1 যাকোবকুল, একথা শোন, হ্যাঁ, তোমরা যারা ইস্রায়েল নামে অভিহিত, যুদা বংশ থেকে যাদের উদ্ভব, যারা প্রভুর নামের দিব্যি দিয়ে শপথ করে থাক, যারা ইস্রায়েলের পরমেশ্বরকে ডাক, -কিন্তু সততায় নয়, সরলতায় নয়—
2 কারণ তোমরা পবিত্র নগরীর মানুষ বলে পরিচয় দাও, এবং ইস্রায়েলের সেই পরমেশ্বরের উপর নির্ভর কর, সেনাবাহিনীর প্রভু যাঁর নাম।
3 আমি তো সেকাল থেকেই অতীত ঘটনার পূর্বসংবাদ দিয়েছিলাম, সেগুলি আমার মুখ থেকে নির্গত হয়েছিল, আমি সেই সমস্ত কিছু শুনিয়েছিলাম ; আমি অকস্মাৎ কাজ সাধন করলাম, আর সেগুলি উপস্থিত হল।
4 কারণ আমি জানতাম যে, তুমি জেদি, তোমার মন লোহার ডাণ্ডার মত, তোমার কপাল ব্রঞ্জেরই কপাল !
5 আমি সেকাল থেকে তোমাকে তার পূর্বসংবাদ দিয়েছিলাম, ঘটবার আগেই তা তোমার কাছে শুনিয়েছিলাম, যেন তুমি না বলতে পারতে, ‘আমার দেবমূর্তিই এসব করেছে, আমার প্রতিমা, আমার ছাঁচে ঢালাই করা প্রতিমূর্তিই এসবের আজ্ঞা।
6 তুমি তো এর পূর্বসংবাদ শুনেছিলে, এর সিদ্ধিও এখন দেখতে পাচ্ছ : তুমি কি তা স্বীকার করবে না? এখন আমি তোমাকে এমন নতুন ও রহস্যময় বিষয়ের কথা শোনাব, যা তুমি কল্পনাও করতে পার না।
7 এই সমস্ত কিছু এখনকার সৃষ্টি, আগেকার নয় ; আজকের আগে তুমি তার বিষয়ে কিছুই শোননি, পাছে তুমি বল, 'এ আগেও জানতাম।'
8 না, তুমি তা কখনও শোননি, কখনও জাননি, তোমার কান অনেক দিন থেকেই উন্মুক্ত নয়, কেননা আমি জানতাম যে, তুমি নিতান্ত ধূর্ত, মাতৃগর্ভে থাকতেই তুমি বিদ্রোহী বলে পরিচিত।
9 আমার নামের খাতিরেই আমার ক্রোধ সংযত রাখব, আমার সম্মানের খাতিরেই তোমার ব্যাপারে মুখে বল্লা দেব, পাছে তোমাকে উচ্ছেদ করি।
10 দেখ, আমি তোমাকে ঘাঁটি করেছি, কিন্তু রুপোর মত নয় ; দুঃখজ্বালার হাপরেই তোমাকে যাচাই করেছি।
11 আমার নিজের খাতিরে, কেবল নিজেরই খাতিরে তেমনটি করছি ; কেমন করে নিজেকে অপবিত্র হতে দেব? আমার আপন গৌরব আমি অন্যকে দেব না !
12 হে যাকোব, হে ইস্রায়েল, যাকে আমি আহ্বান করেছি, আমাকে শোন আমি, কেবল এই আমিই আদি, আবার আমিই অস্ত।
13 আমার এই হাত পৃথিবীর ভিত্তি স্থাপন করেছে, আমার এই ডান হাত আকাশমণ্ডল বিস্তৃত করেছে; আমি তাদের ডাকলেই তারা সকলে মিলে এসে উপস্থিত হয়।
14 একত্র হও, তোমরা সকলে, আমাকে শোন ; তোমাদের মধ্যে কে এই সবকিছুর পূর্বসংবাদ দিয়েছে? প্রভু যাকে ভালবাসেন, তেমন ব্যক্তিই বাবিলন ও কান্দীয় জাতি সম্বন্ধে আমার মনোবাঞ্ছা সিদ্ধ করবে।
15 আমি, আমিই কথা বলেছি; আমিই তাকে আহ্বান করেছি, তাকে এনেছি, আর তার কর্মকীর্তি সফল হবে।
16 তোমরা এগিয়ে এসো, এই কথা শোন। আদি থেকে আমি কখনও গোপনে কথা বলিনি: যেসময় এই ঘটনা ঘটে, সেসময় আমি সেখানে উপস্থিত ; আর এখন প্রভু পরমেশ্বর আমাকে ও তাঁর আত্মাকে প্রেরণ করেছেন।
17 যিনি তোমার মুক্তিসাধক, ইস্রায়েলের পবিত্রজন, সেই প্রভু একথা বলছেন : 'আমি প্রভু, তোমার পরমেশ্বর, আমি তোমার মঙ্গলের জন্য তোমাকে উদ্বুদ্ধ করি, যে পথে তোমাকে চলতে হয়, সেই পথে আমিই তোমাকে চালনা করি।
18 আহা! তুমি যদি আমার আজ্ঞায় মনোযোগ দিতে ! তবে তোমার সমৃদ্ধি হত নদীর মত, তোমার ধর্মময়তা হত সমুদ্র-তরঙ্গের মত ;
19 তোমার বংশ হত বালুকার মত, তোমার ঔরসজাত সন্তানেরা বালুকণার মত ; আমার সামনে থেকে তোমার নাম কখনও উচ্ছিন্ন হত না, কখনও লুপ্ত হত না।'
20 বাবিলন ছেড়ে বেরিয়ে এসো, কান্দীয়দের কাছ থেকে পালিয়ে যাও; আনন্দোচ্ছ্বাসের কণ্ঠে একথা ঘোষণা কর, তা প্রচার কর, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত কথাটা ব্যাপ্ত কর; বল : “প্রভু তাঁর আপন দাস যাকোবের মুক্তি পুনঃসাধন করেছেন।'
21 মরুপ্রান্তর দিয়ে তিনি তাদের চালনা করতে করতে তারা কখনও পিপাসিত হল না ; তাদের জন্য তিনি শৈল থেকে জলস্রোত নির্গত করলেন ; তিনি শৈল ফাটালেন, জল প্রবাহিত হল।
22 প্রভু বলছেন, দুর্জনদের জন্য শাস্তি নেই!