Index

ইসাইয়া - Chapter 52

1 জাগ, জাগ হে সিয়োন, শক্তি পরিধান কর ; হে পবিত্র নগরী যেরুসালেম, তোমার সুন্দরতম বসন পরিধান কর; কেননা অপরিচ্ছেদিত বা অশুচি কোন মানুষ তোমার মধ্যে আর কখনও প্রবেশ করবে না।
2 গায়ের ধূলা ঝেড়ে ফেল, ওঠ, হে বন্দি যেরুসালেম ! তোমার ঘাড়ের সেই বন্ধনগুলো খুলে ফেল, হে বন্দি সিয়োন কন্যা !
3 কারণ প্রভু একথা বলছেন : 'বিনামূল্যে তোমাদের বিক্রি করা হয়েছিল বিনা অর্থে তোমাদের মুক্ত করা হবে।'
4 কারণ প্রভু পরমেশ্বর একথা বলছেন, “আমার আপন জনগণ আগে মিশরে গিয়ে সেখানে প্রবাসীর মত বসতি করল : শেষে আসিরিয়া অকারণে তাদের অত্যাচার করল।
5 তেমন অবস্থায় আমি এখন কী করব? —প্রভুর উক্তি- যেহেতু আমার আপন জনগণ অকারণে নির্বাসিত হয়েছে, যেহেতু তাদের কর্তারা আনন্দে চিৎকার করছে—প্রভুর উক্তি— এবং আমার নাম সমস্ত দিন, সারাদিন ধরেই, নিন্দার বস্তু হচ্ছে,
6 সেজন্য আমার জনগণ আমার নাম জানবে, সেদিন তারা বুঝবে যে, আমিই বলছিলাম: এই যে আমি!'
7 আহা, কত না সুন্দর পাহাড়পর্বতের উপরে তারই চরণ যে শুভসংবাদ প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের শুভসংবাদ প্রচার করে, ঘোষণা করে পরিত্রাণ, সিয়োনকে বলে, 'তোমার পরমেশ্বর রাজত্ব করেন।
8 এক কন্ঠস্বর। উচ্চকণ্ঠে তোমার প্রহরীরা ডাকছে, একসঙ্গে তারা সানন্দে চিৎকার করছে, কারণ তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে প্রভু সিয়োনে ফিরে আসছেন।
9 হে যেরুসালেমের ধ্বংসস্তূপ, তোমরা মিলে গান কর, আনন্দে ফেটে পড়, কারণ প্রভু তাঁর আপন জাতিকে সান্ত্বনা দিলেন, যেরুসালেমের মুক্তি পুনঃসাধন করলেন।
10 প্রভু তাঁর আপন পবিত্র হাত সকল জাতির দৃষ্টিগোচরে অনাবৃত করেছেন; পৃথিবীর সকল প্রান্ত দেখতে পেয়েছে আমাদের পরমেশ্বরের পরিত্রাণ।
11 যাও, চলে যাও, সেখান থেকে বেরিয়ে যাও, অশুচি কোন কিছু স্পর্শ করো না। তার মধ্য থেকে বেরিয়ে যাও, নিজেদের শুচীকৃত কর তোমরা, যারা প্রভুর পাত্রগুলি বহন কর।
12 বস্তুত তোমাদের তত ত্বরা করে বেরিয়ে পড়তে নেই, পলাতকের মত তোমাদের চলে যেতে নেই, কারণ তোমাদের পুরোভাগে প্রভুই চলছেন, আবার তোমাদের পশ্চাদ্ভাগে ইস্রায়েলের পরমেশ্বরই উপস্থিত।
13 দেখ! আমার দাস কৃতকার্যই হবেন : তিনি উন্নীত হবেন, উত্তোলিত হবেন, হবেন মহামহিম।
14 একদিন যেমন তাঁর জন্য বহু মানুষ শিহরে উঠেছিল, অন্য মানুষের তুলনায় তাঁর চেহারা এমনই বিকৃত ছিল যে, আদমসন্তানদের সঙ্গে তাঁর আর কোন সাদৃশ্যই ছিল না—
15 একদিন তেমনি বহু দেশের মানুষ তাঁর বিষয়ে বিস্ময়মগ্ন হয়ে যাবে। রাজারা তাঁর কারণে মুখ বন্ধ রাখবে, কারণ তাদের কাছে যা কখনও বলা হয়নি, তারা তা দেখতে পাবে; যা কখনও শোনেনি, তারা তা উপলব্ধি করবে।