Index

ইসাইয়া - Chapter 10

1 ধিক্ তাদের, যারা অন্যায়-বিধি জারি করে, যারা অত্যাচারী বিধান রচনা করে,
2 ফলে যেন দুঃখীদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করতে পারে, আমার জনগণের দীনহীনদের অধিকার চালাকি করে কেড়ে নিতে পারে, বিধবাদের তাদের আপন শিকার করতে পারে, এতিমদের সম্পদ লুট করতে পারে।
3 সেই শাস্তির দিনে, যখন দূর থেকে বিনাশ এসে পড়বে, তখন তোমরা কী করবে? রক্ষা পেতে কার্ কাছে ছুটে যাবে? কোথায় রাখবে তোমাদের যত ধন ?
4 বন্দিদের মধ্যে নত হওয়া, মৃতদের মধ্যে পতিত হওয়া —এছাড়া তোমাদের জন্য অন্য পথ থাকবে না ! তা সত্ত্বেও তাঁর ক্রোধ প্রশমিত হয় না, তাঁর হাত এখনও রয়েছে প্রসারিত।
5 ধিক আসিরিয়াকে! সে আমার ক্রোধের দণ্ড ! তাদের হাতে সেই লাঠিই আমার রোষ!
6 আমি তাকে ভক্তিহীন এক জাতির বিরুদ্ধে প্রেরণ করছি, যারা আমার কোপের পাত্র, সেই জাতির বিরুদ্ধেই তাকে আজ্ঞা দিচ্ছি, সে যেন তাদের সবকিছু লুট করে নেয়, সেই লুটের মাল নিয়ে যায়, সেই জাতিকে পথের কাদার মত মাড়িয়ে দেয়।
7 কিন্তু তার সঙ্কল্প সেরকম নয়, তার হৃদয়ের ভাবনাও সেরকম নয়, বরং তাদের নিশ্চিহ্ন করা, অসংখ্য জাতিকে উচ্ছেদ করাই তার ভাব।
8 এমনকি সে বলে “আমার নেতারা কি সকলে রাজা নন?
9 কাল্নো কি কার্কেমিশের মত নয়? হামাৎ কি আপাদের মত নয়? সামারিয়া কি দামাস্কাসের মত নয়?
10 সেই দেব-দেবীর রাজ্যগুলো যেখানে যেরুসালেমের ও সামারিয়ার মূর্তিগুলোর চেয়েও মূর্তির সংখ্যা বেশি ছিল, আমার হাত যখন সেই সকল রাজ্যের নাগাল পেয়েছে,
11 তখন আমি কি সামারিয়া ও তার দেব-দেবীর প্রতি যেমন ব্যবহার করেছি, যেরুসালেম ও তার যত প্রতিমার প্রতিও সেইমত ব্যবহার করব না?'
12 সিয়োন পর্বতে ও যেরুসালেমে তাঁর আপন কাজ সমাধা করার পর প্রভু আসিরিয়া-রাজের হৃদয়ের উদ্ধৃত কর্মফল ও তার চোখের স্পর্ধা ভরা ভাবকে শাস্তি দেবেন:
13 কারণ সে নাকি বলল : আমার নিজের হাতের বলে ও আমার নিজের প্রজ্ঞা দ্বারাই আমি এসব কিছু করলাম—আমি কেমন বুদ্ধিমান! আমি জাতিসকলের সীমানা উপড়ে ফেললাম, তাদের সঞ্চিত ধন লুট করে নিলাম, রাজাসনে আসীন ছিল যারা, মহাবীরের মতই আমি তাদের নামিয়ে দিলাম।
14 আমার হাত জাতিসকলের ধন পাখির নীড়ের মতই খুঁজে পেল, ফেলানো ডিম যেমন জড় করা হয়, তেমনি আমি সমগ্র পৃথিবীকে জড় করলাম : কোন পাখা নড়ল না, কিচমিচ শব্দ করতেও কেউই ঠোঁট খুলল না।'
15 কুড়াল দিয়ে যে কাটে, কুড়াল কি তার উপর আস্ফালন করবে? করাত যে চালায়, করাত কি তার চেয়ে নিজেকেই বড় মনে করবে? এ যেন, লাঠি যার হাতে রয়েছে, লাঠিই তাকে চালাতে চায়! কিংবা যেন, যা কাঠের নয়, বেত তা উচ্চ করতে চায় !
16 এজন্য সেনাবাহিনীর পরমেশ্বর প্রভু তার বলিষ্ঠ যোদ্ধাদের শরীরে রোগের শীর্ণতা এনে দেবেন, তার গরিমার তলে এমন জ্বালা জ্বলতে থাকবে, যা আগুনের জ্বালার মত।
17 হ্যাঁ, ইস্রায়েলের আলো আগুন হয়ে উঠবে, তার পবিত্রজন যিনি, তিনি হয়ে উঠবেন এমন অগ্নিশিখার মত, যা একদিনের মধ্যে শেয়ালকাঁটা ও কাঁটাগাছ সবই গ্লাস করে ছাই করে;
18 তিনি তার বন ও উদ্যানের গৌরব নিশ্চিহ্ন করবেন, প্রাণ ও দেহ সবই সংহার করবেন ; তখন তা এমন রোগীর মত হবে, যার ক্ষয় হচ্ছে ;
19 আর তার বনের যে সমস্ত গাছপালা রেহাই পাবে, তা এমন অল্পই হবে যে, একটা বালকও তার হিসাব করতে পারবে।
20 সেদিন এমনটি ঘটবে, ইস্রায়েলের অবশিষ্টাংশ ও যাকোবকূলে যারা রেহাই পেয়েছে তারাও তার উপর আর ভর করবে না যে তাদের প্রহার করেছিল, কিন্তু বিশ্বস্ততার সঙ্গে ইস্রায়েলের পবিত্রজন সেই প্রভুর উপর ভর করবে।
21 একটা অবশিষ্টাংশ, যাকোবেরই সেই অবশিষ্টাংশ, শক্তিশালী ঈশ্বরের কাছে ফিরে আসবে।
22 কেননা, হে ইস্রায়েল, তোমার লোকেরা সমুদ্রের বালুকণার মত হলেও তাদের কেবল একটা অবশিষ্টাংশই ফিরে আসবে ; এমন সর্বনাশ নিরূপিত, যার ফলে ধর্মময়তা উছলে পড়বে,
23 কারণ সেনাবাহিনীর পরমেশ্বর প্রভু সারা পৃথিবীর মধ্যে সেই নিরূপিত বিনাশকর্ম সাধন করবেন।
24 সুতরাং সেনাবাহিনীর পরমেশ্বর প্রভু একথা বলছেন : “হে সিয়োন-নিবাসী জাতি আমার, যদিও আসিরিয়া তোমাকে বেত্রাঘাত করে ও তোমার বিরুদ্ধে লাঠি ওঠায় —মিশর যেমন একদিন করেছিল— তাকে তুমি ভয় পেয়ো না।
25 কারণ আর অতি অল্পকালের মধ্যেই আমার ক্রোধ নিঃশেষিত হবে, আর আমার কোপ ওদের শেষ করে ফেলবে।'
26 সেনাবাহিনীর প্রভু তার দিকে কশা ঘোরাবেন, যেমনটি ওরেব শৈলে মিদিয়ানকে নিঃশেষে আঘাত করেছিলেন; তিনি তাঁর লাঠি সাগরের উপরে ওঠাবেন, যেমনটি মিশরেও করেছিলেন।
27 সেদিন এমনটি ঘটবে, তোমার কাঁধ থেকে তার বোঝা, তোমার ঘাড় থেকে তার সেই জোয়াল সরিয়ে দেওয়া হবে। প্রাচুর্যের সামনে সেই জোয়াল হার মানবে।
28 সে আইয়াতে এসে পৌঁছেছে, মিগ্রোনের দিকে এগিয়ে গেছে, মিকমাসে তার মালপত্র রেখে গেছে।
29 তারা গিরিপথ পেরিয়ে গেছে, গেবাতে শিবির বসিয়েছে: রামা কাঁপছে, সৌল-গিবেয়া পালাচ্ছে।
30 হে বাথ-গাল্লিম, তুমি জোর গলায় চিৎকার কর, লাহিশা, মনোযোগ দাও, আহা, দুঃখিনী আনাথোৎ !
31 মাঘেনার লোক পলাতক, গেবিম-নিবাসীরাও পালিয়ে যাচ্ছে।
32 আজই সে নোবে থামবে, সিয়োন-কন্যার পর্বতের বিরুদ্ধে, যেরুসালেম-গিরির বিরুদ্ধে সে অঙুলিতর্জন করবে।
33 এই যে প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর! তিনি মহাপ্রতাপে শাখাগুলি চিরে নিচ্ছে : সেগুলির সর্বোচ্চ মাথা এখন সবই ছিন্ন, সর্বোচ্চ যত গাছ এখন সবই পতিত!
34 বনের যত ঝাড় লোহা দ্বারা কাটা, এবং লেবানন সেই শক্তিমানের আঘাতে নিপাতিত।