Index

ইসাইয়া - Chapter 29

1 আরিয়েল, আরিয়েল, ধিক্ তোমায় ! তুমি যে দাউদের শিবিরনগর ! এক বছরের পর অন্য বছর যাক, উৎসবচক্র ঘুরে আসুক।
2 কিন্তু আমি আরিয়েলের উপরে সঙ্কোচ ঘটাব, তখন হবে কান্নাকাটি তাতে তুমি আমার পক্ষে প্রকৃতই আরিয়েল হবে।
3 দাউদের মত আমিও তোমার বিরুদ্ধে শিবির বসাব, গড় দিয়ে চারদিকে তোমাকে ঘিরে ফেলব, তোমার বিরুদ্ধে অবরোধ-জাঙ্গাল নির্মাণ করব।
4 তখন তুমি অবনত হয়ে মাটি থেকে কথা বলবে, ধুলামাটি থেকে তোমার কথা ফিস্ ফিস্ করে উঠবে ; মাটি থেকে নির্গত তোমার সুর ভূতের ওঝার সুরের মত হবে, ধুলামাটি থেকে তোমার কথার শব্দ ফুসফুসের মত হবে।
5 তোমার অত্যাচারীদের বিপুল দল হবে সূক্ষ্ম ধুলার মত, তোমার পীড়কদের বিপুল দল হবে তাড়িত তুষের মত। আর হঠাৎ, এক নিমেষেই,
6 বজ্রধ্বনি, ভূমিকম্প ও মহাশব্দের সঙ্গে, ঘূর্ণিঝড়, ঝক্কা ও সর্বগ্রাসী অগ্নিশিখার সঙ্গে সেনাবাহিনীর প্রভু তোমাকে দেখতে আসবেন।
7 তখন সকল জাতির যে বিপুল দল আরিয়েলের বিরুদ্ধে রণ-অভিযান চালায়, যারা তাকে ও তার নানা গড় আক্রমণ করে ও অবরুদ্ধ করে, সেইসব একটা স্বপ্নের মত হবে, হবে রাত্রিকালীন দর্শনের মত।
8 এমনটি ঘটবে, যেমন ক্ষুধার্ত মানুষ স্বপ্ন দেখে সে খাচ্ছে, কিন্তু জেগে উঠলে তার উদর শূন্য : কিংবা যেমন পিপাসিত মানুষ স্বপ্ন দেখে সে পান করছে, কিন্তু জেগে উঠলে, দেখ, সে দুর্বল, তার গলা দগ্ধ ; যে সব দেশের মানুষের দল সিয়োন পর্বতের বিরুদ্ধে রণ-অভিযান চালাচ্ছে, তাদের দশা তেমনি হবে।
9 বিস্মিত হও তোমরা, স্তম্ভিত হও চোখ রুদ্ধ কর, অন্ধ হও ; মাতাল হও, কিন্তু আঙুররসে নয়, টলটলায়মান হও, কিন্তু মদ্যপানের ফলে নয়।
10 কারণ প্রভু তোমাদের উপরে ঘোর নিদ্রাজনক আত্মা বর্ষণ করেছেন, তোমাদের নবী-চোখ বন্ধ করেছেন, তোমাদের দৈবদ্রষ্টা-মাথা ঢেকে রেখেছেন।
11 সমস্ত দর্শন তোমাদের পক্ষে সীলমোহর-যুক্ত পুস্তকের কথার মত হবে ; যে লেখাপড়া জানে, পুস্তকটা তাকে দিয়ে তুমি যদি বল, 'দয়া করে, এ পড়,' তবে সে উত্তরে বলবে, 'আমি পারি না, কারণ পুস্তকটা সীলমোহর-যুক্ত।'
12 কিংবা যে লেখাপড়া জানে না, পুস্তকটা তাকে দিয়ে তুমি যদি বল, 'দয়া করে, এ পড়,' তবে সে উত্তরে বলবে, “আমি লেখাপড়া জানি না।'
13 পরে প্রভু একথা বললেন : ‘যেহেতু এই জাতির মানুষেরা কেবল কথায়ই আমার কাছে এগিয়ে আসে, কেবল ওষ্ঠেই আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমা থেকে দূরে রয়েছে, আমার প্রতি দেখানো তাদের উপাসনাও মানবীয় রীতি ও মুখস্থ করা মাত্র,
14 সেজন্য দেখ, আমি এই জনগণকে আবার আশ্চর্য কাজ ও অলৌকিক লক্ষণ দেখিয়ে আশ্চর্যান্বিত করে চলব : লোপ পাবে তাদের প্রজ্ঞাবানদের প্রজ্ঞা, মিলিয়ে যাবে তাদের বুদ্ধিমানদের বুদ্ধি।”
15 ধিক্ তাদের, যারা প্রভুর কাছ থেকে তাদের মতলব গোপন রাখার জন্য গভীর জলে নেমে যায়, যারা অন্ধকারে কাজ করে বলে, 'কে আমাদের দেখতে পায়? কে আমাদের চিনতে পারে?'
16 আহা, কেমন বিকৃত বুদ্ধি ! কুমোর কি মাটির সমান বলে গণ্য ? নির্মিত বস্তু কি নির্মাতার বিষয়ে বলতে পারে, “সে আমাকে নির্মাণ করেনি? পাত্র কি কুমোরের বিষয়ে বলতে পারে, তার জ্ঞান নেই?”
17 একথা কি সত্য নয় যে, আর অল্পকাল পরে লেবানন একটা ফল-বাগানে পরিণত হবে, ও ফলবাগানটা অরণ্য বলেই গণ্য হবে?
18 সেদিন বধিরেরা পুস্তকটির বাণী শুনতে পাবে, অন্ধকার ও তমসা থেকে মুক্ত হয়ে অন্ধদের চোখ দেখতে পাবে।
19 বিনম্ররা প্রভুতে আরও আনন্দ পাবে, সবচেয়ে নিঃস্ব মানুষ ইস্রায়েলের সেই পবিত্রজনে উল্লাস করবে।
20 কারণ নিপীড়ক তখন আর থাকবে না, বিদ্রূপকারী মিলিয়ে যাবে, তারা সকলেই উচ্ছিন্ন হবে যারা শঠতা খাটায়,
21 কথা দ্বারা যারা পরকে দোষী করে, নগরদ্বারে যারা বিচারকের সামনে ফাঁদ পাতে, যারা ধার্মিককে অতল গহ্বরে টানে।
22 সুতরাং, আব্রাহামের মুক্তিসাধক সেই প্রভু যাকোবকুলকে একথা বলছেন, এখন থেকে যাকোবকে আর লজ্জিত হতে হবে না, তার মুখ আর মলিন হবে না ;
23 কারণ আমার নিজের হাতের কাজ— তার সন্তানদের- তার নিজের সঙ্গে দেখে সে আমার নামের পবিত্রতা স্বীকার করবে, যাকোবের পবিত্রজনের পবিত্রতা স্বীকার করবে, ইস্রায়েলের পরমেশ্বরকে সম্ভ্রম করবে।
24 যাদের আত্মা ভ্রান্ত, তারা সম্বিবেচনার কথা বুঝবে, যারা গড়গড় করে, তারা নির্দেশবাণী গ্রহণ করে নেবে।'