Index

ইসাইয়া - Chapter 7

1 যুদা রাজ উজ্জিয়ার পৌত্র যোথামের সন্তান আহাজের সময়ে আরাম-রাজ রেজিন ও রেমালিয়ার সস্তান ইয়ায়েল-রাজ পেকা যেরুসালেম আক্রমণ করার জন্য রণ-অভিযানে এগিয়ে এলেন, কিন্তু তা জয় করতে পারলেন না।
2 দাউদকুলকে এই খবর দেওয়া হল, 'আরামীয়েরা এফ্রাইম অঞ্চলে শিবির বসিয়েছে।' তখন তাঁর হৃদয় ও তাঁর প্রজাদের হৃদয় আলোড়িত হয়ে উঠল, ঠিক যেমন বনের গাছপালা বাতাসের আঘাতে আলোড়িত হয়।
3 তখন প্রভু ইসাইয়াকে বললেন, 'তুমি ও তোমার ছেলে শেয়ার যাশুব দু'জনে বেরিয়ে পড় ; উপরের দিঘির নালার শেষ মাথায় গিয়ে ধোপার মাঠের রাস্তায় আহাজের সঙ্গে দেখা কর।
4 তুমি তাকে একথা বলবে : সাবধান, অস্থির হয়ো না; ওই দুই ধূমময় কাঠের টুকরোর জন্য, আরামীয়দের সেই রেজিনের ও রেমালিয়ার সন্তানের প্রচণ্ড ক্রোধের কারণে ভয় পেয়ো না, তোমার হৃদয় ভেঙে না পড়ুক।
5 এই কারণেও ভয় পেয়ো না যে, আরাম, এফ্লাইম ও রেমালিয়ার সন্তান তোমার বিনাশের জন্য ষড়যন্ত্র করছে; তারা নাকি বলছে,
6 এসো, আমরা ঘুদার বিরুদ্ধে রণ অভিযান চালাই, তাকে ধ্বংস করি, আমাদের পক্ষে যোগ দিতে তাকে বাধ্য করি ; তারপর সেখানে রাজপদে টাবেয়েলের সন্তানকে বসাব।
7 প্রভু পরমেশ্বর একথা বলছেন : তেমন কিছু ঘটবে না, তা কখনও হবে না!
8 কারণ আরামের মাথা দামাস্কাস, ও দামাস্কাসের মাথা রেজিন : আরও পঁয়ষট্টি বছর কেটে যাবে, পরে এফ্রাইম জাতিরূপে আর থাকবে না।
9 সামারিয়ার মাথা এফ্লাইম, ও এফ্রাইমের মাথা রেমালিয়ার সন্তান। কিন্তু তোমরা যদি আমার উপর আস্থা না রাখ, সুস্থির হয়ে দাঁড়াতে পারবে না।'
10 প্রভু আহাজের সঙ্গে আর একবার কথা বললেন ; তাঁকে বললেন,
11 তোমার পরমেশ্বর প্রভুর কাছে একটা চিহ্ন যাচনা কর, তা অধোলোক কিংবা উর্ধ্বলোকের চিহ্ন হোক।'
12 কিন্তু আহাজ উত্তরে বললেন, 'আমি যাচনা করব না; আমি প্রভুকে যাচাই করব না।'
13 তখন তিনি বললেন, 'হে দাউদকুল, তোমরা একবার শোন : মানুষের ধৈর্য যাচাই করতে তোমরা কি এখনও ক্ষান্ত নও যে, এবার আমার পরমেশ্বরেরও ধৈর্য যাচাই করবে?
14 তাই প্রভু নিজেই তোমাদের একটা চিহ্ন দেবেন। দেখ, যুবতীটি গর্ভবতী হয়ে একটি পুত্রসন্তান প্রসব করবে, তাঁর নাম রাখবে ইম্মানুয়েল।
15 বালকটি দধি ও মধু খাবে যতদিন যা অমঙ্গল তা অগ্রাহ্য করবার, এবং যা মঙ্গল তা বেছে নেবার জ্ঞান না হয়।
16 যা অমঙ্গল তা অগ্রাহ্য করবার, এবং যা মঙ্গল তা বেছে নেবার জ্ঞান বালকটির না হওয়ার আগেই যে দেশের দুই রাজাকে তুমি ভয় পাচ্ছ, সেই দেশ পরিত্যক্ত হয়ে পড়বে।
17 তোমার প্রতি, তোমার জনগণের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি প্রভু এমন দিনগুলি প্রেরণ করবেন, এফ্ৰাইম যেসময়ে যুদা থেকে পৃথক হল, সেসময় থেকে যার মত দিন আর কখনও দেখা হয়নি : তিনি আসিরিয়ার রাজাকে প্রেরণ করবেন।'
18 সেদিন এমনটি ঘটবে, মিশরের নানা জলস্রোতের প্রান্তে যত মাছি রয়েছে, আসিরিয়ায় যত মৌমাছি রয়েছে, তাদের সকলের প্রতি প্রভু শিস দেবেন।
19 সেগুলো এসে উৎসন্ন উপত্যকাগুলিতে, শৈলের ফাটলগুলিতে, সমস্ত কাঁটাঝোপে ও মাঠে মাঠে বসবে।
20 সেদিন গ্রন্থ [ইউফ্রেটিস] নদীর ওপার থেকে ভাড়া করে নেওয়া ক্ষুর দ্বারা, অর্থাৎ আসিরিয়া-রাজ দ্বারা, মাথা ও পায়ের লোম খেউরি করে দেবেন, দাড়িও ফেলে দেবেন।
21 সেদিন এমনটি ঘটবে, প্রত্যেকে একটা বকনা ও দু'টো মেষ পুষবে ;
22 সেগুলো যে দুধ দেবে, সেই দুধের প্রাচুর্যে সে দধি খাবে ; এদেশের মধ্যে অবশিষ্ট সমস্ত লোক দধি ও মধু খাবে।
23 সেদিন এমনটি ঘটবে, যে যে স্থানে সহস্র রুপোর টাকা মূল্যের সহস্র আঙুরলতা আছে, সেই সকল স্থান হয়ে যাবে শেয়ালকাঁটা ও কাঁটাগাছের স্থান।
24 লোকে তীর ধনুক নিয়েই সেই স্থানে প্রবেশ করবে, কেননা সমস্ত দেশ শেয়ালকাঁটা ও কাঁটাগাছের জঙ্গল হবে।
25 যে সকল পার্বত্য ভূমি কোদাল দিয়ে চাষ করা হত, শেয়ালকাঁটা ও কাঁটাগাছের ভয়ে কেউ সেই সকল স্থান আর পেরিয়ে যাবে না তা এমন স্থান হবে, যেখানে গবাদি পশুই চরে বেড়াবে, মেষপালই যাতায়াত করবে।