1 ওহে, তৃষিত লোকসকল, জলের কাছে এসো; যার অর্থ নেই, তুমিও এসো। এসো, খাদ্য কিনে নিয়ে খাও ; এসো, বিনা অর্থে খাদ্য, বিনা মূল্যে আঙুররস ও দুধ কিনে নাও।
2 তোমরা কেন অখাদ্যের জন্য অর্থব্যয় করবে? কেন অতৃপ্তিকর খাদ্যের জন্য তোমাদের মজুরি নষ্ট করবে? আমার কথা কান পেতে শোন, তবেই উৎকৃষ্ট খাদ্য খাবে, রসাল শাঁসাল খাদ্য ভোগ করবে।
3 কান দাও, আমার কাছে এসো; শোন, তবেই তোমাদের প্রাণ সঞ্জীবিত হবে। আমি তোমাদের সঙ্গে চিরস্থায়ী এক সন্ধি স্থাপন করব; দাউদের প্রতি আমার সেই মহাকৃপা স্থির রাখব।
4 দেখ, আমি তাকে সর্বজাতির জন্য সাক্ষীরূপে, সর্বদেশের উপরে জননায়ক ও বিধানকর্তা রূপে নিযুক্ত করেছি।
5 দেখ, তুমি তোমার অচেনা এক জাতিকে আহ্বান করবে ; তোমাকে জানে না এমন এক জাতি তোমার কাছে ছুটে আসবে ; এমনটি ঘটবে তোমার পরমেশ্বর প্রতর খাতিরে, ইয়ায়েলের সেই পবিত্রজনেরই খাতিরে, যিনি তোমাকে গৌরবান্বিত করেছেন।
6 প্রভুর অন্বেষণ কর, যেহেতু তিনি নিজের উদ্দেশ পেতে দেন; তাঁকে ডাক, যেহেতু তিনি কাছে আছেন।
7 দুর্জন নিজের পথ, শঠতার মানুষ নিজের যত প্রকল্প ত্যাগ করুক; সে প্রভুর কাছে ফিরে আসুক, তিনি তাকে স্নেহ করবেন ; সে আমাদের পরমেশ্বরের কাছে ফিরে আসুক, কারণ তিনি ক্ষমাদানে মহান।
8 কারণ আমার সঙ্কল্পসকল ও তোমাদের সঙ্কল্পসকল এক নয়, তোমাদের পথসকল ও আমার পথসকল এক নয়—প্রভুর উক্তি।
9 পৃথিবী থেকে আকাশমণ্ডল যত উঁচু, তোমাদের পথ থেকে আমার পথ, তোমাদের সঙ্কল্প থেকে আমার সঙ্কল্প তত উঁচু।
10 বৃষ্টি ও তুষার যেমন আকাশ থেকে নেমে আসে, এবং মাটি জলসিক্ত না করে, ও সেই মাটি যেন বীজবুনিয়েকে বীজ ও মানুষকে খাদ্য দান করে তা উর্বর ও অঙ্কুরিত না করে সেখানে ফিরে যায় না,
11 তেমনি ঘটে আমার মুখনিঃসৃত বাণীর বেলায় আমি যা ইচ্ছা করি, তা সম্পন্ন না করে, এবং যে উদ্দেশ্যে আমি তা প্রেরণ করেছি, তা সাফল্যমণ্ডিত না করে আমার বাণী নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না।
12 তোমরা আনন্দের সঙ্গেই বেরিয়ে যাবে, শান্তিতেই তোমাদের নিয়ে যাওয়া হবে। পর্বত-উপপর্বত তোমাদের সামনে আনন্দচিৎকারে ফেটে পড়বে, মাঠের সকল গাছপালা করতালি দেবে।
13 কাঁটাগাছ আর নয়, দেবদারুই গজিয়ে উঠবে, শেয়ালকাঁটা আর নয়, গুলমেদিই বেড়ে উঠবে ; এমনটি ঘটবে প্রভুর সুনামের উদ্দেশে, এমন চিরস্থায়ী চিহ্ন, যা লোপ পাবে না।