1 যেসের মূলকাণ্ড থেকে এক পল্লব উৎপন্ন হবেন : তার শিকড় থেকে এক নবাঙ্কুর অঙ্কুরিত হবেন।
2 প্রভুর আত্মা–প্রজ্ঞা ও সুবুদ্ধির আত্মা, সুমন্ত্রণা ও পরাক্রমের আত্মা, সুবিবেচনা ও প্রভুভয়ের আত্মা তাঁর উপর অধিষ্ঠান করবে।
3 তিনি প্রভূভয়ে প্রীত হবেন। তিনি চেহারা অনুসারে বিচার করবেন না, জনশ্রুতি অনুসারেও নিষ্পত্তি করবেন না;
4 বরং ধর্মময়তায় দীনহীনদের বিচার করবেন, সততায় দেশের অত্যাচারিতদের পক্ষে নিষ্পত্তি করবেন : তিনি নিজ মুখের লাঠি দ্বারা দেশ আঘাত করবেন, নিজ ওষ্ঠের ফুৎকারে দুর্জনকে বধ করবেন ;
5 ধর্মময়তা হবে তাঁর কটিবাস, বিশ্বস্ততা হবে তাঁর কোমর বন্ধনী।
6 নেকড়েবাঘ মেষশাবকের সঙ্গে বাস করবে, চিতাবাঘ ছাগশিশুর পাশে শুয়ে থাকবে, বাছুর, যুবসিংহ ও নধর পশু একসঙ্গে চরে বেড়াবে, একটি ছোট্ট বালকই তাদের চালনা করবে।
7 গাভী ও ভালুকী একসঙ্গে চরে বেড়াবে, তাদের বাচ্চা একসঙ্গে শুয়ে থাকবে। বলদের মত সিংহও বিচালি খাবে।
8 দুধের শিশু কেউটে সাপের গর্তের উপরে খেলা করবে, দুধ ছাড়ানো বালক চন্দ্রবোড়ার আস্তানার মধ্যে হাত ঢোকাবে।
9 তারা আমার পবিত্র পর্বতের কোন স্থানেই অনিষ্ট বা ক্ষতিকর কিছুই আর ঘটাবে না, কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, তেমনি পৃথিবী হবে প্রভুজ্ঞানে পরিপূর্ণ।
10 সেদিন যেসের শিকড় যিনি জাতিসকলের নিশানারূপে দাঁড়ান—হবেন দেশগুলির অন্বেষার পাত্র, তাঁর বিশ্রামস্থান গৌরবময় হয়ে উঠবে।
11 সেদিন এমনটি ঘটবে, প্রভু আপন জনগণের অবশিষ্টাংশকে, অর্থাৎ আসিরিয়া ও মিশরে, পাথ্রোস, ইথিওপিয়া ও এলামে, শিনার, হামাৎ ও সমুদ্রের দ্বীপপুঞ্জে যারা বেঁচে রয়েছে, সেখান থেকে তাদের মুক্ত করে আনবার জন্য আবার হাত বাড়াবেন।
12 তিনি দেশগুলির জন্য একটা নিশানা উত্তোলন করবেন, ইস্রায়েলের বিতাড়িত সকলকে জড় করবেন : পৃথিবীর চার কোণ থেকে যুদার বিক্ষিপ্ত লোকদের সম্মিলিত করবেন।
13 এড্রাইমের ঈর্ষা ক্ষান্ত হবে, যুদার যত বিরোধীকে উচ্ছেদ করা হবে, না, এফ্রাইম যুদার উপরে আর ঈর্ষা করবে না, যুদাও এফ্রাইমের বিরুদ্ধে আর শত্রুতা করবে না।
14 বরং তারা মিলে পশ্চিম দিকে উড়ে গিয়ে ফিলিস্তিনিদের পিঠে নেমে পড়বে, তারা মিলে পুবদেশের লোকদের সম্পদ লুট করবে ; এদোম ও মোয়াবের উপরে হাত বাড়াবে, এবং আম্মোনীয়েরা তাদের বশ্যতা স্বীকার করবে।
15 প্রভু মিশরীয় সমুদ্রের খাড়ি শুকনো করে দেবেন, আপন ফুৎকারের প্রতাপে [ইউফ্রেটিস] নদীর উপর হাত বাড়াবেন, তা সাত খালে বিভক্ত করবেন, তখন লোকেরা পায়ে জুতো পরেই তা পার হবে।
16 যখন ইস্রায়েল মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল, তখন তার জন্য যেমন পথ হয়েছিল, তেমনি যারা আসিরিয়া থেকে রেহাই পাবে, তাঁর আপন জনগণের সেই অবশিষ্টাংশের জন্যও থাকবে এক রাস্তা।