Index

ইসাইয়া - Chapter 25

1 প্রভু, তুমি আমার পরমেশ্বর, আমি তোমার বন্দনা করব, করব তোমার নামগান, কারণ তুমি সাধন করেছ আশ্চর্য কাজ, পুরাকালে সঙ্কল্লিত সেই বিশ্বস্ততাপূর্ণ ও সত্যময় কাজ।
2 কেননা নগরীকে তুমি প্রস্তররাশিতে, সুরক্ষিত নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করেছ; বিদেশীদের সেই রাজপুর এখন আর নগর নয়, তা কখনও পুনর্নির্মিত হবে না।
3 তাই বলবান এক জাতি করে তোমার গৌরবকীর্তন, তোমায় সম্ভ্রম করে দুর্দান্ত জাতিগুলির শহর।
4 কারণ তুমি দরিদ্রের দৃঢ়দুর্গ সঙ্কটকালে নিঃস্বের দৃঢ়দুর্গ ঝড়ঝঞ্ঝার দিনে আশ্রয়, গরমের দিনে ছায়া ; হ্যাঁ, দুর্দান্তদের শ্বাস শীতকালীন বর্ষার মত,
5 শুষ্ক দেশে রোদের তাপের মত। যেমন মেঘের ছায়াতে রোদের তাপ, তুমি তেমনি প্রশমিত কর সেই বর্বরদের কোলাহল ক্ষান্ত কর সেই দুর্দান্তদের জয়গান।
6 সেনাবাহিনীর প্রভু এই পর্বতের উপর সকল জাতির জন্য সাজিয়ে রাখবেন উৎকৃষ্ট খাদ্যের এক মহাভোজ, উত্তম আঙুররস, রসাল শাঁসাল খাদ্য, সেরা আঙুররসের এক মহাভোজ।
7 এই পর্বতের উপরে তিনি বিলুপ্ত করবেন সেই আচ্ছাদন, যা আচ্ছন্ন করে রাখছিল সকল জাতির মানুষের মুখ, সেই আবরণ, যা পাতা ছিল সকল দেশের মানুষের উপর।
8 তিনি মৃত্যুকে চিরকালের মতই বিলুপ্ত করবেন : স্বয়ং পরমেশ্বর প্রভু সকলের মুখ থেকে মুছে দেবেন অশ্রুজল, তাঁর আপন জাতির অপমান গোটা পৃথিবী থেকে দূর করে দেবেন, কারণ স্বয়ং প্রভুই একথা বললেন।
9 সেদিন সকলে বলবে, “দেখ, ইনিই আমাদের পরমেশ্বর ; আমরা তাঁর উপরেই এই প্রত্যাশা রেখেছিলাম যে, ইনি আমাদের ত্রাণ করবেন ; ইনিই সেই প্রভু, যার উপরে প্রত্যাশা রেখেছিলাম; এসো, তাঁর পরিত্রাণের জন্য উল্লাস করি, আনন্দ করি!'
10 কারণ প্রভুর হাত এই পর্বতের উপরেই থাকবে। কিন্তু বিচালি যেমন সারকুণ্ডে মাড়িয়ে দেওয়া হয়, তেমনি মোয়াবকে মাটিতে মাড়িয়ে দেওয়া হবে।
11 যে সাঁতার দেয়, সাঁতারের জন্য সে যেমন হাত বাড়ায়, মোয়াব তেমনি সেখানে হাত বাড়াবে ; কিন্তু তার হাত যাই কিছু করতে চেষ্টা করবে না কেন, তিনি তার গর্ব অবনমিতই করবেন।
12 তিনি নামিয়ে দেবেন, ধ্বংস করবেন, ধূলিসাৎ করবেন তোমার নগরপ্রাচীরের অগম্য যত দৃঢ়দুর্গ।