Index

ইসাইয়া - Chapter 28

1 এফ্রাইমের মাতালদের দর্পমুকুটকে ধিক্! তার জ্যোতির্ময় শোভার যে ক্ষণস্থায়ী ফুল উর্বর উপত্যকার মাথায় রয়েছে, আঙুররসে পরাভূত যত লোকদের সেই নগরকে ধিক্ !
2 দেখ, প্রভু দ্বারা প্রেরিত হয়ে প্রতাপশালী ও শক্তিমান এক পুরুষ শিলা-ঝড়ের মত, প্রলয়ঙ্করী ঝঞ্ঝার মত, প্রবল জলোচ্ছ্বাসের মত সবকিছুই নিজের হাতে ভূমিসাৎ করে।
3 এফ্রাইমের মাতালদের সেই দর্পমুকুট পদতলে মাড়িয়ে দেওয়া হবে;
4 এবং তার জ্যোতির্ময় ভূষণের সেই যে ক্ষণস্থায়ী ফল, যা উর্বর উপত্যকার মাথায় রয়েছে, তার দশা হবে এমন আশুপক্ক ডুমুরফলের মত, যা উপযুক্ত কালের আগে দেখা দেয়। তা দেখে লোকে পেড়ে নেয়; হাতে পাওয়ামাত্রই তা খায়।
5 সেদিন সেনাবাহিনীর প্রভুই তাঁর আপন জনগণের অবশিষ্টাংশের জন্য হবেন মহিমময় মুকুট ও জ্যোতির্ময় শিরোভূষণ
6 যারা বিচারাসনে বসে, তাদের জন্য তিনি হবেন ন্যায়বিচারের প্রেরণা, যারা নগরদ্বারে আক্রমণ রোধ করে, তাদের জন্য হবেন পরাক্রম।
7 এরাও আঙুররসে ভ্রান্ত ও মদ্যপানে টলটলায়মান হচ্ছে। যাজক কি নবী সকলেই মদ্যপানে ভ্রান্ত, আঙুররসে নিমজ্জিত তারা মদ্যপানে টলটলায়মান, দর্শনে ভ্রান্ত ও বিচার সম্পাদনে টলটলায়মান।
8 বস্তুত সকল ভোজন-টেবিল দুর্গন্ধময় বমিতে পরিপূর্ণ নোংরা নয় এমন স্থান নেই !
9 [তারা বলে :] 'সে কাকে জ্ঞান শিক্ষা দিতে চায় ? সে কাকে বাণীর যুক্তি বোঝাতে চায়? তাদেরই কি, যারা দুধ ও স্তন-ছাড়া?
10 হ্যাঁ, সাউলাসাউ, সাউলাসাউ, কাউলাকাউ, কাউলাকাউ, জে এর সাম, জে এর সাম্।”
11 আচ্ছা, তিনি বিদ্রূপের ওষ্ঠে ও বিদেশী ভাষায় এই জনগণের সঙ্গে কথা বলবেন ;
12 আগেও তিনি তাদের বলেছিলেন : 'এই যে বিশ্রাম! ক্লান্ত মানুষকে বিশ্রাম নিতে দাও। এই যে প্রাণ জুড়াবার স্থান!' কিন্তু তারা শুনতে রাজি হল না।
13 সেজন্য তাদের প্রতি প্রভুর এই বাণী উচ্চারিত : "সাউলাসাউ, সাউলাসাউ, কাউলাকাউ, কাউলাকাউ, জে এর সাম, জে এর সাম যেন তারা এগিয়ে চলতে চলতে পিছনে পড়ে তাদের দেহ ভেঙে যায়, এবং ফাঁদে ধরা পড়ে তাদের বন্দি করা হয়।
14 সুতরাং, হে বিদ্রূপকারী মানুষের দল, যেরুসালেমের এই জাতির শাসনকর্তারা, প্রভুর বাণী শোন ;
15 তোমরা নাকি বলছ : আমরা মৃত্যুর সঙ্গে সন্ধি স্থির করেছি, পাতালের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছি; তাই সংহারকের কশা এদিক দিয়ে এলে আমাদের নাগাল পাবে না, কারণ আমরা মিথ্যাকে আমাদের আশ্রয় করেছি, ছলনার আড়ালে লুকিয়েছি।'
16 অতএব পরমেশ্বর প্রভু একথা বলছেন : “দেখ, আমি সিয়োনে ভিত্তিমূলের জন্য যাচাই-করা মহামূল্যবান একটা সংযোগপ্রস্তর স্থাপন করছি ; যে কেউ বিশ্বাস করে, সে টলবে না।
17 আমি ন্যায়বিচারকে করব মানদণ্ড, ধর্মময়তাকে করব ওলন। শিলাবৃষ্টি তোমাদের ওই মিথ্যার আশ্রয় দূরে ঝেড়ে ফেলবে, জলরাশি তোমাদের ওই লুকোনোর স্থান ভাসিয়ে নিয়ে যাবে।
18 মৃত্যুর সঙ্গে তোমাদের ওই সন্ধি মুছে ফেলা হবে, পাতালের সঙ্গে তোমাদের ওই চুক্তি দাঁড়াতে পারবে না। সংহারকের কশা যখন ওদিক দিয়ে যাবে, তখন তার পায়ে তোমাদের মাড়িয়ে দেওয়া হবে।
19 তা যতবার আসবে, ততবার তোমাদের ধরবে, আর আসলে তা প্রতি সকালেই আসবে দিনের পর দিন, রাতের পর রাত! কেবল বিভীষিকার জোরেই তোমরা একথা বুঝবে।
20 কারণ গা প্রসারিত করার পক্ষে বিছানা খাটো, গায়ে জড়াবার পক্ষে কম্বল ছোট !
21 হ্যাঁ, প্রভু উত্থিত হবেন, যেমন পেরাজিম পর্বতের উপরে তিনি উত্থিত হয়েছিলেন তিনি ক্রুদ্ধ হবেন, যেমন গিবেয়োন-উপত্যকায় ক্রুদ্ধ হয়েছিলেন ; এভাবে তিনি তাঁর আপন কর্মের, তাঁর সেই রহস্যময় কর্মের সিদ্ধি ঘটাবেন, তাঁর আপন কর্ম, তাঁর সেই অসাধারণ কর্ম সম্পন্ন করবেন।
22 সুতরাং তোমরা তোমাদের বিদ্রূপ বন্ধ কর, পাছে তোমাদের শেকল আরও শক্ত হয় ; কারণ সেনাবাহিনীর পরমেশ্বর প্রভুর কাছ থেকে আমি সারা পৃথিবী সম্বন্ধে উচ্ছেদ-বিধির কথা শুনেছি।
23 তোমরা কান দাও, আমার কণ্ঠস্বর শোন, মনোযোগ দাও, আমার বাণী শোন।
24 বীজ বোনার উদ্দেশ্যে কৃষক কি সারাদিন হাল চাষ করে, মাটি খুঁড়ে ভূমির ঢেলা ভাঙে?
25 মাটি সমান করার পর সে কি মরিচ ছড়ায় না ও জিরে বোনে না? সে কি শ্রেণি শ্রেণি করে গম ও যব, এবং খেতের সীমানায় ভুট্টা কি বোনে না?
26 তার পরমেশ্বরই তাকে শিক্ষা দেন: তিনিই তাকে সঠিক নিয়ম শেখান।
27 বস্তুত মউরি মাড়ন-মইতে মাড়াই করতে নেই, এবং জিরের উপরে গাড়ির চাকা ঘোরাতে নেই, কিন্তু মউরি লাঠি দিয়ে, ও জিরে বাঁশ দিয়ে মাড়াই করা উচিত।
28 গম কি চূর্ণ হয়? অবশ্যই, কিন্তু তা কখনও শেষ পর্যন্ত মাড়াই হয় না; গাড়ির চাকা ও ঘোড়ার ক্ষুর তা ছড়ায় বটে, কিন্তু তুমি তো তা একেবারে চূর্ণ কর না।
29 এও সেনাবাহিনীর প্রভুর দান; তিনিই সুমন্ত্রণায় আশ্চর্যময়, কর্মজ্ঞানে মহান।