Index

ইসাইয়া - Chapter 3

1 দেখ, সেনাবাহিনীর পরমেশ্বর প্রভু যেরুসালেম ও যুদা থেকে যত রকম সম্বল হরণ করতে যাচ্ছেন; হরণ করতে যাচ্ছেন সমস্ত অন্নভাণ্ডার, সমস্ত জলভাণ্ডার
2 বীর ও যোদ্ধা, বিচারকর্তা ও নবী, গণক ও প্রবীণ,
3 পঞ্চাশপতি ও সম্ভ্রান্ত মানুষ, মন্ত্রী, বিজ্ঞ জাদুকর, নিপুণ মন্ত্রজালিক -সকলকেই হরণ করতে যাচ্ছেন তিনি।
4 আমি তাদের নেতারূপে বালকদের নিযুক্ত করব, রাস্তার ছেলেরাই তাদের উপর কর্তৃত্ব চালাবে।
5 লোকে একে অপরের হাতে, প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর হাতে হবে দুর্ব্যবহারের বস্তু: তরুণ বৃদ্ধের প্রতি ঔদ্ধত্য দেখাবে, নিচু শ্রেণির মানুষ উচ্চ বংশের মানুষকে অসম্মান করবে।
6 হ্যাঁ, পিতৃগৃহে মানুষ এই বলে তার আপন ভাইকে ধরবে, 'তোমার আলোয়ান আছে, আমাদের নেতা হও, এই ধ্বংসস্তূপের ভার তুমিই হাতে নাও।'
7 কিন্তু সেদিন সেই লোক প্রত্যুত্তরে বলে উঠবে, “আমি তো চিকিৎসক নই : আমার ঘরে নেই রুটি, নেই বস্ত্র; আমাকে জননেতা করো না।'
8 বস্তুত যেরুসালেম এবার বিধ্বস্ত, যুদা পতিত, কারণ তাদের জিহ্বা ও কর্ম, সবই প্রভুর প্রতিকূল, তাঁর গৌরবময় দৃষ্টির প্রতি অপমান!
9 তাদের ব্যক্তি-পক্ষপাত তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, সদোমের মত তারা নিজেদের পাপ প্রচার করে বেড়াচ্ছে, তা গোপন রাখে না। ধিক্ তাদের! নিজেরাই নিজেদের অমঙ্গল ঘটাতে যাচ্ছে।
10 বল : ধার্মিক মানুষ সুখী! তার মঙ্গল হবে, সে তার নিজের কর্মফল ভোগ করবে।
11 ধিক দুর্জনকে! তার অমঙ্গল ঘটবে, সে নিজের হাতের অপকর্ম অনুযায়ী মজুরি পাবে।
12 আমার জনগণ! একটি বালকই তাদের পীড়ন করছে, মেয়েছেলেই তাদের উপর কর্তৃত্ব চালাচ্ছে! হে আমার আপন জাতি, তোমার পথদিশারী যারা, তারাই তোমাকে পথভ্রষ্ট করছে, তোমার চলার পথ তারাই নষ্ট করছে।
13 প্রভু অভিযোগ তোলার জন্য উঠেছেন, জনগণের বিচার করতে দাঁড়িয়েছেন।
14 প্রভু আপন জনগণের প্রবীণদের ও নেতাদের বিচার করতে যাচ্ছেন : "তোমরাই আঙুরখেত গ্রাস করে ফেলেছ, দীনহীনের কাছ থেকে কেড়ে নেওয়া জিনিস তোমাদেরই ঘরে রয়েছে।
15 কোন্ অধিকারেই বা তোমরা আমার জনগণকে চূর্ণবিচূর্ণ করছ? কোন অধিকারেই বা দীনহীনের মুখ গুঁড়ো করে দিচ্ছ? সেনাবাহিনীর পরমেশ্বর প্রভুর উক্তি!
16 প্রভু আরও বলছেন : “সিয়োনের কন্যারা গর্বিতা, তারা ঘাড় উচ্চ করে কটাক্ষপাত করে বেড়ায়, ছোট ছোট পদক্ষেপ ফেলে, ও পায়ে রণরণি শব্দ করে,
17 এজন্য প্রভু সিয়োনের কন্যাদের মাথা টাকপড়া করবেন, প্রভু তাদের খুলি চুলছাড়া করবেন।'
18 সেদিন প্রভু তাদের পায়ের নূপুর, জালিবক্স ও চন্দ্রহার, ঝুমকো, চুড়ি, ঘোমটা,
19 ললাটভূষণ, পায়ের মল, গলার হার, আতরের কৌটা, বাজু,
20 আগুটি, নখ,
21 পর্বীয় পোশাক, চাদর, শাল, ঝালী,
22 আয়না, ক্ষোমের কাপড়, শিরোভূষণ ও আলোয়ান—এই সমস্ত বেশভূষা খুলে নেবেন।
23 আর তখন সুগন্ধির বদলে থাকবে পচন, গলার হারের বদলে দড়ি, কায়দা করে চলবিন্যাসের বদলে টাক, দামী পোশাকের বদলে চটের পটি, সৌন্দর্যের বদলে লজ্জাকর দাগ।
24 তোমার বীরপুরুষেরা খড়ের আঘাতে, তোমার যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে মারা পড়বে।'
25 তার যত নগরদ্বার হাহাকার ও বিলাপ করবে, আর সে মাটিতে শুয়ে থাকবে — উৎসন্না হয়ে !