1 দ্বীপপুঞ্জ, আমার সাক্ষাতে নীরব হও! দেশগুলিও নবীন শক্তি লাভ করুক; এগিয়ে এসে তারা কথা বলুক ; এসো, আমরা বিচারের জন্য একত্র হই।
2 কে পুবদিক থেকে ধর্মময় একজনের উদ্ভব ঘটালেন, ও নিজের পদক্ষেপে চলতে তাকে আহ্বান করলেন? তিনি তার হাতে জাতিগুলিকে তুলে দেন, রাজাদের তার অধীন করেন। তিনি তার খড়াধারীদের ধূলার মত অসংখ্য করেন, ঝড়ে খড়ের মত তার তীরন্দাজদের অগণন করেন।
3 তিনি তাদের পিছনে ধাওয়া করে নিরাপদে এগিয়ে চলেন। এমন পথে এগিয়ে চলেন, যে পথে তিনি পা ফেলেন না।
4 এই সমস্ত কিছু কার্ কাজ? তেমন কাজ কার দ্বারা সাধিত ? কে আদি থেকে যুগ যুগ ধরে যত প্রজন্মকে আহ্বান করলেন? আমি, প্রভু, আমিই আদি, আমিই আছি অন্তিমকালীন মানুষদের সঙ্গে।
5 দ্বীপপুঞ্জ চেয়ে দেখে ভয়ে অভিভূত, পৃথিবীর চারপ্রান্ত সন্ত্রাসিত, তারা অগ্রসর হয়ে কাছে আসে।
6 তারা একে অপরকে সাহায্য করে ; যে যার ভাইকে বলে, 'সাহস ধর!'
7 কর্মকার স্বর্ণকারকে আশ্বাস দেয় ; হাতুড়ি দিয়ে যে লোহা সমান করে, সে নেহাইয়ের উপরে যে আঘাত হানে, জোড়ের বিষয়ে তাকে বলে, “ঠিক আছে,’ এবং পেরেক দিয়ে প্রতিমাটিকে দৃঢ় করে, যেন তা না নড়ে।
8 কিন্তু, হে আমার দাস ইস্রায়েল, হে যাকোব, যাকে আমি বেছে নিয়েছি, তুমি যে আমার বন্ধু আব্রাহামের বংশ,
9 তোমাকেই আমি পৃথিবীর প্রান্ত থেকে শক্ত করে ধরে নিয়েছি, তোমাকেই দূরতম অঞ্চল থেকে আহ্বান করে বলেছি, “তুমি আমার দাস, আমি তোমাকে বেছে নিয়েছি, তোমাকে পরিত্যাগ করিনি।'
10 ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি : ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার পরমেশ্বর ; আমি তোমাকে শক্তিশালী করে তুলছি, সাহায্যও করছি, সত্যিই আমার বিজয়ী হাতে তোমাকে ধরে রাখছি।
11 দেখ, যারা তোমার বিরুদ্ধে রোষ দেখাচ্ছিল, তারা সকলে লজ্জিত ও অবনমিত হবে ; যারা তোমার সঙ্গে বিবাদ করছিল, তাদের নিশ্চিহ্ন করা হবে, তাদের বিনাশ হবে।
12 যারা তোমার বিরোধিতা করছিল, তুমি তাদের খোঁজ করবে, কিন্তু তাদের উদ্দেশ পাবে না ; যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছিল, তাদের নিশ্চিহ্ন করা হবে, শূন্যই করা হবে।
13 কেননা আমিই তোমার পরমেশ্বর প্রভু. আমি তোমার ডান হাত শক্ত করে ধরে আছি, আমি তোমাকে বলছি, ‘ভয় করো না, আমি তোমার সহায়তা করব।'
14 হে কীটমাত্র যাকোব, হে মরাদেহ ইস্রায়েল, ভয় করো না! আমিই তোমার সহায়তা করব—প্রভুর উক্তি- ইস্রায়েলের সেই পবিত্রজনই তোমার মুক্তিসাধক।
15 দেখ, আমি তোমাকে শস্যমাড়াইযন্ত্রের তীক্ষ্ণ বহুদন্তময় নতুন গুঁড়ির মত করছি; তুমি পর্বতগুলো মাড়িয়ে গুঁড়ো করবে, উপপর্বতগুলো তুষে পরিণত করবে।
16 তুমি তাদের ঝাড়বে আর হাওয়া তাদের উড়িয়ে নেবে, ঝড়ো বাতাস তাদের চারদিকে ছড়িয়ে দেবে। কিন্তু তুমি প্রভুতে উল্লাস করবে, ইস্রায়েলের সেই পবিত্রজনে গর্ববোধ করবে।
17 দীনহীন ও নিঃস্ব জলের সন্ধান করছে, কিন্তু জল নেই; পিপাসায় তাদের জিহ্বা শুষ্ক হয়েছে; আমি প্রভু তাদের সাড়া দেব, আমি ইস্রায়েলের পরমেশ্বর তাদের ফেলে রাখব না।
18 আমি গাছশূন্য উপপর্বতের উপরে নদনদী উৎসারিত করব, উপত্যকার মাঝে স্থানে স্থানে ঝরনার জল প্রবাহিত করব ; আমি মরুপ্রান্তরকে জলাশয়ে, শুষ্ক ভূমিকে জলের উৎসধারায় পরিণত করব।
19 আমি মরুপ্রান্তরে এরস, শিরীষ, গুলমেদি ও জলপাইগাছ রোপণ করব, মরুভূমিতে দেবদারু, তালিশ ও সরলগাছ পাশে পাশে বসিয়ে রাখব :
20 যেন তারা দেখে জানতে পারে, যেন সকলে বিবেচনা করে বুঝতে পারে যে, প্রভুর হাত এই কাজ সাধন করল, ইস্রায়েলের সেই পবিত্ৰজন এই সমস্ত কিছু সৃষ্টি করলেন।
21 প্রভু একথা বলছেন: 'তোমাদের বিবাদ উপস্থিত কর ;' যাকোবের রাজা বলছেন : 'তোমাদের সমস্ত যুক্তি সামনে আন।'
22 ওরা সেইসব সামনে নিয়ে এসে যা যা ঘটতে যাচ্ছে, আমাদের তেমন সংবাদ দিক। অতীত কালে কী কী ঘটেছে? তা বর্ণনা কর, যেন আমরা তা বিচার-বিবেচনা করে। স্বীকার করতে পারি যে, সেই সবকিছু সিদ্ধিলাভ করেছে: কিংবা আসন্ন সমস্ত ঘটনা আমাদের শুনিয়ে দাও,
23 ভাবীকালে কী কী ঘটবে, তোমরা তেমন সংবাদও দাও, তবে আমরা স্বীকার করব যে, তোমরা সত্যিই দেবতা। হ্যাঁ, তোমরা মঙ্গলকর কি অমঙ্গলকর একটা কিছু কর, আর আমরা ব্যাকুল হয়ে সবাই মিলে অভিভূত হব।
24 এই যে, তোমরা কিছুই না, তোমাদের কর্ম মূল্যহীন, তোমাদের যে বেছে নেয়, সে জঘন্য।
25 উত্তর থেকে আমি একজনের উদ্ভব ঘটিয়েছি, আর সে উপস্থিত হল ; সূর্যোদয়ের দেশ থেকে তাকে নাম ধরে আহ্বান করা হয়েছে; কুমোর যেমন পা দিয়ে মাটিতে চাপ দেয়, তেমনি সে প্রতাপশালীদের কাদার মত মাড়িয়ে দেবে।
26 কে আদি থেকে এর পূর্বসংবাদ দিয়েছে, যেন আমরা তা জানতে পারি? অতীতেও কে একথা বলেছে, যেন আমরা বলতে পারি, 'একথা ঠিক'? কেউই এর পূর্বসংবাদ দেয়নি, কেউই একথা শোনায়নি, কেউই তোমাদের কথা বলতে শোনেনি।
27 আমিই প্রথম সিয়োনকে এ সংবাদ দিয়েছি, 'দেখ, এই যে তারা!' যেরুসালেমকে আমি শুভসংবাদ-দাতা একজনকে প্রেরণ করেছি।
28 আমি চেয়ে দেখলাম, কেউই নেই, না, ওদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেউ নেই যে, আমি জিজ্ঞাসা করলে সে আমাকে একটা উত্তর দেবে।
29 দেখ, ওরা সকলে মিলে কিছুই না, ওদের কর্ম অসার, ওদের যত দেবমূর্তি বাতাস ও শূন্যতামাত্র।