1 প্রভু একথা বলছেন, "আমি যে ত্যাগপত্র দিয়ে তোমাদের মাকে ত্যাগ করেছি, তার সেই ত্যাগপত্র কোথায় ? কিংবা আমার পাওনাদারদের মধ্যে কার কাছে তোমাদের বিক্রি করেছি? দেখ, তোমাদের সমস্ত শঠতার কারণেই তোমাদের বিক্রি করা হয়েছে, তোমাদের সমস্ত বিদ্রোহ-কর্মের কারণেই তোমাদের মাকে ত্যাগ করা হয়েছে।
2 আমি তো এখন এসেছি, অথচ উপস্থিত কেউ নেই কেন? আমি তো ডাকছি, অথচ সাড়া নেই কেন ? মুক্তিকর্ম সাধন করার জন্য আমার হাত কি এত খাটো হয়ে পড়েছে? কিংবা আমার কি উদ্ধার করার শক্তি নেই? দেখ, আমি এক ধমকেই সাগরকে শুষ্ক করি, নদনদীকে মরুপ্রান্তর করি : জলের অভাবে সেগুলোর মাছ পচে, পিপাসায় মারা পড়ে।
3 আমি আকাশমণ্ডলকে কালো আবরণ পরাই, চটের কাপড় দিয়ে তা আচ্ছন্ন করি।
4 প্রভু পরমেশ্বর আমাকে এমন দীক্ষাপ্রাপ্ত জিহ্বা দিয়েছেন, যেন আমি বুঝতে পারি, ক্লান্ত মানুষকে কেমন সান্ত্বনার বাণী দিতে হয় ; প্রতি সকালে তিনি আমার কান জাগ্রত করে তোলেন, যেন আমি দীক্ষাপ্রাপ্ত শিষ্যের মত শুনতে পাই।
5 প্রভু পরমেশ্বর আমার কান উন্মুক্ত করেছেন ; আর আমি প্রতিবাদ করিনি, পিছিয়ে যাইনি।
6 যারা আমাকে মারছিল, তাদের দিকে পিঠ, যারা আমার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল, তাদের দিকে গাল পেতে দিলাম ; অপমান ও থুথু থেকে মুখ ঢেকে রাখিনি।
7 প্রভু পরমেশ্বর আমার সহায়তা করেন, এজন্যই আমি বিহ্বল হই না, এজন্যই পাথরের মতই কঠিন করে তুলেছি আমার মুখ। আমি জানি, আমাকে লজ্জিত হতে হবে না।
8 যিনি আমাকে ধর্মময়তা মঞ্জুর করেন, তিনি কাছে আছেন, কে আমার সঙ্গে বিবাদ করবে? এসো, আমরা মুখোমুখি হই! কে আমার বিরুদ্ধে অভিযোগ আনে? সে এগিয়ে আসুক!
9 দেখ, প্রভু পরমেশ্বর আমার সহায়তা করেন, কে আমাকে দোষী বলে সাব্যস্ত করবে? দেখ, তারা সকলে কাপড়ের মত জীর্ণ হয়ে যাচ্ছে কীটে তাদের গ্রাস করবে।
10 তোমাদের মধ্যে কে প্রভুকে ভয় করে ? কে তাঁর দাসের বাণীর প্রতি বাধ্য ? যে অন্ধকারে চলে, আলো যার নেই, সে প্রভুর নামে প্রত্যাশা রাখুক, তার আপন পরমেশ্বরে ভর করুক।
11 দেখ, আগুন জ্বালাচ্ছ ও জ্বলন্ত মশাল হাতে রাখছ যে তোমরা, তোমরা সকলে তোমাদের সেই আগুনের আলোয় চল, -তোমাদের জ্বালানো সেই মশালের আলোয়ই চল। আমার কাছ থেকে তোমাদের প্রাপ্য এ যন্ত্রণায় শুয়ে পড়বে!