Index

ইসাইয়া - Chapter 62

1 সিয়োনের খাতিরে আমি নীরব থাকব না, যেরুসালেমের খাতিরে আমি শান্ত থাকব না, যতক্ষণ না তার ধর্মময়তা উদিত হয় জাজ্বল্যমান তারার মত, মিশালের মতই না জ্বলে ওঠে তার পরিত্রাণ।
2 তখন দেশগুলি তোমার ধর্মময়তা দেখতে পাবে, সকল রাজা দেখতে পাবে তোমার গৌরব, তোমায় এক নতুন নামে ডাকা হবে, যে নাম প্রভুর নিজের মুখই মঞ্জুর করবে।
3 তুমি হবে প্রভুর হাতে যেন কাস্তির মুকুট, তোমার পরমেশ্বরের করতলে রাজকিরীট যেন।
4 কেউ তোমায় আর ‘পরিত্যক্তা' বলে ডাকবে না, তোমার দেশকেও কেউ আর 'ধ্বংসিতা' বলবে না; বরং তোমায় ডাকা হবে ‘তার মধ্যে আমার প্রীতি', আর তোমার দেশকে ‘বিবাহিতা', কারণ প্রভু তোমাতে প্রীত হবেন। আর তোমার দেশের বিবাহ হবে।
5 হ্যাঁ, যুবক যেমন কুমারী কন্যাকে বিবাহ করে, তোমার নির্মাতা তেমনি তোমায় বিবাহ করবেন; বর যেমন কনেকে নিয়ে পুলকিত হয়, তোমার পরমেশ্বর তেমনি তোমাকে নিয়ে পুলকিত হবেন।
6 হে যেরুসালেম, তোমার প্রাচীরের উপরে আমি প্রহরী মোতায়েন রাখলাম, তারা দিনরাত কখনও নীরব হয়ে থাকবে না। যারা প্রভুকে স্মরণ কর, তোমরা বিশ্রাম করো না,
7 তাঁকেও দিয়ো না বিশ্রাম নিতে, যতক্ষণ না তিনি যেরুসালেম পুনঃপ্রতিষ্ঠিত করেন, তাকে না করেন পৃথিবীর প্রশংসার পাত্র।
8 প্রভু তাঁর আপন ডান হাত ও শক্তিশালী বাহুর দিব্যি দিয়ে শপথ করেছেন, আমি নিশ্চয় খাদ্যের জন্য তোমার শত্রুদের তোমার গম আর দেব না; ভিনজাতির মানুষেরাও সেই আঙুররস আর খাবে না, যার জন্য তুমিই শ্রম করেছ।
9 না! যারা শস্য জড় করবে, তারাই তা খাবে ও প্রভুর প্রশংসাগান করবে; যারা আঙুর ফল সংগ্রহ করবে, আমার পবিত্র প্রাঙ্গণে তারাই তার রস পান করবে।
10 তোমরা এগিয়ে যাও, তোরণদ্বার দিয়ে এগিয়ে যাও, লোকদের জন্য পথ প্রস্তুত কর, সমতল কর, রাস্তা সমতল কর, যত পাথর সরিয়ে ফেল, সর্বজাতির জন্য নিশানা উত্তোলন কর।
11 দেখ, প্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত একথা শোনাচ্ছেন : সিয়োন কন্যাকে বল, 'দেখ, তোমার পরিত্রাতা আসছেন! দেখ, তাঁর মঞ্জুরি আছে তাঁর সঙ্গে তাঁর আগে আগে চলছে তাঁর আপন পুরস্কার।'
12 তারা এই নামেই আখ্যাত হবে : পবিত্র জাতি, প্রভুর বিমুক্ত। এবং তুমি ‘অন্বেষিতা', 'অপরিত্যক্তা নগরী' বলে অভিহিতা হবে।