Index

ইসাইয়া - Chapter 32

1 দেখ, এক রাজা ধর্মময়তায় রাজত্ব করবেন, জনপ্রধানেরা ন্যায়নীতি-মতে শাসন করবেন।
2 প্রত্যেকে হবেন যেন ঝড়ো বাতাসের বিরুদ্ধে আশ্রয়ের মত, ঝঞ্ঝার বিরুদ্ধে অন্তরালের মত, যেন শুষ্ক মাটিতে জলস্রোতের মত, মরুভূমিতে কোন প্রকাণ্ড শৈলের ছায়ার মত।
3 তখন যারা দেখতে পারে, তাদের চোখ আর বুজে থাকবে না, যারা শুনতে পারে, তাদের কান খাড়া থাকবে।
4 চঞ্চল আত্মার মানুষ সুবিবেচক হতে শিখবে, তোতলার জিহ্বা সহজে স্পষ্ট কথা বলবে।
5 নির্বোধ মানুষ উদারমনা বলে আর অভিহিত হবে না, ছলনাপট মানুষও পরোপকারী বলে গণ্য হবে না :
6 কারণ নির্বোধ মানুষ, সে তো নির্বুদ্ধিতাপূর্ণ কথা বলে ; তার হৃদয় শঠতা খাটায় : সে দুষ্কর্ম সাধন করে, প্রভু সম্বন্ধে ভ্রান্তিজনক কথা উচ্চারণ করে, ক্ষুধিতের উদর শূন্য রাখে, পিপাসিতকে জল থেকে বঞ্চিত করে।
7 ছলনাপটু যে মানুষ, তার কর্ম তো সবই মন্দ ! মিথ্যাকথা দ্বারা অত্যাচারিতকে নষ্ট করার জন্য সে কুসঙ্কল্প আঁটে। যখন ন্যায় নিঃস্বের পক্ষে, তখনও !
8 কিন্তু উদারমনা মানুষ উদারমনা সঙ্কল্প করে, তার সমস্ত কর্মও উদার।
9 হে নিশ্চিন্তা স্ত্রীলোকেরা, উঠে দাঁড়াও, আমার কণ্ঠ শোন; হে নিরুদ্বিগ্না কন্যারা, আমার বাণীতে কান দাও।
10 হে নিরুদ্বিগ্নারা, এক বছর আর কিছু দিন, পরে তোমরা উদ্বিগ্না হবে, কেননা আঙুর ফল - সঞ্চয় বন্ধ করা হবে, ফল পাড়বার সময় আর আসবে না।
11 হে নিশ্চিন্তারা, কম্পিতা হও; হে নিরুদ্বিগ্নারা, উদ্বিগ্না হও ; পোশাক খুলে ফেল, কাপড় ছাড়, কোমরে চট বাঁধ।
12 সকলে মনোরম মাঠের জন্য, ফলবতী আঙুরলতার জন্য,
13 ও আমার আপন জনগণের ভূমির জন্য বুক চাপড়াও—সেই যে ভূমিতে কাঁটাগাছ ও শেয়ালকাঁটা গজিয়ে উঠেছে! আনন্দ-ভরা সমস্ত বাড়ির জন্য ও উল্লাসিনী নগরীর জন্যও বুক চাপড়াও ;
14 কারণ রাজপুরী পরিত্যক্ত হবে, কোলাহলপূর্ণ নগরী নির্জন হয়ে পড়বে, ওফেল ও প্রহরা-দুর্গ চিরকালীন গুহা হবে, হবে বন্য গাধার আনন্দ-স্থান ও পশুপালের চারণমাঠ।
15 কিন্তু শেষে ঊর্ধ্বলোক থেকে আমাদের উপরে আত্মাকে বর্ষণ করা হবে : তখন মরুপ্রান্তর উর্বর উদ্যানে পরিণত হবে, এমন উর্বর উদ্যান, যা অরণ্য বলে গণ্য হবে।
16 ন্যায় সেই মরুপ্রান্তরে বসতি করবে, ধর্মময়তা সেই উর্বর উদ্যানে বাস করবে।
17 শাস্তি হবে ধর্মময়তার ফল, সুস্থিরতা ও চিরন্তন নিরাপত্তা হবে ধর্মময়তার ফসল।
18 আমার জনগণ বাস করবে শাস্তির বাসস্থানে, নিরাপত্তার আবাসে, নিরুদ্বেগের বিশ্রামস্থানে ।
19 যদিও অরণ্যটা নিঃশেষে ধ্বংস হয়, যদিও নগরটা সম্পূর্ণরূপেই ভূমিসাৎ হয়,
20 তবু তোমরা সুখী হবে— হ্যাঁ, তোমরা সমস্ত জলস্রোতের ধারে বীজ বুনবে, বলদ ও গাধা অবাধে চরতে দেবে।---