1 প্রায় সেসময়েই হেজেকিয়ার এমন অসুখ হল যে, তিনি মরণাপন্ন অবস্থায় পড়লেন। আমোজের সন্তান নবী ইসাইয়া এসে তাঁকে বললেন, 'প্রভু একথা বলছেন: তুমি তোমার সবকিছুর সুব্যবস্থা করে ফেল, কারণ তোমার মৃত্যুর দিন এসে গেছে, তুমি বাঁচবে না।”
2 তখন হেজেকিয়া দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে এই বলে প্রভুর কাছে প্রার্থনা করলেন:
3 মনে রেখ, প্রভু, আমি তোমার সাক্ষাতে বিশ্বস্ততায় ও একনিষ্ঠ হৃদয়েই চলেছি, এবং তোমার দৃষ্টিতে যা মঙ্গলময়, তেমন কাজই করেছি।' আর তখন হেজেকিয়া অঝোরে কেঁদে ফেললেন।
4 তখন প্রভুর বাণী ইসাইয়ার কাছে এসে উপস্থিত হয়ে বলল,
5 যাও, হেজেকিয়াকে বল : তোমার পিতৃপুরুষ দাউদের পরমেশ্বর প্রভু একথা বলছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, আমি তোমার চোখের জল দেখেছি; দেখ, আমি তোমার আয়ুষ্কাল আরও পনেরো বছর বৃদ্ধি করব ;
6 আসিরিয়ার রাজার হাত থেকে তোমাকে ও এই নগরীকে উদ্ধার করব: আমি এই নগরীকে রক্ষা করব।
7 প্রভু যা বলেছেন, তিনি যে তা সাধন করবেন, প্রভুর কাছ থেকে আপনার কাছে তার চিহ্ন এ:
8 দেখ, সূর্যের সঙ্গে সঙ্গে যে ছায়া আহাজের সিঁড়ির দশ ধাপ নেমে গেছে, তা আমি সেই দশ ধাপ পিছিয়ে দেব।' আর সূর্য যত ধাপ নেমে গেছিল, তার দশ ধাপ পিছিয়ে গেল।
9 দা-রাজ হেজেকিয়ার লিপি; তিনি অসুস্থ হয়ে যখন অসুস্থতা থেকে সুস্থ হন, তখনকার লেখা।
10 আমি বলেছিলাম, আমার জীবনের মধ্যাহ্নে আমাকে চলে যেতেই হবে, বাকি বছরগুলিতে আমি সমর্পিত হব পাতালের দ্বারে।
11 বলেছিলাম, আমি প্রভুকে আর দেখতে পাব না এই জীবিতের দেশে, জগদ্বাসীদের মধ্যে কোন মানুষকে আর দেখতে পাব না।
12 আমার আবাস উপড়ে ফেলা হল, আমার কাছ থেকে তা কেড়ে নেওয়া হল রাখালের একটা তাঁবুর মত। তাঁতীর মত আমি গুটিয়েছি আমার জীবন : তিনি সেই তাঁত থেকে আমাকে ছিন্ন করলেন। এক দিন এক রাতের মধ্যে তুমি তো নিঃশেষ কর আমায় ;
13 ভোরের আগে আমি সত্যি নিঃশেষিত হন। সিংহের মত তিনি আমার সকল হাড় চূর্ণবিচূর্ণ করেন, এক দিন এক রাতের মধ্যে তুমি তো নিঃশেষ কর আমায়।
14 দোয়েলের মত আমি কিচমিচ করে ডাকি, কবুতরের মত করি বিলাপ। ঊর্ধ্বে তাকিয়ে ক্ষীণ হয়ে আসে আমার চোখ—প্রভু, আমার কী দুর্দশা! আমাকে নিরাপদে রাখ।
15 আমি কী বলব? তিনি আমার কাছে কথা বললেন, নিজেই এই সমস্ত কিছু সাধন করলেন। আমার প্রাণের তিক্ততার কারণে আমার বাকি বছরগুলি ধরে আমি নম্রভাবে চলব।
16 প্রভু তাঁর আপনজনদের কাছে কাছে থাকেন : তারা জীবিত থাকবেই 'ও তাদের মধ্যে যা কিছু আছে, তাঁর আত্মা তা সঞ্জীবিত করবে। আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর!
17 এই যে, আমার তিক্ততা সমৃদ্ধিতে পরিণত হল ! আমি যেন সেই সর্বনাশের গহ্বর থেকে উদ্ধার পাই তুমি আসক্ত হলে আমার প্রতি ; হ্যাঁ, তোমার পিছনে ফেলে দিয়েছ আমার সকল পাপ।
18 কারণ পাতাল করে না তোমার স্তুতি, মৃত্যুও করে না কো তোমার প্রশংসাবাদ। সেই গহ্বরে যারা নেমে যায়, তারা প্রত্যাশা রাখে না কো তোমার বিশ্বস্ততার উপর।
19 যারা জীবিত, যারা জীবিত, তারাই করে তোমার স্তুতি যেমন আমি করছি আজ। পিতা আপন সন্তানদের কাছে জ্ঞাত করেন তোমার বিশ্বস্ততার কথা।
20 প্রভু আমাকে ত্রাণ করতে এলেন, তাই আমরা প্রভুর গৃহে বাদ্যের ঝঙ্কারে গাইব আমাদের জীবনের সমস্ত দিন ধরে।
21 ইসাইয়া বললেন, ‘ডুমুরফলের তৈরী একটা জাব নিয়ে এসে তা নালী-ঘায়ের উপরে মেখে দেওয়া হোক, আর তিনি প্রাণে বাঁচবেন।
22 হেজেকিয়া বললেন, 'আমি যে প্রভুর গৃহে যাব, এর চিহ্ন কী?'