Index

ইসাইয়া - Chapter 60

1 ওঠ, আলোমণ্ডিতা হও, কারণ তোমার আলো এসে গেছে, প্রভুর গৌরব তোমার উপরে উদিত হয়েছে।
2 দেখ, অন্ধকার পৃথিবীকে এখনও আচ্ছন্ন করছে, তমসা সর্বজাতিকে এখনও আবৃত করছে, কিন্তু তোমার উপরে স্বয়ং প্রভু উদিত হচ্ছেন, তোমার উপরে দৃশ্যমান হচ্ছে তাঁর আপন গৌরব।
3 দেশগুলি তোমার আলোর কাছে আসবে, রাজারাও আসবে তোমার উদয়ের মহিমার কাছে।
4 তুমি চারদিকে চোখ তুলে দেখ এরা সকলে একত্রে জড় হয়ে তোমার কাছে আসছে। তোমার সন্তানেরা দূর থেকে আসছে, তোমার কন্যাদের বাহুতে ক'রে বহন করা হচ্ছে।
5 তা দেখে তুমি উজ্জ্বল হয়ে উঠবে, তোমার অন্তর দুলে উঠবে, উথলেই উঠবে, কারণ সমুদ্রের যত ধন তোমার কাছে ভেসে আসবে, দেশগুলির ঐশ্বর্য তোমার কাছে এসে পৌঁছবে।
6 উট দলে দলে এসে তোমার রাস্তা-ঘাট সমস্তই দখল করবে, —মিদিয়ান ও এফার দ্রুতগামী উট—শাবা থেকে সকলেই আসবে, তারা আনবে সোনা ও ধূপ, প্রচার করবে প্রভুর প্রশংসাবাদ।
7 কেদারের সমস্ত মেষপাল তোমার কাছে জড় হবে, নেবায়োতের সমস্ত ভেড়া তোমার সেবায় থাকবে, আমার যজ্ঞবেদির উপরে সেগুলো হবে গ্রহণীয় নৈবেদ্য ; আর আমি ভূষিত করব আমার কান্তির গৃহ।
8 এ কারা উড়ে আসছে মেঘের মত, খোপের দিকে কপোতের মত?
9 সত্যি! যত দ্বীপপুঞ্জ আমার দিকে চেয়ে আছে, দূর থেকে তোমার সন্তানদের, ও তাদের সঙ্গে তাদের সোনা-রুপোও ফিরিয়ে আনবার জন্য তার্সিসের জাহাজগুলি রয়েছে সবার আগে, —তোমার পরমেশ্বর প্রভুর নামের খাতিরে, ইস্রায়েলের সেই পবিত্রজনেরই খাতিরে, যিনি প্রকাশ করছেন তোমার কান্তি।
10 ভিনজাতীয় মানুষেরা তোমার নগরপ্রাচীর পুনর্নির্মাণ করবে, তাদের রাজারা তোমার সেবায় থাকবে, কেননা ক্রোধে আমি তোমাকে আঘাত করেছি, কিন্তু প্রসন্নতায় তোমাকে স্নেহ করেছি।
11 তোমার সমস্ত তোরণদ্বার সর্বদাই খোলা থাকবে, দিনরাত কখনও বন্ধ হবে না, যেন সর্বদেশের দলকে তোমার কাছে আনা হয়, সারিবদ্ধ ক'রে তাদের রাজাদেরও সঙ্গে আনা হয়।
12 কেননা যে দেশ বা রাজ্য তোমার সেবা করতে অসম্মত, তাদের বিনাশ হবে, তেমন দেশগুলো নিঃশেষেই ধ্বংসিত হবে।
13 তোমার কাছে আসবে লেবাননের গৌরব, দেবদারু, তালিশ ও সরলগাছ একসঙ্গে আসবে, যেন আমার পবিত্রধাম বিভূষিত করতে পারে, গৌরবান্বিত করতে পারে আমার চরণস্থান।
14 যারা তোমাকে অত্যাচার করছিল, তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছে আসবে ; যারা তোমাকে তুচ্ছ করছিল, তারা সকলে তোমার পদতলে প্রণত হয়ে লুটিয়ে পড়বে। তারা তোমাকে উদ্দেশ করে বলবে: হে প্রভুর নগরী, হে ইস্রায়েলের পবিত্রজনের সিয়োন!
15 তুমি একসময় পরিত্যক্তা ছিলে, ছিলে বিতৃষ্ণার বস্তু, তোমার মধ্য দিয়ে কেউই যাতায়াত করত না ; কিন্তু আমি এখন তোমাকে সর্বযুগের গৌরবের পাত্র করব, করব সকল পুরুষপরম্পরার আনন্দের উৎস।
16 তুমি সকল দেশের দুধ চুষে খাবে, রাজাদের ঐশ্বর্য গ্রাস করবে। এবং এই কথা জানবে যে, আমি প্রভুই তোমার পরিত্রাতা, যাকোবের শক্তিশালী এই আমিই তোমার মুক্তিসাধক।
17 আমি ব্রঞ্জের বদলে সোনা, লোহার বদলে রুপো, কাঠের বদলে ব্রঞ্জ, পাথরের বদলে লোহাই আনব। আমি শান্তিকে করব তোমার নেতা, ধর্মময়তাকে তোমার শাসনকর্তা।
18 তোমার দেশে অত্যাচারের কথা আর শোনা যাবে না, তোমার চতুঃসীমানার মধ্যে ধ্বংস ও বিনাশের কথারও উল্লেখ হবে না। বরং তুমি তোমার নগরপ্রাচীরের নাম রাখবে ‘পরিত্রাণ”, তোমার তোরণদ্বারের নাম 'প্রশংসাগান'।
19 সূর্য দিনের বেলায় আর তোমার আলো হবে না, চাঁদের জ্যোত্রাও তোমাকে আলোকিত করবে না; হে রাত্রি, চাঁদ ও জ্যোৎস্না মিলে যে তোমার জন্য হবে রাত্রির আলো, এমনটি আর হবে না, বরং স্বয়ং প্রভুই হবেন তোমার চিরন্তন আলো, তোমার পরমেশ্বরই তোমার কাস্তি।
20 তোমার সূর্য আর অস্ত যাবে না, তোমার চাঁদও মিলিয়ে যাবে না, কারণ স্বয়ং প্রশ্নই হবেন তোমার চিরন্তন আলো : আর তোমার শোকের সময়ের সমাপ্তি হবে।
21 তোমার জনগণ, তারা সকলেই, ধার্মিক হবে, তারা চিরকালের মত দেশ অধিকার করবে, তারা যে আমার রোপিত গাছের শাখা, আমার আপন হাতের কাজ—আমার গৌরবের উদ্দেশ্যে।
22 যে ছোট, সে সহস্র হয়ে উঠবে, যে ক্ষুদ্র, সে হয়ে উঠবে বিপুল এক জাতি ; যথাসময়ে আমি, প্রভু, শীঘ্রই এই সমস্ত কিছুর সিদ্ধি ঘটাব।