1 প্রভু আমাকে বললেন, ‘বড় একটা ফলক নাও, ও সাধারণ একটা কলম দিয়ে লেখ, মাহের-শালাল-হাশ-বাসের সমীপে।
2 এবং বিশ্বাসযোগ্য সাক্ষীরূপে যাজক উরিয়া ও যেবারাখিয়ার সন্তান জাখারিয়াকে নাও।'
3 পরে নারী-নবীর সঙ্গে আমার মিলন হলে তিনি গর্ভবর্তী হয়ে একটি পুত্রসন্তান প্রসব করলেন। প্রভু আমাকে বললেন, "এর নাম মাহের শালাল-হাশ-বাস রাখ,
4 কারণ বালকটির “বাপ-মা” একথা উচ্চারণ করার জ্ঞান হওয়ার আগেই দামাস্কাসের ঐশ্বর্য ও সামারিয়ার লুণ্ঠিত সম্পদ আসিরিয়ার রাজার চোখের সামনেই কেড়ে নেওয়া হবে।'
5 প্রভু আমার সঙ্গে আর একবার কথা বললেন; তিনি আমাকে বললেন,
6 “যেহেতু এই লোকেরা সিলোয়ার শান্ত গতি-জলস্রোত অগ্রাহ্য করে এবং রেজিনকে ও রেমালিয়ার সন্তানকে নিয়ে মেতে ওঠে, '
7 সেজন্য দেখ, প্রভু নদীর প্রবল ও প্রচুর জলরাশি, অর্থাৎ আসিরিয়া-রাজ ও তার সমস্ত প্রতাপ তাদের বিরুদ্ধে আনবেন ; নদীটা ফেঁপে উঠে সমস্ত খাল ভরে দেবে, তার সমস্ত কূল ছাপিয়ে যাবে;
8 "তা যুদা দেশের মধ্যে প্রবেশ করবে, উথলে উঠে সবকিছুর উপর দিয়ে বয়ে বয়ে ঘাড় পর্যন্ত উঠবে; আর তার বিস্তৃত ডানা, হে ইম্মানুয়েল, তোমার সমগ্র দেশের বিস্তার ঢেকে দেবে।
9 জাতিসকল, কম্পিত হও, তোমাদের টুকরো টুকরো করা হবে; সুদূর দেশগুলো, তোমরা সকলে শোন : অস্ত্র বেঁধে নাও, তবু তোমাদের টুকরো টুকরো করা হবে, অস্ত্র বেঁধে নাও, তবু তোমাদের টুকরো টুকরো করা হবে।
10 মতলব আঁট, তবু তা ব্যর্থ হবে; ঘোষণাপত্র প্রস্তুত কর, তবু তা নিষ্ফল হবে, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।'
11 কেননা, যখন প্রভুর প্রবল হাত আমাকে ধারণ করল, যখন তিনি এই জাতির পথে পা বাড়াতে আমাকে নিষেধ করলেন, তখন প্রভু আমাকে ঠিক একথা বললেন :
12 এই জাতি যা চক্রান্ত বলে ডাকে, তা তোমরা চক্রান্ত বলো না ; এরা যাতে ভীত, তাতে তোমরা ভীত হয়ো না—না, আতঙ্কিত হয়ো না।'
13 সেনাবাহিনীর প্রভু যিনি, কেবল তাঁকেই তোমরা পবিত্র বলে মান কেবল তিনিই হোন তোমাদের ভয় ও আতঙ্কের কারণ।
14 তিনিই হবেন পবিত্রধাম : আবার, ইস্রায়েলের উভয় কুলের জন্য তিনি হবেন এমন প্রস্তর যা পদস্খলন ঘটাবে, এমন পাথর যাতে লোকে হোঁচট খাবে: যেরুসালেম বাসীদের জন্য একটা ফাঁদ, একটা ফাঁস।
15 তাদের মধ্যে অনেকে হোঁচট খেয়ে পড়বে—তারা চূর্ণবিচূর্ণ হবে ; ধরা পড়বে, বন্দি হবে।
16 এই সাক্ষ্যবাণীতে বাধন দেওয়া হোক, এই নির্দেশবাণী সীলমোহরে যুক্ত করা হোক আমার শিষ্যদের হৃদয়ে!
17 আমি প্রভুতে আস্থা রাখি, যিনি যাকোববুল থেকে শ্রীমুখ লুকিয়ে রাখছেন : তাঁর উপরেই আমি আশা রাখি।
18 এই দেখ, আমি ও সেই সন্তানেরা, প্রভু যাদের আমাকে দিয়েছেন, সিয়োন পর্বতে যাঁর আবাস, সেনাবাহিনীর সেই প্রভুর পক্ষ থেকে এই আমরা ইস্রায়েলের কাছে চিহ্ন ও অলৌকিক লক্ষণ স্বরূপ।
19 আর যদি লোকে তোমাদের বলে, "শিস দিয়ে ও ফিস্ ফিস্ করে যে সব ভূতের ওঝা ও গণক কথা বলে তোমরা তাদের অভিমত অনুসন্ধান কর! প্রজারা কি তাদের দেবতাদের অভিমত অনুসন্ধান করবে না? জীবিতদের জন্য তারা কি মৃতদের অভিমত অনুসন্ধান করবে না?'
20 তখন তোমরা এই নির্দেশবাণী ও সাক্ষ্যবাণীর উপরেই নির্ভর করা ; তারা যদি এই বাণী অনুসারে নিজেদের কথা ব্যক্ত না করে, তবে তাদের পক্ষে উষার উদয় নেই।
21 সে অত্যাচারিত ও ক্ষুধিত হয়ে দেশের চারদিকে ঘুরে বেড়াবে, এবং ক্ষুধিত হলে উত্তপ্ত হয়ে তার নিজের রাজাকে ও দেবকে অভিশাপ দেবে। সে ঊর্ধ্বের দিকে চোখ তুলবে,
22 আবার ভূমির দিকে তাকাবে ; আর দেখ—কেবল সঙ্কট ও অন্ধকার, কেবল যন্ত্রণার রাত্রি, এমন নিবিড় তমসা, যার মধ্যে মানুষ তাড়িত হয়!
23 কিন্তু যে দেশ যন্ত্রণায় ছিল, তার জন্য এখন আর তমসা নেই।
শান্তি-রাজ্যের আবির্ভাব
পুরাকালে জারুলোন দেশ ও নেছালি দেশ তিনি
দুর্নামে আচ্ছন্ন করেছিলেন,
কিন্তু ভাবীকালে সমুদ্রপথ, যদনের ওপারের
বিজাতীয়দের সেই প্রদেশ তিনি গৌরবান্বিত করবেন।