Index

ইসাইয়া - Chapter 66

1 প্রভু একথা বলছেন : যখন স্বপ্ন আমার সিংহাসন ও পৃথিবী আমার পাদপীঠ, তখন আমার জন্য তোমরা কোথায় গৃহ গেঁথে তুলবে? কিংবা কোথায় হবে আমার বিশ্রামস্থান ?
2 আমারই হাত কি এই সবকিছু গড়েনি? এসব কিছু কি আমারই নয়?—প্রভুর উক্তি! আমার চোখ কার দিকেই বা তাকায়, সেই বিনম্র ও চূর্ণ আত্মা মানুষের দিকেই ছাড়া, যে আমার বাণীতে কম্পিত হয়?
3 একজন একটা বলদ বলি দেয়, তারপর নরহত্যা করে। একজন একটা মেষ বলিদান করে, তারপর একটা কুকুর গলা টিপে মারে ; একজন শস্য-নৈবেদ্য আনে, তারপর শূকরের রক্ত নিবেদন করে; একজন ধূপ জ্বালায়, তারপর জঘন্য কিছু পূজা করে। এরা নিজ নিজ পথ বেছে নিয়েছে, এরা নিজেদের ঘৃণ্য প্রথায় প্রীত ;
4 আমিও তাদের সর্বনাশের জন্য নানা মায়া বেছে নেব, তারা যাতে ভীত, তা-ই তাদের উপরে নামিয়ে দেব, কারণ আমি ডাকলাম, কিন্তু কেউ উত্তর দিল না, আমি কথা বললাম, কিন্তু কেউ কান দিল না। আমার দৃষ্টিতে যা অন্যায়, তেমন কাজই তারা করল, যাতে আমি প্রীত নই, তা-ই তারা বেছে নিল।
5 তোমরা যারা প্রভুর বাণীতে কম্পিত, তোমরা প্রভুর বাণী শোন। তোমাদের যে ভাইয়েরা তোমাদের ঘৃণা করে, ও আমার নামের কারণে তোমাদের বঞ্চিত করে, তারা বলেছে : ‘প্রভু নিজের গৌরব প্রকাশ করুন, যেন আমরা তোমাদের আনন্দ দেখতে পাই!' আচ্ছা, তারা লজ্জিত হবেই।
6 নগরী থেকে কলহের সুর, মন্দির থেকে এক কণ্ঠস্বর ! এ প্রভুরই কণ্ঠস্বর, যিনি শত্রুদের প্রতিফল দেন।
7 ব্যথা ওঠবার আগে সে প্রসব করল ; গর্ভযন্ত্রণার আগে পুত্রসন্তানের জন্ম দিল।
8 এমন কথা কে শুনেছে? এমন ব্যাপার কেইবা দেখেছে? একদিনেই কি কোনও দেশের জন্ম হয়? একনিমেষেই কি কোনও জাতির উদ্ভব হয়? অথচ প্রসবকাল উপস্থিত হওয়ামাত্র সিয়োন তার সন্তানদের প্রসব করল!
9 প্রসবকাল উপস্থিত করি যে আমি, আমি কি প্রসব ঘটাব না? একথা বলছেন প্রভু। প্রসব ঘটিয়েছি যে আমি, আমি কি গর্ভ রোধ করব ? একথা বলছেন তোমার পরমেশ্বর।
10 যেরুসালেমের সঙ্গে আনন্দ কর, তার জন্য মেতে ওঠ তোমরা সবাই, যারা তাকে ভালবাস। তার সঙ্গে মহোল্লাসে উল্লসিত হও তোমরা সবাই, যারা তার উপর বিলাপ করেছিলে।
11 তবেই তার সান্ত্বনার বুক চুষে খেয়ে তোমরা পরিতৃপ্ত হবে, তার অফুরন্ত প্রাচুর্য চুষে পান ক'রে তোমরা উৎফুল্ল হবে।
12 কারণ প্রভু একথা বলছেন : দেখ, আমি তার উপর প্রবাহিত করব নদীর মতই শান্তি, প্লাবিনী স্রোতস্বতীর মতই জাতি-বিজাতির গৌরব । তোমরা চুষে খাবে, বাহুতে করে তোমাদের বহন করা হবে, কোলের উপরে তোমাদের নাচানো হবে।
13 মা যেমন নিজের ছেলেকে সান্ত্বনা দেয়, আমি তেমনি তোমাদের সান্ত্বনা দেব ; যেরুসালেমেই তোমরা সান্ত্বনা পাবে।
14 এসব কিছু দেখে উল্লসিত হবে তোমাদের হৃদয়, তোমাদের সর্বাঙ্গ নবীন ঘাসের মত তেজময় হয়ে উঠবে। প্রভুর হাত তাঁর আপন দাসদের কাছে নিজেকে জ্ঞাত করবে, কিন্তু আপন শত্রুদের প্রতি তিনি ক্রোধ দেখাবেন।
15 কারণ দেখ, প্রভু আগুনসহ আগমন করছেন, তাঁর রথগুলি ঘূর্ণিবায়ুর মত, সকোপে ক্রোধ ঢেলে দেবার জন্য, আগুনের শিখা দ্বারা তাঁর ধমক বর্ষণ করার জন্য।
16 কেননা প্রভু আগুন দ্বারা ও নিজ খড়্গা দ্বারা সমস্ত মানবজাতির উপর বিচার সম্পন্ন করবেন; আর অনেকেই প্রভু দ্বারা মারা পড়বে।
17 সেই যে একজন মাঝখানে রয়েছে, তার অনুসরণে যারা বাগানে বাগানে নিজেদের পবিত্রীকৃত ও শুচীকৃত যারা শূকরের মাংস, ঘৃণ্য সবকিছু ও ইঁদুর খায়, তারা সকলে একই পরিণাম ভোগ করবে—প্রভুর উক্তি।
18 করে, আর সেইসঙ্গে তাদের সমস্ত কাজ ও সঙ্কল্পও লোপ পাবে। আমি সকল দেশ ও সকল ভাষার মানুষকে সংগ্রহ করতে আসছি : তারা এসে আমার গৌরব দর্শন করবে।
19 আমি তাদের মধ্যে এক চিহ্ন রাখব, এবং তাদের মধ্যে যারা রেহাই পেয়েছে, তাদের আমি বিজাতীয়দের কাছে— তার্সিস, পুট, লুদ, মেশেক, তুবাল ও যাবানের কাছে, দূরবর্তী যে দ্বীপপুঞ্জ কখনও আমার কথা শোনেনি ও আমার গৌরব দেখেনি, তাদেরই কাছে প্রেরণ করব; তারা বিজাতীয়দের কাছে আমার গৌরবের কথা প্রচার করবে।
20 প্রভু একথা বলছেন: তারা বিজাতীয়দের মধ্য থেকে তোমাদের সকল ভাইকে প্রভুর উদ্দেশে নৈবেদ্যরূপে ঘোড়া, রথ, পালকি, মুচার ও উটে করে আমার পবিত্র পর্বতে, যেরুসালেমেই, ফিরিয়ে আনবে, ঠিক যেমন ইস্রায়েল সন্তানেরা বিশুদ্ধ পাত্রে করে প্রভুর গৃহে অর্ঘ্য আনে।
21 প্রভু একথা বলছেন: আমি তাদের মধ্যেও কয়েকজনকে যাজক ও লেবীয় রূপে নিযুক্ত করব।
22 হ্যাঁ, আমি যে নতুন আকাশ ও নতুন পৃথিবী গড়ে তুলতে যাচ্ছি, তা যেমন আমার সম্মুখে চিরস্থায়ী হবে, —প্রভুর উক্তি— তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম চিরস্থায়ী হবে।
23 প্রতি অমাবস্যায় ও প্রতি সপ্তাহের সাব্বাৎ দিনে সমস্ত মানবকুল আমার সম্মুখে প্রণিপাত করতে আসবে—প্রভু এই কথা বলছেন।
24 তারা বাইরে যাওয়ার পথে, যত লোক আমার বিরুদ্ধে বিদ্রোহ-কর্ম করেছে, তাদের মৃতদেহ দেখতে পাবে; কারণ তাদের কীট কখনও মরবে না, তাদের আগুন কখনও নিভবে না, তারা হবে সকলের বিতৃষ্ণার পাত্র।