Index

ইসাইয়া - Chapter 56

1 প্রভু একথা বলছেন : তোমরা সুবিচার পালন কর, ধর্মময়তা অনুশীলন কর, কারণ আমার পরিত্রাণ প্রায় এসে গেছে, আমার ধর্মময়তা-প্রকাশ সন্নিকট।
2 সুখী সেই মানুষ, যে এভাবে আচরণ করে, সেই আদমসন্তান, যে এসব কিছু আঁকড়ে ধরে থাকে, যে সাব্বাৎ পালন করে, তা অপবিত্র করে না, যে তার আপন হাত সমস্ত দুষ্কর্ম থেকে দূরে রাখে।
3 প্রভুতে আসক্ত বিজাতি কোন মানুষ যেন না বলে, 'নিশ্চয় প্রভু আমাকে তাঁর আপন জনগণ থেকে বিচ্যুত করবেন!' কোন নপুংসকও যেন না বলে, “দেখ, আমি শুষ্ক গাছ !
4 কেননা প্রভু একথা বলছেন : যে যে নপুংসক আমার সাব্বাৎ পালন করে, আমার সন্তোষজনক বিষয় বেছে নেয়, আমার সন্ধি আঁকড়ে ধরে থাকে,
5 তাদের আমি আমার গৃহের মধ্যে ও আমার নগরপ্রাচীরের মধ্যে পুত্রকন্যাদের চেয়ে শ্রেষ্ঠ স্থান ও শ্রেষ্ঠ নাম মঞ্জুর করব ; তাদের দেব এমন চিরকালীন নাম, যা কখনও লোপ পাবে না।
6 আর যে বিজাতি মানুষ প্রভুর সেবা করার জন্য, প্রভুর নাম ভক্তি করার জন্য, ও তাঁর আপন দাস হবার জন্য প্রভুতে আসক্ত হয়েছে, অর্থাৎ যে কেউ সাব্বাৎ অপবিত্র না করে তা পালন করে, এবং আমার সন্ধি আঁকড়ে ধরে থাকে,
7 আমি তাদের চালনা করব আমার পবিত্র পর্বতের উপর ; আমার প্রার্থনা-গৃহে তাদের আনন্দিত করব। তাদের আহুতি ও বলিদান তখন আমার বেদির উপরে গ্রহণীয় হবে, কেননা আমার গৃহকে বলা হবে সকল জাতির জন্যই প্রার্থনা-গৃহ।
8 যিনি ইস্রায়েলের নির্বাসিত যত মানুষকে জড় করেন, সেই প্রভু পরমেশ্বরের উক্তি : আমি ইতিমধ্যে যাদের জড় করেছি, তাদের ছাড়া আরও মানুষকে জড় করব।
9 হে বন্যজন্তুগুলি, সকলে খেতে এসো; হে বনের পশুগুলি, সকলে এসো।
10 তার প্রহরীরা সকলে অন্ধ, তারা জ্ঞানহীন : তারা সকলে বোবা কুকুর, ঘেউ ঘেউ করতে অক্ষম ; এদিক ওদিক শুয়ে তারা স্বপ্নই দেখে, তারা নিদ্রাপ্রিয়।
11 লোভী অন্তিকর কুকুর : এ-ই সেই পালকেরা, যারা সুবুদ্ধিবিহীন। প্রত্যেকে যে যার পথের দিকে চলে, প্রত্যেকে যে যার স্বার্থের জন্য ব্যস্ত — কোন ব্যতিক্রম নেই !
12 প্রত্যেকে বলে: 'এসো, আমি আঙুররস আনি, আমরা মদ্যপানে মত্ত হই। আর যেমন আজকের দিন, তেমনি কালও হবে; এমনকি, এর চেয়ে আরও ভাল হবে।'