Index

ইসাইয়া - Chapter 44

1 হে আমার দাস যাকোব, হে ইস্রায়েল, যাকে আমি মনোনীত করেছি, এখন শোন।
2 যিনি তোমাকে গড়েছেন, যিনি মাতৃগর্ভে তোমাকে গঠন করেছেন, যিনি তোমাকে সহায়তা করবেন, সেই প্রভু একথা বলছেন : “হে আমার দাস যাকোব, হে যেশুরুন, যাকে আমি মনোনীত করেছি, ভয় করো না;
3 কেননা আমি তৃষাতুর ভূমির উপরে জল, ও শুষ্ক মাটির উপরে খরস্রোত প্রবাহিত করব। তোমার বংশের উপরে আমার আত্মা, তোমার সন্তানদের উপরে আমার আশীর্বাদ বর্ষণ করব ;
4 তারা জলাশয়ে ঘাসের মত, জলস্রোতের ধারে ঝাউগাছের মত গজিয়ে উঠবে।
5 একজন বলবে : “আমি তো প্রভুরই, " আর একজন যাকোবের নামে অভিহিত হবে, এবং আর একজন নিজের হাতের উপরে লিখবে, “প্রভুর উদ্দেশে,” আর সে ইস্রায়েল বলে পরিচিত হবে।”
6 প্রভু, ইস্রায়েলের রাজা, তার মুক্তিসাধক, সেনাবাহিনীর প্রভু একথা বলছেন : ‘আমিই আদি, আমিই অন্ত, আমি ব্যতীত আর কোন ঈশ্বর নেই।
7 কেইবা আমার মত? সে এগিয়ে আসুক, তা-ই ঘোষণা করুক; নিজেই তা স্বীকার করুক, আমার সামনে কথাটা ব্যক্ত করুক, আমি যখন সেই পুরাকালীন জনগণকে প্রতিষ্ঠিত করেছি, সেসময় থেকে যত ভাবী ঘটনা সে বলে দিক, যা যা ঘটবে, তার পূর্বসংবাদ আমাদের জানিয়ে দিক।
8 তোমরা অস্থির হয়ো না, ভয় করো না; আমি তোমাদের কাছে কি দীর্ঘকাল থেকে এই সমস্ত কিছু শোনাইনি, তার পূর্বসংবাদ দিইনি? তোমরাই আমার সাক্ষী : আমি ব্যতীত আর কোন ঈশ্বর কি আছে? না, অন্য শৈল নেই! কোন শৈলও আমার জানা নেই!'
9 যারা প্রতিমা গড়ে, তারা সকলে অসার; তাদের বহুমূল্য কাজ কোন উপকারের নয় ; আর যারা তাদের পক্ষে কথা বলে, তারা অন্ধ, নির্বোধ, লজ্জার বস্তু।
10 কে এমন দেবতা গড়ে, এমন দেবতা ঢালাই করে, যা তার কোন উপকারে আসে না?
11 দেখ, তার সকল অনুগামী লজ্জিত হবে; সেই শিল্পকারেরা মানুষমাত্র। তারা সকলে মিলে একত্র হোক, সকলে উঠে দাঁড়াক! তারা সকলে একেবারে কম্পিত ও লজ্জিত হবে।
12 কর্মকার যন্ত্র হাতে নেয়, তা দিয়ে কয়লার উপরে কাজ করে, হাতুড়ি দিয়ে একটা মূর্তি গড়ে, ও তার শক্তিশালী হাত দিয়ে তা প্রস্তুত করে; সে ক্ষুধায় দুর্বল হয়, জল পান না করায় শ্রান্ত হয়ে পড়ে।
13 ছুতোর সুতো দিয়ে মাপ নেয়, সিঁদুর দিয়ে তার নকশা আঁকে, ছেনি দিয়ে খোদাই করে, কম্পাস দিয়ে তার মাপ ঠিক করে, এবং পুরুষের আদল ও মানুষের সৌন্দর্য অনুসারে তা তৈরি করে, যেন তা কোন একটা ঘরে বাস করতে পারে।
14 সে এরসগাছ কাটে, কিংবা তর্সা বা ওকগাছ নেয় ; তা বনের অন্য গাছগুলির মধ্যে বাড়তে দেয়; সরলগাছ পোঁতে, আর বৃষ্টি তা পুষ্ট করে তোলে।
15 এসব কিছু জ্বালানি কাঠ হয়ে মানুষের ব্যবহারে আসে; সে তার একটা অংশ নিয়ে আগুন পোহায়; আবার তন্দুর গরম করে রুটি তৈরি করে ; এমনকি একটা দেবতাও গড়ে তার উদ্দেশে প্রণিপাত করে, একটা মূর্তি গড়ে তার সামনে প্রণত হয়।
16 সে সেসব কিছুর আর একটা অংশ আগুনে পোড়ায়, তার উপরে খাবার প্রস্তুত করে, মাংস ঝলসায়, তারপর তৃপ্তির সঙ্গে খায়। একইসময়ে সে আগুন পোহিয়ে বলে, 'আহা, আমি আগুন পোহাচ্ছি! আগুনের তাপ কেমন ভোগ করছি!'
17 বাকি সবকিছু দিয়ে সে একটা দেবতা, তার ইষ্টদেবতাকেই তৈরি করে, প্রণত হয়ে তাকে পূজা করে, ও তার কাছে এই বলে প্রার্থনা করে : “আমাকে উদ্ধার কর, তুমিই যে আমার ঈশ্বর!
18 তারা কিছুই জানে না, কিছুই বোঝে না; কেননা তাদের চোখ বন্ধ, তাই তারা দেখতে পায় না; তাদের হৃদয় রুদ্ধ, তাই তারা বুঝতে পারে না।
19 একটু চিন্তা করতে কেউই থামে না, কারও এমন জ্ঞান বা বুদ্ধি নেই যে বলবে: 'আমি এর একটা অংশ ইন্ধন হিসাবে ব্যবহার করেছি, এমনকি এর উত্তপ্ত কয়লায় রুটি তৈরি করেছি, ও মাংস ঝলসে নিয়ে খেয়েছি; এর বাকি অংশ দিয়ে কি একটা জঘন্য বস্তু তৈরি করব? আমি কি এক টুকরো কাঠের উদ্দেশে প্রণতি জানাব?'
20 সে ভস্মভোজী! তার মোহগ্রস্ত হৃদয় তাকে ভ্রান্ত করে ; তা থেকে সে নিজেকে উদ্ধার করতে পারে না; এ কথাও ভাবে না যে, “আমার ডান হাতে এই যে বস্তু রয়েছে, তা কি মিথ্যা নয়?”
21 হে যাকোব, এই সমস্ত কথা স্মরণে রেখ, কারণ, হে ইস্রায়েল, তুমি আমার দাস। আমিই তোমাকে গড়েছি; তুমি আমার দাস ইস্রায়েল, তোমার বিষয়ে আমি আশাভ্রষ্ট হব না।
22 আমি ঘুচিয়ে ফেলেছি তোমার অন্যায় সকল একটা মেঘের মত, তোমার যত পাপ কুয়াশার মত । আমার কাছে ফিরে এসো, কেননা আমি তোমার মুক্তি সাধন করেছি।
23 হে আকাশমণ্ডল, আনন্দধ্বনি তোল, কেননা প্রভু আপন কাজ সাধন করলেন ; হে পৃথিবীর গভীরতম যত স্থান, জয়ধ্বনি তোল! হে পাহাড়পর্বত, সানন্দে চিৎকার কর, তোমরাও, যত বন ও তোমাদের সমস্ত গাছপালা, কেননা প্রভু যাকোবের মুক্তি পুনঃসাধন করলেন, ইস্রায়েলে তাঁর আপন গৌরব প্রকাশ করলেন।
24 যিনি তোমার মুক্তিসাধক, তুমি মাতৃগর্ভে থাকতেই যিনি তোমার নির্মাতা, সেই প্রভু একথা বলছেন : আমি প্রভুই নিখিল সৃষ্টির নির্মাতা, আমি একাকী আকাশমণ্ডল বিছিয়ে দিয়েছি : আমি যখন মর্তকে পিটিয়ে পিটিয়ে পেতে দিতাম, তখন কে আমার সঙ্গে ছিল?
25 আমিই তো গণকদের যত চিহ্ন ব্যর্থ করি, মন্ত্রজালিকদের নির্বোধ করি, প্রজ্ঞাবানদের হটিয়ে দিই, ও তাদের জ্ঞান মূর্খতা করি ;
26 আমি আমার আপন দাসের বাণী সিদ্ধ করি, আমার দূতদের পরিকল্পনা বাস্তবায়িত করি : আমি যেরুসালেমকে বলি: তোমার তো জননিবাসী হবে, যুদার শহরগুলোকে বলি : তোমরা পুনর্নির্মিত হবে, আর আমি তার ধ্বংসস্তূপ পুনঃপ্রতিষ্ঠিত করব;
27 আমি মহাসাগরকে বলি: শুষ্ক হও, তোমার নদনদী শুকিয়ে ফেলব :
28 আমি সাইরাসকে বলি আমার মেষপালক, আর সে আমার সমস্ত মনোবাঞ্ছা সিদ্ধ করবে, হ্যাঁ, সে যেরুসালেমকে বলবে : তুমি পুনর্নির্মিত হবে, এবং মন্দিরকে বলবে : ভিত থেকেই তুমি পুনর্নির্মিত হবে।'