহীর দল, ব্যাপারটা উপলব্ধি কর।
9 প্রাচীনকালের ঘটনাগুলো স্মরণ কর, কেননা আমিই ঈশ্বর, আর কেউ নয়; আমিই পরমেশ্বর, আমার মত কেউ নেই।
10 আমি আদি থেকেই শেষের পূর্বসংবাদ দিই; যা এখনও সাধিত নয়, এমন কিছুর সংবাদ বহুদিন আগেই জানিয়ে আমি বলি: 'আমার পরিকল্পনা স্থির থাকবে, আমার মনোবাঞ্ছা আমি সিদ্ধ করব!'
11 আমি পুব থেকে শিকারী পাখিকে, দূরতম এক দেশ থেকে আমার পরিকল্পনার মানুষকে ডাকি। আমি যেমন কথা বলেছি, সেইমত ঘটবে আমি যেমন কল্পনা করেছি, সেইমত কাজ সাধন করব।
12 হে অদম্য হৃদয়ের মানুষ, তোমরা যারা ধর্মময়তা থেকে দূরে রয়েছ, আমাকে শোন।
13 আমি আমার ধর্মময়তা কাছে নিয়ে আসছি। তা দূরে নয়, আমার পরিত্রাণ দেরি করবে না। সিয়োনে আমি পরিত্রাণ, ইস্রায়েলে আমার গৌরব স্থাপন করব।