1 এখন একথা বলছেন সেই প্রভু, যিনি, হে যাকোব, তোমাকে সৃষ্টি করলেন, যিনি, হে ইয়ায়েল, তোমাকে গড়লেন : ভয় পেয়ো না, কারণ আমি তোমার মুক্তি সাধন করলাম ; নাম ধরেই তোমাকে ডাকলাম : তুমি তো আমারই।
2 তোমাকে জলরাশির মধ্য দিয়ে যেতে হলে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব ; নদনদীও তোমাকে নিমজ্জিত করবে না। তোমাকে আগুনের মধ্য দিয়ে চলতে হলে তোমার কোন জ্বালা হবে না, তার শিখা তোমাকে পুড়িয়ে দেবে না;
3 কেননা আমি প্রভু, তোমার পরমেশ্বর, ইস্রায়েলের সেই পবিত্রজন, তোমার ত্রাণকর্তা। তোমার মুক্তিমূল্য হিসাবে আমি মিশরকে দিয়েছি, ইথিওপিয়া ও শেবাকে তোমার বদলে দিয়েছি।
4 যেহেতু তুমি আমার চোখে মূল্যবান, যেহেতু তুমি মর্যাদার পাত্র, আর আমি তোমাকে ভালবাসি, সেজন্য আমি তোমার পরিবর্তে মানুষদের, তোমার প্রাণের বিনিময়ে দেশগুলোকে দিই।
5 ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ; পুব দিক থেকে তোমার বংশকে আনব, পশ্চিম দিক থেকে তোমাকে জড় করব।
6 উত্তর দিককে বলব, 'এদের ছেড়ে দাও!" দক্ষিণ দিককে বলব, 'এদের রুদ্ধ রেখো না!' দূর থেকে আমার সন্তানদের এনে দাও ; পৃথিবীর প্রান্ত থেকে আমার কন্যাদের ফিরিয়ে আন।
7 সেই সকলকে, যারা আমার নামে অভিহিত, যাদের আমার গৌরবের খাতিরেই সৃষ্টি করেছি, গড়েছি, ও নির্মাণ করেছি।
8 বের করে আন সেই জাতিকে যে অন্ধ, অথচ যার চোখ আছে, সেই বধিরকেও, অথচ যার কান আছে।
9 সকল দেশ মিলে একত্র হোক, জাতিসকল এখানে সমবেত হোক। তাদের মধ্যে কে এর সংবাদ দিতে পারে ? কে অতীত ঘটনা আমাদের শোনাতে পারে? নিজ নিরপরাধিতা দেখাতে তারা নিজেদের সাক্ষীদের উপস্থিত করুক, যেন অন্যরা শুনে বলতে পারে, ‘কথা সত্য।'
10 তোমরাই আমার সাক্ষী—প্রভুর উক্তি — আমার সেই দাস, যাকে আমি বেছে নিয়েছি, তোমরা যেন আমাকে জেনে আমাতে বিশ্বাস রাখ, এবং বুঝতে পার যে, আমিই তিনি। আমার আগে কোন দেবতাকে গড়া হয়নি, আমার পরেও কোন দেবতা থাকবে না।
11 আমি, আমিই প্রভু! আমি ব্যতীত আর ত্রাণকর্তা নেই।
12 আমিই পূর্বসংবাদ দিয়েছি, আমিই পরিত্রাণ সাধন করেছি; আমিই তোমাদের কাছে নিজেকে শুনিয়েছি, তোমাদের মধ্যবর্তী কোন বিজাতীয় দেবতা নয় ! তোমরা আমার সাক্ষী—প্রভুর উক্তি। আমি ঈশ্বর,
13 অনাদিকাল থেকে আমি সর্বদা সেই একই। আমার হাত থেকে কেউ কিছু উদ্ধার করতে পারে না ; আমি যা কিছু করি, কে তার অন্যথা করবে ?
14 প্রভু, তোমাদের মুক্তিসাধক, ইস্রায়েলের সেই পৰিব্ৰজন, একথা বলছেন : ‘আমি তোমাদেরই খাতিরে বাবিলনে লোক পাঠিয়েছি, তাদের কারাগারের সকল শলাকা উঠিয়ে দেব, কান্দীয়দের আনন্দধ্বনি শোকে পরিণত করব।
15 আমিই প্রভু, তোমাদের পবিত্রজন, ইস্রায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজা!'
16 একথা বলছেন সেই প্রভু, যিনি সমুদ্রে পথ করে দিলেন। ও প্রচণ্ড জলরাশির মাঝে রাস্তা উন্মুক্ত করলেন,
17 যিনি রথ, অশ্ব, সৈন্য ও বীরযোদ্ধাকে একসঙ্গে বের করে আনলেন ; এখন তারা শুয়ে আছে, আর কখনও উঠতে পারবে না ; তারা সলতের মত নিঃশেষিত হয়ে নিভে গেল।
18 তোমরা অতীতের কথা আর মনে করো না, প্রাচীন যত ঘটনা আর চিন্তা করো না !
19 এই দেখ, আমি নতুন কিছু করতে যাচ্ছি। ঠিক এখনই তা গজিয়ে উঠছে, তোমরা কি এবিষয়ে সচেতন নও? আমি প্রান্তরেও একটা পথ প্রস্তুত করছি, মরুভূমিতে নানা রাস্তা করে দিচ্ছি।
20 বন্যজন্তু, শিয়াল ও উটপাখি আমার গৌরবকীর্তন করবে, কারণ আমি প্রান্তরে জল দিই, মরুভূমিতে নদনদী যোগাই, আমার জনগণের, আমার মনোনীতদেরই পিপাসা মিটিয়ে দেবার জন্য,
21 যে জনগণকে আমি নিজের জন্য গড়েছি, তারা যেন প্রচার করে আমার প্রশংসাবাদ।
22 কিন্তু তুমি, যাকোব, তুমি তো আমাকে ডাকনি, এমনকি আমার বিষয়ে তুমি ক্ষান্তই হয়েছে, হে ইস্রায়েল।
23 আহুতির জন্য তুমি তো একটা মেষশাবকও আননি, তোমার যজ্ঞগুলো দিয়ে আমাকে শ্রদ্ধা সম্মান জানাওনি। শস্য-নৈবেদ্য দাবি করে আমি তোমাকে বিরক্ত করিনি, ধূপ চেয়েও তোমাকে ক্লান্ত করিনি।
24 নিজের অর্থব্যয়ে তুমি তো গন্ধনল কেননি, তোমার বলীকৃত পশুর চর্বি দানেও আমাকে পরিতৃপ্ত করনি। বরং তোমার পাপ দ্বারা আমাকে শ্রান্ত করেছ, তোমার শঠতা দ্বারা আমাকে ক্লান্ত করেছ।
25 আমি, আমিই তোমার যত বিদ্রোহ কর্ম আমার নিজের খাতিরে মুছে দিই, এবং তোমার সমস্ত পাপ আর স্মরণে রাখি না!
26 আমাকে স্মরণ করিয়ে দাও, তবে আমরা মিলে ব্যাপারটা বিচার করব : কথা বল, নিজের নিরপরাধিতা দেখাও।
27 আচ্ছা, তোমার আদিপিতা পাপ করল, তোমার ধর্ম-ব্যাখ্যাতারা আমার প্রতি বিদ্রোহ করল,
28 এজন্য আমি পবিত্রধামের প্রধানদের অপমানের পাত্র করলাম ; এজন্য যাকোবকে বিনাশ-মানতের বস্তু হতে দিলাম, ইস্রায়েলকে বিদ্রূপে সঁপে দিলাম।