Index

ইসাইয়া - Chapter 27

1 সেদিন প্রভু তাঁর নিদারুণ, বিরাট ও পরাক্রমী খড়্গা দ্বারা কুটিল সাপ সেই লেভিয়াথানকে, হ্যাঁ, কুণ্ডলিত সাপ সেই লেভিয়াথানকে শাস্তি দেবেন সমুদ্র-বাসী সেই নাগকে মেরে ফেলবেন।
2 সেদিন লোকে বলবে : “সেই যে উৎকৃষ্ট আঙুরখেত—তোমরা তার গুণগান কর!'
3 স্বয়ং প্রভু আমিই তার রক্ষক, আমিই পলে পলে তা জলসিক্ত করি ; পাছে তার ক্ষতি হয়, আমি দিনরাত তা যত্ন করি।
4 আমি এখন ক্রুদ্ধ নই। আঃ! আমাকে বিরোধিতা করতে যদি কাঁটাগাছ ও শেয়ালকাঁটা থাকত! সেইসব আক্রমণ করে আমি একেবারে পুড়িয়ে দিতাম!
5 সে বরং আমার কাছে আশ্রয় নিতে আসুক, আমার সঙ্গে শান্তি চুক্তি করুক, শান্তি-চুক্তি করুক আমার সঙ্গে !
6 ভাবী দিনগুলিতে যাকোব শিকড় গাড়বে, ইস্রায়েল মুকুলিত হবে, হবে প্রস্ফুটিত, ভূমণ্ডলকে ফলাদিতে পরিপূর্ণ করে তুলবে।
7 প্রভু ইস্রায়েলের প্রহারকদের যেমন প্রহার করেছিলেন, ইস্রায়েলকেও কি সেইমত প্রহার করলেন? কিংবা তার হত্যাকারীদের তিনি যেমন হত্যা করেছিলেন, তাকেও কি সেইমত হত্যা করলেন?
8 তাকে তাড়িয়ে দেওয়ায়, ত্যাগ করায়ই তুমি তাকে শাস্তি দিলে, পুরবাতাসের দিনের মত তুমি প্রবল ফুৎকারেই তাকে ঝেড়ে দূর করলে।
9 তখন যাকোবের অপরাধ এভাবেই ক্ষমা হবে, তখন এটিই হবে তার পাপহরণের গোটা ফল, সে যখন যজ্ঞবেদির সমস্ত পাথর চূর্ণবিচূর্ণ চুনের পাথরের মত করবে, ও কোন পবিত্র দণ্ড ও কোন ধূপবেদি আর থাকবে না।
10 কারণ সুদৃঢ় নগরটি শূন্যস্থান হয়েছে, হয়েছে নির্জন স্থান, মরুভূমির মত পরিত্যক্ত ; সেখানে বাছুর চরে বেড়ায়, শুয়ে পড়ে ও যত ঘাস খায়।
11 সেখানকার ডালপালা শুষ্ক হলে তা টুকরো টুকরো করা হবে, স্ত্রীলোকেরা এসে তা দিয়ে আগুন জ্বালাবে। সত্যি! তেমন জাতি নির্বোধ এক জাতি : এজন্য তার নির্মাতা তার প্রতি করুণা করবেন না, যিনি তাকে গড়লেন, তিনি তার প্রতি দয়া দেখাবেন না।
12 সেদিন এমনটি ঘটবে, প্রভু [ইউফ্রেটিস] নদীর প্রণালী থেকে মিশরের জলস্রোত পর্যন্ত শস্যমাড়াই আরম্ভ করবেন, আর তোমাদের, হে ইস্রায়েল সন্তানেরা, একে একে করে জড় করা হবে।
13 সেই দিন যখন আসবে, তখন বড় তুরিটা বাজবে ; আর যারা আসিরিয়াতে বিক্ষিপ্ত, যারা মিশরে তাড়িত, তারা ফিরে আসবে। তারা যেরুসালেমে পবিত্র পর্বতের উপরে প্রভুর উদ্দেশে প্রণিপাত করবে।