1 প্রশ্ন যাকোবের প্রতি নিজের স্নেহ দেখাবেন, তিনি আবার ইস্রায়েলকে বেছে নেবেন, তাদের আপন দেশভূমিতে তাদের পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তাদের সঙ্গে বিদেশী মানুষ যোগ দেবে, তারা যাকোবকূলের সঙ্গে সংযুক্ত হবে।
2 জাতিসকল তাদের গ্রহণ করে নিয়ে তাদের দেশে আবার চালনা করবে, এবং ইস্রায়েলবুল প্রভুর দেশভূমিতে তাদের সকলকে আপন দাস-দাসীর মত অধিকার করে নেবে; এভাবে যারা তাদের বন্দি করেছিল, তারা তাদের বন্দি করবে ও তাদের সেই বিরোধীদের উপর কর্তৃত্ব করবে।
3 সেদিন, যখন প্রভু তোমার দুঃখ ও উদ্বেগ থেকে, এবং যে কঠোর দাসত্বে তুমি আবদ্ধ ছিলে, তা থেকে তোমাকে বিশ্রাম দেবেন,
4 তখন তুমি বাবিলন- রাজ বিষয়ে এই বিদ্রূপের গান ধরে বলবে:
“আহা, সেই নিপীড়কের শেষ দশা কেমন হয়েছে! তার আস্ফালন শেষ হয়েছে !
5 প্রভু দুর্জনদের লাঠি ছিন্ন করেছেন, শাসনকর্তাদের রাজদণ্ড ভেঙে দিয়েছেন।
6 তারা কোপে জাতিসকলকে আঘাত করত, আঘাত করায় কখনও ক্ষান্ত হত না, তারা ক্রোধে জাতিসকলের উপরে কর্তৃত্ব চালাত, স্বস্তি না দিয়েই তাদের তাড়না করত।
7 সমগ্র পৃথিবী এখন শান্ত প্রশান্ত, আনন্দচিৎকারে হর্ষধ্বনি তুলছে।
8 দেবদারু ও লেবাননের এরসগাছও তোমার বিষয়ে উচ্চকণ্ঠে আনন্দগান করে বলে, “যে সময় থেকে তোমাকে ভূমিসাৎ করা হয়েছে, সেসময় থেকে কোন কাঠকাটিয়ে আমাদের বিরুদ্ধে আর আসে না।
9 তোমার ব্যাপারে, নিচে সেই পাতাল তোমার আগমনে অভিনন্দন জানাবার জন্য অস্থির ; তোমার জন্য তারা ছায়ামূর্তি—পৃথিবীর সেই নেতাসকলকে জাগিয়ে তুলছে, পাতাল জাতিগুলির রাজাদেরও তাদের রাজাসন থেকে উঠিয়ে দিচ্ছে।
10 সকলে একথা বলে তোমাকে গ্রহণ করবে : “আমাদের মত তোমাকেও ভূমিসাৎ করা হল, তুমিও আমাদের সমান হলে !
11 তোমার ঘটা, তোমার সেতারের ঝঙ্কার, সবই পাতালে নিক্ষেপ করা হল, তোমার নিচে কীটের বিছানা, তোমার গায়ে পোকার কম্বল !
12 হে প্রভাতী তারা, হে ঊষার সন্তান, আকাশ থেকে তোমার এ কেমন পতন? হে জাতিগুলির বিজয়ী শাসক, তোমার এ কেমন ভূমিসাৎ?
13 অথচ তুমি ভাবছিলে, আমি স্বর্গ পর্যন্তই আরোহণ করব, ঈশ্বরের তারানক্ষত্রের ঊর্ধ্বেও আমার সিংহাসন স্থাপন করব, আমি সমাবেশ-পর্বতে, উত্তরদিকের দূরতম প্রান্তেই আসীন হব।
14 আমি মেঘলোকের ঊর্ধ্বতম অঞ্চলে গিয়ে উঠব, আমি পরাৎপরের সমকক্ষ হব!”
15 বরং তোমাকে পাতালে, অতল গহ্বরের গভীরতম স্থানেই নিক্ষেপ করা হল :
16 যত মানুষ তোমাকে দেখতে পাচ্ছে, তারা সকলে তোমার দিকে চোখ নিবদ্ধ রাখছে, তোমার ব্যাপারটা বিবেচনা করে বলছে, “এ কি সেই পুরুষ, যে পৃথিবীকে কাঁপিয়ে তুলছিল, যত রাজ্যকে উল্টিয়ে দিচ্ছিল?
17 এ তো যত শহর ধ্বংস করে দিল, এ তো বিশ্বকে মরুপ্রান্তর করল, বাড়ি যাবার জন্য বন্দিদের কখনও মুক্ত করেনি!”
18 জাতিগুলির অন্য সকল রাজা, তারা সকলেই সসম্মানে বিশ্রাম করছে, প্রত্যেকে যে যার আপন সমাধিমন্দিরে শুয়ে আছে।
19 কিন্তু তোমাকে তোমার সমাধি থেকে বাইরে ফেলে দেওয়া হল কুৎসিত একটা অজাত ভ্রূণেরই মত! —যারা খড়ের আঘাতে বিদ্ধ, যারা গহ্বরের এই প্রস্তররাশিতে পতিত, তুমি এখন তাদের রাশি রাশি মৃতদেহে আচ্ছাদিত— পশুর পায়ে মাড়িয়ে যাওয়া একটা লাশের মতই তুমি !
20 তুমি ওদের সঙ্গে সমাধিতে যোগ দেবে না, কারণ তুমি তোমার নিজের দেশ উচ্ছেদ করেছ, তোমার নিজের প্রজাদের খুন করে ফেলেছ; না, কোন কালেই অপকর্মার বংশের নামের উল্লেখ হবে না!
21 তোমরা এখন ওর সন্তানদের হত্যাকাণ্ড প্রস্তুত কর, ওদের পিতার অপরাধের কারণেই তা প্রস্তুত কর; তারা উঠে আর কখনও পৃথিবীকে জয় না করুক, জগৎকে নগরে নগরে পরিপূর্ণ না করুক।'
22 আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব — সেনাবাহিনীর প্রভুর উক্তি, আমি বাবিলনের নাম ও তার অবশিষ্টাংশকে উচ্ছেদ করব : সন্তানসন্ততি ও বংশকে উচ্ছেদ করব—প্রভুর উক্তি।
23 আমি ওই নগরী শজারুর অধিকার করব, জলাভূমিই করব; বিনাশ-ঝাড়ুতেই তাকে ঝাড় দেব সেনাবাহিনীর প্রভুর উক্তি।
24 সেনাবাহিনীর প্রভু শপথ করে বলেছেন : 'সত্যি! আমি যেমন সঙ্কল্প করেছি, তেমনিই ঘটবে : আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা সিদ্ধিলাভ করবেই।
25 তাই আমি আমার আপন দেশে আসিরীয়কে ভেঙে ফেলব, আমার পর্বতমালায় তাকে পায়ে মাড়িয়ে দেব; ফলে লোকদের ঘাড় থেকে তার সেই জোয়াল খসে পড়বে, তাদের কাঁধ থেকে সেই বোঝাও সরে পড়বে।'
26 সমস্ত পৃথিবীর বিষয়ে এটি নেওয়া সিদ্ধান্ত, সমস্ত দেশের উপরে এটি প্রসারিত হাত।
27 কারণ সেনাবাহিনীর প্রভুই তেমন সিদ্ধান্ত নিয়েছেন, কে তা ব্যর্থ করবে? তাঁর হাত প্রসারিত! কে তা ফেরাবে?
28 যে বছর আহাজ রাজার মৃত্যু হয়, সেই বছরে এই দৈববাণী এসে উপস্থিত হল :
29 হে গোটা ফিলিস্তিয়া, যে লাঠি তোমাকে প্রহার করত, তা ভেঙে গেছে বলে আনন্দ করো না। কেননা সেই মূল-সাপ থেকে কেউটে সাপের উদ্ভব হবে, এবং জ্বলন্ত উড়ন্ত নাগদানবই হবে তার গর্ভফল !
30 সবচেয়ে হতভাগারা চারণভূমি পাবে, ও নিঃয়েরা নির্ভয়ে বিশ্রাম করবে: কিন্তু আমি দুর্ভিক্ষ দ্বারা তোমার মূলকাণ্ড ধ্বংস করব, এবং তোমার অবশিষ্টাংশ সংহার করব।
31 হে নগরদ্বার, চিৎকার কর; হাহাকার কর, হে শহর ; হে গোটা ফিলিস্তিয়া, বিগলিত হও, কেননা উত্তরদিক থেকে ধূম আসছে, আর ওর সৈন্যশ্রেণী থেকে কেউ সরে যায় না।
32 এই দেশের দূতদের কি উত্তর দেওয়া হবে? 'প্রভু সিয়োনের ভিত স্থাপন করেছেন, সেইখানে তাঁর আপন জনগণের দীনহীনেরা আশ্রয় পাবে।”