Index

ইসাইয়া - Chapter 16

1 মরুপ্রান্তরের নিকটবর্তী সেলা থেকে তোমরা দেশ-শাসকের কাছে মেষশাবক পাঠিয়ে দাও।
2 যেমন পলাতক পাখি, যেমন বিক্ষিপ্ত নীড়, আর্নোনের ঘাটগুলিতে মোয়াব-কন্যারা তেমনি হবে।
3 মন্ত্রণা কর, সিদ্ধান্ত নাও, মধ্যাহ্নে তোমার ছায়া রাত্রিকালের মত কর ; বিতাড়িত লোকদের লুকিয়ে রাখ, পলাতকদের প্রতি বিশ্বাসঘাতকতা করো না।
4 মোয়াবের বিতাড়িত লোকদের তোমার ঘরে গ্রহণ কর, সংহারকের সামনে তাদের আশ্রয় রূপে দাঁড়াও। একবার উৎপীড়ন শেষ হলে ও বিনাশ ক্ষান্ত হলে, যারা দেশকে পদদলিত করছে, একবার তারা চলে গেলে
5 সিংহাসনটা কৃপায় দৃঢ়প্রতিষ্ঠিত হবে : দাউদের তাঁবুতে বিশ্বস্ততার সঙ্গে এমন বিচারক সেই আসনে বসবেন, যিনি সুবিচারে তৎপর, যিনি ধর্মময়তার সাধক।
6 আমরা শুনেছি মোয়াবের অহঙ্কারের কথা : সে নিতান্তই অহঙ্কারী: শুনেছি তার দম্ভ, অহঙ্কার, আক্রোশ, ও অসার আস্ফালনের কথা।
7 এজন্য মোয়াবীয়েরা মোয়াবের জন্য বিলাপ করছে, তারা প্রত্যেকেই বিলাপ করছে; কির হারেসেতের আঙুর পিঠার জন্য মনঃক্ষুণ্ণ হয়ে সকলে দুঃখিত।
8 হেসবোনের মাঠগুলি ও সিমার আঙুরলতাগুলি ম্লান হয়ে পড়েছে; জাতিগুলির নেতারা সেগুলির যত চারাগাছ ছিন্ন করেছে; সেগুলি যাসের পর্যন্ত পৌঁছত, মরুপ্রান্তরের মধ্যেও প্রবেশ করত; সেগুলির যত শাখা চারদিকে এত বিস্তৃত ছিল যে, সাগর পর্যন্তই ছড়িয়ে পড়েছিল।
9 এজন্য সিমার আঙুরলতার ব্যাপারে যাসের যেমন কাঁদে, আমিও তেমনি কাঁদব। হে হেসবোন, হে এলেয়ালে, আমার চোখের জলে তোমাকে প্লাবিত করব ; কেননা তোমার গ্রীষ্মের ফসল ও তোমার আঙুর সংগ্রহের উপরে আনন্দচিৎকার আর নেই।
10 ফলবাগান থেকে আনন্দ-ফূর্তি ফুরিয়ে গেল ; আঙুরখেতে কোন আনন্দগানের সুর আর শোনা যাচ্ছে না, ফুর্তির কোন চিৎকারও আর ধ্বনিত হচ্ছে না। কেউ মাড়াইকুণ্ডে আঙুরফল আর মাড়াই করছে না, আমিই সেই আনন্দচিৎকার বন্ধ করেছি।
11 এজন্য মোয়াবের ব্যাপারে আমার অন্ধ্ররাজি, কির হারেসেতের ব্যাপারে আমার অন্তর বীণার মত শিহরে উঠছে।
12 মোয়াব দেখা দেবে, উচ্চস্থানগুলিতে ক্লান্তি বোধ করবে, প্রার্থনা করতে তার পবিত্রধামে যাবে, কিন্তু তাতেও কোন ফল হবে না !
13 তেমনটি ছিল সেই বাণী, যা একসময় প্রভু মোয়াব বিষয়ে দিয়েছিলেন।
14 কিন্তু এখন প্রভু একথা বলছেন : 'বেতনজীবীর বছর অনুসারে তিন বছরের মধ্যে মোয়াবের গৌরব ও সেইসঙ্গে তার গোটা অসংখ্য জনগণ তাচ্ছিল্যের বস্তু হবে: এবং তার অবশিষ্টাংশ অতি অল্পসংখ্যক ও বলহীন হবে।'