1 আমাদের প্রচারে কে বিশ্বাস রেখেছে? প্রভুর বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?
2 তিনি তো তাঁর সামনে বেড়ে উঠেছেন একটা চারাগাছের মত, শুষ্ক ভূমিতে একটা শিকড়ের মত। তাঁর এমন রূপ বা শোভা নেই যা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে ; তেমন আকৃতি নেই যা আমাদের মন জয় করতে পারে।
3 অবজ্ঞাত ও মানুষের পরিত্যক্ত, এমন কষ্টভোগী মানুষ যন্ত্রণার সঙ্গে যাঁর দীর্ঘ পরিচয় ; যার সামনে লোকে মুখ আচ্ছাদন করে তেমন মানুষের মতই তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাঁকে কোন সম্মানই দিইনি।
4 অথচ তিনি আমাদেরই যন্ত্রণা তুলে বহন করেছেন ; বরণ করে নিয়েছেন আমাদের যত কষ্ট ; আর আমরা নাকি মনে করছিলাম, তিনি প্রহারিত, পরমেশ্বর দ্বারা আঘাতগ্রস্ত, জর্জরিত !
5 তিনি বরং আমাদেরই অন্যায়-অপকর্মের জন্য অপমানের পাত্র হয়েছেন ; আমাদের শঠতার জন্যই চূর্ণবিচূর্ণ হয়েছেন ; আমাদের শান্তির পথ সেই শাস্তি তাঁর উপরে নেমে পড়ল। তাঁরই ক্ষতগুণে আমরা নিরাময় হলাম।
6 আমরা সকলে মেষপালের মত পথভ্রষ্ট ছিলাম, প্রত্যেকে নিজ নিজ পথ ধরে চলতাম ; প্রভু আমাদের সকলের অপরাধ তাঁরই উপরে চেপে দিলেন।
7 অত্যাচারিত হয়ে তিনি দুঃখভোগ স্বীকার করলেন —তবু খুললেন না মুখ তিনি ছিলেন জবাইখানায় চালিত মেষশাবকেরই মত, লোমকাটিয়ের সামনে নীরব মেষেরই মত —তবু খুললেন না মুখ।
8 বিচারিত হয়ে তাঁকে জোর প্রয়োগে নেওয়া হল: তাঁর যুগের মানুষদের মধ্যে কে তাঁর দশায় শোক করল ? হ্যাঁ, তাঁকে জীবিতদের দেশ থেকে উচ্ছেদ করা হল, তাঁর জনগণের শঠতার জন্যই তাঁর উপরে মৃত্যুর আঘাত নেমে পড়ল।
9 তাঁকে দুর্জনদের সঙ্গে সমাধি দেওয়া হল, ধনবানের সঙ্গেই তাঁর কবর, যদিও তিনি কোন অপকর্ম করেননি, যদিও তাঁর মুখেও ছলনা ছিল না।
10 প্রভুর মঙ্গল-ইচ্ছা ছিল, তিনি তাঁকে যন্ত্রণায় চূর্ণ করবেন; যদি তিনি সংস্কার-বলিরূপে নিজেকে উৎসর্গ করেন, তবে তাঁর আপন বংশকে দেখতে পাবেন, দীর্ঘায়ু হবেন, ও তাঁর মধ্য দিয়ে প্রভুর মঙ্গল-ইচ্ছা সিদ্ধিলাভ করবে।
11 তেমন আন্তর পীড়ন ভোগ করার পর তিনি জীবনের আলো দেখতে পেয়ে তৃপ্তি পাবেন: মানুষ তাঁকে জানবে ফলে আমার ধর্মময় দাস অনেককে ধর্মময় করে তুলবেন ; তিনি নিজেই তাদের শঠতা বহন করবেন।
12 তাই আমি তার জন্য বহু মানুষের সঙ্গে একটা অংশ স্থির করব, ক্ষমতাশালীদের সঙ্গে তিনি লুটের মাল ভাগ করে নেবেন ; কেননা তিনি মৃত্যু পর্যন্তই নিজের প্রাণ উজাড় করে দিলেন, এবং বিদ্রোহীদের একজন বলে গণ্য হলেন ; অথচ তিনি বহু মানুষের পাপ বহন করছিলেন এবং বিদ্রোহীদের হয়ে প্রার্থনা করছিলেন।