1 সেদিন সাতজন স্ত্রীলোক একজন পুরুষকে ধরে বলবে: 'আমরা আমাদের নিজেদের রুটি খাব, আমাদের নিজেদের পোশাক পরব; শুধু আমাদের তোমার নাম বহন করতে দাও। আমাদের অপমান দূর কর।”
2 সেদিন প্রভুর সেই বীজাঙ্কুর কান্তিতে ও গৌরবে বেড়ে উঠবে; ইস্রায়েলের যারা রেহাই পাবে, তখন দেশভূমির ফল হবে তাদের গর্ব, তাদের ভূষণ।
3 সিয়োনে যাদের অবশিষ্ট রাখা হবে, যেরুসালেমে যে কেউ বাকি থাকবে, তারা পবিত্র বলে অভিহিত হবে, —অর্থাৎ তারা, যেরুসালেমে জীবিত থাকবে বলে যাদের নাম লেখা আছে।
4 প্রভু বিচারের আত্মা ও দহনের আত্মা দ্বারা সিয়োন কন্যাদের মলিনতা ধৌত করার পর, যেরুসালেমের মধ্য থেকে যত রক্তচিহ্ন মুছে দেবার পর
5 প্রভু সিয়োন পর্বতের সমস্ত আবাসের উপরে ও সেখানে সমবেত সকলের উপরে সৃষ্টি করবেন দিনের বেলায় একটি মেঘ, ও রাতের বেলায় উজ্জ্বল অগ্নিশিখাময় ধূম; হ্যাঁ, সমস্ত কিছুর উপরে ঐশগৌরব যেন চাঁদোয়ার মত বিরাজ করবে,
6 পর্ণকুটিরের মত দিনমানের গরমে দেবে ছায়া, ঝড় ও বর্ষার দিনে দেবে আশ্রয় ও ছাউনি।