1 ধিক্ তাদের, যারা সাহায্যের জন্য মিশরে যায়, রণ-অশ্বে ভরসা রাখে, রথ বিপুল ব'লে, অশ্বারোহীর দল অধিক বলবান ব'লে সেগুলির উপরে নির্ভর করে, কিন্তু ইস্রায়েলের সেই পবিত্রজনের দিকে তাকায় না, প্রভুর অন্বেষণ করে না।
2 অথচ অমঙ্গল ঘটানোর মত জ্ঞান তাঁরও আছে, তাছাড়া তিনি আপন বাণী ফিরিয়ে নেন না; তিনি দুষ্কর্মাদের কুলের বিরুদ্ধে, ও অপকর্মাদের সহায়কদের বিরুদ্ধে উঠবেন।
3 মিশরীয় তো মানুষমাত্র, দেবতা নয় তার রণ-অশ্ব মাংসমাত্র, আত্মা নয়। প্রভু নিজ হাত বাড়াবেন, তখন সেই সহায়কেরা হোঁচট খাবে, যে সহায়তা পেয়েছে, তারও পতন হবে, সকলে মিলে বিনষ্ট হবে।
4 কারণ প্রভু আমাকে ঠিক একথা বললেন, রাখালের সমস্ত দল সিংহ ও যুবসিংহের বিরুদ্ধে সমবেত হলে তারা শিকারের জন্য যেমন গর্জন করে, —তাদের চিৎকারেও ভয় পায় না, তাদের কোলাহলেও উদ্বিগ্ন নয়- সেইমত সেনাবাহিনীর প্রভু সিয়োন পর্বত ও তার উপপর্বতের পক্ষে যুদ্ধ করতে নেমে আসবেন।
5 পাখি যেমন নীড়ের উপরে উড়তে থাকে, সেইমত সেনাবাহিনীর প্রভু যেরুসালেম রক্ষা করবেন, তাকে রক্ষা করায় উদ্ধার করবেন, তার উপর দিয়ে ডিঙিয়েই তা মুক্ত করে দেবেন।'
6 "ইস্রায়েল সন্তানেরা, তাঁরই কাছে ফিরে এসো, যাঁর প্রতি এত দুরন্ত বিদ্রোহ করেছ।
7 সেদিন প্রত্যেকে ফেলে দেবে নিজ নিজ যত রুপোর মূর্তি, নিজ নিজ যত সোনার মূর্তি, -তোমাদের সেই পাপময় হাতের কাজ!
8 আসিরিয়া এমন খড়ের আঘাতে পড়বে, যা মানুষের খড়্গ নয়, এমন খড়্গা তাকে গ্রাস করবে, যা আদমের খড়্গা নয় ; সে সেই খড়োর সামনে থেকে পালাবে, তার যুবা যোদ্ধাদের দাসত্বের অধীন করা হবে।
9 অভিভূত হয়ে সে তার শৈলদুর্গ ছেড়ে পালাবে, যুদ্ধ-নিশান দর্শনে তার অধিনায়কেরা আতঙ্কিত হবে। সিয়োনে যার আগুন, যেরুসালেমে যাঁর চুল্লি আছে, সেই প্রভুরই উক্তি।