1 প্রান্তর ও শুষ্ক মাটি পুলকিত হোক, মরুভূমি উল্লসিত হোক, মুকুলিত হোক,
2 গোলাপফুলের মত প্রস্ফুটিত হোক। হ্যাঁ, আনন্দফুর্তির সঙ্গে গান করুক; তাকে দেওয়া হবে লেবাননের গৌরব, কার্মেল ও শারোনের মহিমা। তারা দেখতে পাবে প্রভুর গৌরব, আমাদের পরমেশ্বরের মহিমা।
3 সবল কর দুর্বল যত হাত, সুস্থির কর কম্পিত যত হাঁটু,
4 ভীরুহৃদয়দের বল: 'সাহস ধর, ভয় করো না; এই যে তোমাদের পরমেশ্বর! ঐশ্বরিক প্রতিদান সেই প্রতিশোধ আসছে। তিনি তোমাদের ত্রাণ করতে আসছেন।'
5 তখন অন্ধের চোখ খুলে যাবে, বধিরের কান উন্মোচিত হবে।
6 খোঁড়া মানুষ হরিণের মত লাফ দেবে, বোবার মুখ আনন্দচিৎকার করবে, কারণ প্রান্তরে জলধারা উৎসারিত হবে, মরুভূমিতে খরস্রোত প্রবাহিত হবে।
7 দগ্ধ ভূমি জলাশয় হয়ে উঠবে, শুষ্ক মাটি জলের উৎসে রূপান্তরিত হবে, শিয়ালে যেখানে শুয়ে থাকত, সেই সকল স্থান হবে নলখাগড়ার বন।
8 তার মাঝখান দিয়ে চলে যাবে একটা রাস্তা, তা পবিত্র পথ বলে অভিহিত হবে; অশুচি কেউ তা দিয়ে যাতায়াত করতে পারবে না, কেননা স্বয়ং প্রশ্নই পথ উন্মুক্ত করবেন; নির্বোধ মানুষ সেখানে চলাচল করবে না।
9 সেখানে কোন সিংহ থাকবে না, হিংস্র কোন পশুও তার উপর পা বাড়াবে না, না, তেমন কিছু সেখানে দেখা দেবে না। সেই পথ দিয়ে কেবল বিমুক্ত মানুষই চলবে,
10 এবং প্রভু যাদের মুক্তিকর্ম সাধন করলেন, তারা ফিরে আসবে, হর্ষধ্বনি তুলতে তুলতে তারা সিয়োনে প্রবেশ করবে ; তাদের মাথা হবে চিরন্তন আনন্দে বিভূষিত ; সুখ ও আনন্দ হবে তাদের সহচর ; শোক ও কান্না তখন পালিয়ে যাবে।